পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সকলে সসম্মানে পথ ছাড়িয়া দিলেন। হরিদাস তাহার আহবানকারীর নিকট পরিচয় দিতেছিলেন যে, তাহার পিতা পূৰ্ব্বে এক ব্যক্তির মস্তক মুগুন করিয়া সন্ন্যাসী করিয়াছিলেন এবং তিনিও এবহুপ্ৰকার সৌভাগ্যের অধিকারী কোনও একদিন হইবেন, এরূপ আশা পোষণ করিয়া অসিতেছেন । আজ সে সৌভাগ্যের দিন সমুপস্থিত । হরিদাস গৰ্ব্বে আনন্দে স্ফীত হইয়া দ্রুতপদে আসিতেছিলেন ; কিন্তু দূর হইতে যখন প্রভুর সে জ্যোতিৰ্ম্ময় দেহ হরিদাসের নয়নে পড়িল, তখন তাহার আনন্দ উৎসাহ নিবিয়া গেল। আবার যখন প্রভুর সন্নিকটে আসিয়া তাহার কারুণাপূর্ণ বদনচন্দ্র নিরীক্ষণ করিলেন, তখন তাহার হস্ত পদ কি একটা শক্তিপ্রভাবে এলাইয়া পড়িল । তিনি ভূপৃষ্ঠে বসিয়া পড়িয়া প্রভুকে নিরীক্ষণ করিতে লাগিলেন ; ক্ষণকাল পরে একটু প্রকৃতিস্থ হইয় প্রণাম করিলেন ; এবং যুক্ত করে জিজ্ঞাসা করিলেন, “ঠাকুরের কি আজ্ঞা ?” - প্রভু। “খালস করহে নাপিত বৃন্দাবনে যাই, ' তোরে কৃপা করিবেন কৃষ্ণ দয়াময় ।” হরিদাস। ক্ষমা করবেন ঠাকুর, আম হ’তে মুগুন হবে না । হরিদাস উঠলেন ; প্রভু কহিলেন, “যে ও না হরিদাস, আমায় উদ্ধার কর।” হরি বলেছি ত ঠাকুর, আম হ’তে হবে না। b'8