পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধদ্রব্য সকলের শ্রেণীবিভাগ ෂඩ්) ঙ । যে সকল ঔষধ-ভ্ৰব্য যকৃতের উপর কার্য্য করে ;– যকৃত ভিন্ন ভিন্ন ক্রিয়া সাধন করে ; যথা,—পিত্তস্রাবণ, গ্লাইকোজেন নিৰ্ম্মাণ ও সঞ্চয়, ইউরিয়া নিৰ্ম্মাণ, অন্ত্রমধ্যে হইতে যে সকল পদার্থ শোষিত হয় তাহাদিগকে নিঃসরণ এবং অন্ত্রমধ্য হইতে যে সকল বিষ পদার্থ শোষিত হয় তাহাদিগকে নষ্ট করণ। ১ । যে সকল পদার্থ পিত্ত-স্রাবণের উপর কার্য্য করে – মলে অধিক পরিমাণে পিত্ত নির্গত হইলেই যে, অধিক পরিমাণে পিত্ত স্রাবিত হইয়াছে, এমত সিদ্ধান্ত করা যায় না ; কারণ, হইতে পারে যে, পিত্তস্থলী ও পিত্তনলী সকল হইতে সম্পূর্ণরূপে পিত্ত নির্গত হুইয়াছে, অথবা ডিয়োডিনাম্ মধ্যে যে পিত্ত প্রক্ষিপ্ত হইয়াছে তাহা পুনঃ শোষিত হওনের সময় পাইবার পূৰ্ব্বেই অন্ত্রমধ্য দিয়া সত্বর-গতি নির্গত হইয়। আসিয়াছে। যে সকল ঔষধ-দ্রব্য দ্বারা প্রকৃতপক্ষে স্রাবিত পিত্তের পরিমাণ বৃদ্ধি করে, তাহাদিগকে সাক্ষাৎ পিত্তনিঃসরিক (ডাইরেক্ট, কোলেগগস্) বলে। যে সকল ঔষধদ্রব্য দ্বারা কেবল মলে অধিকতর পরিমাণে পিত্ত নির্গত হয়, অথচ পিত্ত স্রাবণের বৃদ্ধি পায় না, তাহদিগকে পরোক্ষ পিত্তনিঃসারক (ইন্‌ডাইরেক্ট কোলেগগস্) বলে। সাক্ষাৎ পিত্তনিঃসারক ঔষধ সকল ;– ইহাদের ক্রিয়ার প্রবলতা অনুসারে পরে পরে নিম্নলিখিত তালিকা দেওয়া গেল :পডফিলাম, ইউনিমিন, ইরিডিন, য়্যালোজ, ইপেকাকুয়ান, ডাইলিউট, নাইটকর্যাদিড়, ডাইলিউট, নাইট্রো-হাইড্রোক্লোরিক্ য়াসিড, মার্কিউরিক ক্লোরাইড, সোডিয়াম, ফসফেট,সোডিয়াম, স্তালিসিলেট, সোডিয়াম, বেঞ্জেয়েট, সোডিয়াম সালফেট কলসিন্থ, কলচিকাম, পোটাসিয়াম, সালফেট, য়্যামোনিয়াম, বেঞ্চোয়েটু, রাবাব, জালাপ স্ক্যামনি, ডাইলিইট আসেনিয়াস্ য়্যাসিড । এই সকল সাক্ষাৎ পিত্তনি:সাল্পক ঔষধের মধ্যে ভিন্ন ভিন্ন ঔষধ-দ্রব্যের ক্রিয়া বৈশিষ্য লক্ষিত হয়। কতকগুলি ঔষধ যথা,-সোডিয়াম, স্তালিসিলেট, দ্বারা নিঃস্থত পুি সাতিশয় জলীয় হয় ; ইত্যাদি । পরোক্ষ পিত্তনিঃস্বারক ঔষধ সকল।—ইহাদের দ্বারা নিঃস্থত পিত্তের পরিমাণ বুদ্ধি পায় না, ইহারা জেজুনামের উদ্ধাংশ ও ডিয়োডিনামের নিম্নাংশকে উত্তেজিত করিয়া কাৰ্য্য করে ; সুতরাং পিত্ত পুনঃ শোষিত হইবার কাল-বিলম্বের পূৰ্ব্বেই পিত্ত নির্গত হইয়া যায়। श्वश्रi ;- 3. পারদ, অধিকাংশু অক্তিবিরেচক ঔষধ, ক্যালোমেলু। :