পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१३ সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব। আময়িক প্রয়োগ । কোন প্রকার উত্তেজনায় স্থৈৰ্য্য সম্পাদনার্থ ইহারা বিশেষ উপযোগী। ইহাদের মধ্যে অনেকগুলি, যথা অহিফেন ও বেলাডোনা, হৃৎপিণ্ডের পীড়ায় নিদ্র উৎপাদন ও যন্ত্রণ নিবারণ করিয়া উপকার করে। সাৰ্ব্বাঙ্গিক স্পর্শহারক ঔষধ সকল।—ইহাদের দ্বারা সম্পূর্ণ চৈতন্য লোপ হয়, সুতরাং আর বেদনা অনুভূত হয় না ; সঙ্গে সঙ্গে প্রতিফলিত ক্রিয়ার লোপ হয়। মস্তিষ্কের উপর কার্য্যকারক ঔষধ সকল সম্বন্ধে বর্ণনকালে ( পৃষ্ঠা ৬৯ ) যে দুইটি নিয়মের উল্লেখ করা হইয়াছে, এ সকল ঔষধ সেই দুইটি নিয়ম প্রতিপাদনের উৎকৃষ্ট উদাহরণ ; এবং যে অবস্থানিচয় এই নিয়মন্বয়ের অধীন, কোন ব্যক্তিকে চৈতন্য-হারক ঔষধ প্রয়োগ করিলে সেই সকল অবস্থা স্পষ্ট প্রতীত হয়। যথা,—প্রথমে সৰ্ব্বোৎকৃষ্ট বুদ্ধিবৃত্তি, কল্পনা-শক্তি উত্তেজিত হয়, রোগী অলীক দৰ্শন ও অলীক শব্দ শ্রবণ করে, অতঃপর রোগী উচ্ছআলরূপে অসংলগ্ন বকিতে থাকে ; কারণ কোন ঔষধ-দ্রব্য দ্বারা কোন ক্রিয়া উত্তেজিত হইলে, ঐ ক্রিয়া-উন্নতি সচরাচর অনিয়মিত হয়, এবং সম্পূর্ণ বিশৃঙ্খলতা উপস্থিত করে। এতদনন্তর মস্তিষ্কের বাহাংশে (কটেক্স ) স্থিত অন্তান্ত সঞ্চালক কেন্দ্র সকল অনিয়মিতরূপে উত্তেজিত হয় ; এ কারণ রোগী বিবিধ প্রকার অঙ্গভঙ্গি করিতে থাকে, এবং বাহু ও দেহ ইতস্ততঃ উচ্ছঙ্খলভাবে নিক্ষেপ্ত করিতে থাকে। ইত্যবসরে শ্রেষ্ঠতর মানসিক বৃত্তি সকলের ক্ষণ-স্থায়ী উত্তেজনা স্থগিত হয়, এবং দৃষ্টি, শ্রবণ ও স্পর্শ শক্তির জড়ত হয়, বিবেকশক্তির উপর কর্তৃত্বের লাঘব হয়, ও সুতরাং সহজেই রোগী হাসিতে ও কাদিতে থাকে ; এক্ষণে তাহার কাৰ্য্যের বা কাৰ্য্য-ফলের দায়িত্ব-জ্ঞান এককালে লোপ হয়। অপর, প্রতীত হইবে যে, পূৰ্ব্বোল্লিখিত নিয়মানুসারে ( পৃষ্ঠা ৭০ ) মাস্তিষ্ক্য ক্রিয়া সকল অবসাদগ্ৰস্ত হয় । অনস্তর, মস্তিষ্কের সঞ্চালন-বিধায়ক ক্ষেত্রের উত্তেজনার পর, হৃৎপিণ্ড ও শ্বাস-ক্রিয়া উত্তেজিত হয়। নাড়ী ও শ্বাস প্রশ্বাস উভয়েরই সংখ্যা বৃদ্ধি পায়; রক্তসঞ্চাপ অধিক হয়, ও মুখমণ্ডল আরক্তিম স্ক। অতঃপর, যে সকল ক্রিয়া পূৰ্ব্বে উত্তেজিত হইয়াছে এক্ষণে তাহার অবসাদগ্ৰস্ত হয় ; প্রথমে মস্তিষ্কের উন্নততর অংশের ক্রিয় স্থগিত হয়, ও রোগীর সম্পূর্ণ সংজ্ঞা-লোপ হয়,—উজ্জ্বল আলোক, উচ্চ শব্দ, বা বেদন উৎপাদিত হয় এরূপ কাৰ্য্য দ্বারা রোগীকে জাগ, রিত করা যায় না ; রোগী নিশ্চল, নিস্তদ্ধ পড়িয়া থাকে, হস্তপদ