পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধদ্রব্য সকলের শ্রেণীবিভাগ। סיף ইতস্ততঃ বিক্ষেপণ, স্থগিত হয় ; প্রতিফলিত ক্রিয়ার লোপ হয়, ও সুতরাং অক্ষি-ঝিল্লি স্পর্শ করিলে পলক পড়ে না; চরণতলে সুড়সুড়ি দিলে রোগী পদ সরাইয়া লয় না, কনীনিক কুঞ্চিত হয়, এবং এতৎপূৰ্ব্বে নাড়ী ও শ্বাস-ক্রিয়া যে দ্রুতগতি প্রাপ্ত হইয়াছে তাহ হ্রাস হইয়া । বিলক্ষণ মন্দগতি হয়। এই অবস্থায় রোগীর স্পর্শানুভাবকতার সম্পূর্ণ লোপ হয় ; সুতরাং এই অবস্থায় রোগীর গাত্রে অস্ত্রচালনার উপযুক্ত সময়। সঞ্চলন-বিধায়ক কেন্দ্র অবসাদ-গ্ৰস্ত হইবার পর পৈশিক বলের অবসন্নত উপস্থিত হয়, পেশী সকল সম্পূর্ণ শিথিল হয় এবং ভৌতিক উত্তেজনা দ্বারা উহাদিগকে উদ্রিক্ত করা যায় না। সন্ধিবিচূতি পুনঃ সংস্থাপনার্থ, এবং সহজে ঔদরীয় যন্ত্রসমূহ হস্ত দ্বারা পরীক্ষার্থ এই পৰ্য্যন্ত মাদকতার প্রয়োজন। চৈতন্ত্যহারক ঔযধ সকল এই পৰ্য্যন্তই প্রয়োজ্য । মাত্রা এতদধিক হইলে বিষম বিপৎপাতের সম্ভাবনা, অনৈচ্ছিক পেশী সকল শিথিল হয় ও উহাদের প্রতিফলিত উত্তেজনীয়তার লোপ হয়, সুতরাং সরলান্ত্র ও মূত্রাশয়ের অবরোধক (স্ফিঙ্ক টার) পেশী সকল শিথিল হয়। নাড়ী ও শ্বাস-প্রশ্বাসের অবসন্নত বিদ্যমান থাকে ; বক্ষঃসঞ্চালন ক্রমশঃ ক্ষীণতর ও"মৃত্নতর হয় ; নাড়ী সাতিশয় ক্ষীণ, মন্দগতি ও অনিয়মিত হয়, এবং পরিশেষে হৃৎস্পন্দন প্রসারিতাবস্থায় বন্ধ হয়। অংশতঃ শ্বাস-ক্রিয়া ও অংশতঃ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হইয়া মৃত্যু হয়। চৈতন্য-হারক ঔষধের ক্রিয়াগত ব্যক্তি উহার ক্রিয়ার যে কোন অবস্থা হইতে আরোগ্য লাভ করিতে গেলে, শারীর ক্রিয়া সকল যে অনুক্রমে একে একে লোপ পাইয়াছিল, ঠিক তাহার বিপরীত অনুক্রমে একে একে সেই সকল শারীর ক্রিয় প্রত্যাবর্তন করে। সচরাচর কয়েক ঘণ্টা কাল-বিলম্বে রোগীর মানসিক বৃত্তি সকলের সমতা সংস্থাপিত হয়, এবং রোগী পেশী সকলের সঞ্চালনে সক্ষম হইলে পরও দীর্ঘকাল পর্য্যন্ত উহাদের সম-নিয়োগ করিবার ক্ষমতা থাকে না । ভিন্ন ভিন্ন চৈতন্ত-হীরক ঔষধ-ভেদে এবং ব্যক্তি-ভেদে ঔষুধের ক্রিয়ার বিশেষ বিভিন্নতা লক্ষিত হয়। সাৰ্ব্বাঙ্গিক স্পর্শহারক ঔসধ সকল,—ক্লেরোফস্ ; ঈথার ; নাইট্রাল অক্সাইড, বাইক্লোরাইড অব মেথিলিন ; স্বরাবীৰ্য্য ও ঈথার হইতে প্রস্তুত অস্তান্ত বিবিধ পদার্থ। অাময়িক প্রয়োগ। অস্ত্রচিকিৎসায় বেদনামুভূত না হয়, সন্ধিবিচুতিতে পেশী সকলের শৈথিল্য সম্পাদিত হয়, উদরীয় য়ন্ত্রাদি পরীক্ষা, কাল্পনিক অৰ্ব্বদ (ফ্যান্টম টিউমার) নিরূপণ, খেদনাতিশয্য (যথা,—প্রসববেদন, পিত্তাশ্বরী বা মূত্রপুরী জনিত শূল বেদন) নিবারণ, ধনুষ্টঙ্কার, জলাতঙ্ক •