পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধ-দ্রব্য সকলের শ্রেণীবিভাগ , ዓ¢ পেশী, অস্তিম স্নায়ুস্থত্রের উপর উহার ক্রিয়া বশতঃ, পক্ষাঘাতগ্রস্ত হয় । *কনাইন দ্বারা নীলবর্ণ-দর্শন ক্ষমতা বৃদ্ধি পায়। স্তান্টোনি সেবন করিলে প্রথমে সমুদয় পাটলবর্ণ, পরে পীতবর্ণ দেখায়। জ। যে সকল ঔষধ-দ্রব্য কর্ণের উপর কার্য্য করে – কর্ণের উপর কার্য্যকারক ঔষধ সম্বন্ধে কিছুই জানা নাই। কুইনাইন ও স্ত্যালিসিলিক্ য়্যাসিড দ্বারা কর্ণে বিবিধ শব্দ শ্রত হয় ও কাণ ভোর্ভে করে । ঝ। যে সকল ঔষধ-দ্রব্য সমবেদক (সিম্প্যাথেটিক্ ) স্বায়ুবিধানের উপর কার্য্য করে।—রক্তপ্রণালী সকলের উপর ঔষধ-দ্রব্যের ক্রিয়া সম্বন্ধে বর্ণনকালে এ বিষয় উল্লিখিত হইয়াছে। ১১শ শ্রেণী । যে সকল ঔষধ-দ্রব্য জননেন্দ্রিয় - সম্বন্ধীয় যন্ত্রের উপর কার্য্য করে। ক। কামোদ্দীপক ঔষধ সকল ( য়্যাফোডিসিয়্যাক্স ) — ইহাদের দ্বারা রতি-লালসা বৃদ্ধি পায়। বিবিধ প্রকারে এই ক্রিয়া সাধিত হইতে পারে। কটিদেশীয় কশেরুকা-মজ্জায় একটি মায়ুমূল অবস্থিতি করে, উহা উত্তেজিত হইলে লিঙ্গোচ্ছাস উপস্থিত হয় ; দেহের ভিন্ন ভিন্ন স্থান হইতে, প্রধানতঃ মস্তিষ্ক, ও জননেন্দ্রিয় বা তৎসন্নিহিত স্থান সকল হইতে, এই কেন্দ্রে আবেগ নীত হইয়া কেন্দ্রকে উত্তেজিত করে। এই কটিদেশীয় স্নায়ুকেন্দ্রের অবস্থা সাৰ্ব্বাঙ্গিক স্বাস্থ্যের উপর নির্ভর করে, সুতরাং যে সকল ঔষধ-দ্রব্য দ্বারা স্বাস্থ্যোন্নতি হয় তাহারা পরোক্ষে কামোদীপক । n নিম্নলিখিত ঔষধ-দ্রব্য সকল কামোদীপক ; ইহাদের ক্রিয়া-প্রণালী সম্বন্ধে কিছুই সুনিশ্চিত জানা যায় নাই – ষ্টি কনাইন ; ক্যান্থারাইডিস্ ; স্বরাবীৰ্য্য ; গাজা ; কপুর ; ফফরাস্ ; ডেমিরান । . খ। কামনাশক ঔষধ সকল ( য়্যানাফ্লোডিসিয়্যাক্স ) — কটিদেশীয় স্বায়ুকেন্দ্রের উপর অবসাদ ক্রিয় প্রকাশ করে এরূপ ঔষধ জানা নাই। যে উগ্রতা বশতঃ প্রতিফলিত রূপে কামোদীপিত হইতেছে, অধিকাংশ কামনাশক ঔষধ সেই উগ্রতা হ্রাস বা নিরাকৃত করিয়া কাৰ্য্য করে ; সম্ভবতঃ কতকগুলি কামনাশক ঔষধ-দ্রব্য স্নায়ুকেন্দ্রের উপর কার্য্য করে । * . নিম্নলিখিত ঔষধদ্রব্য সকল কামনাশক রূপে ব্যবহৃত হয় –