পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধ-দ্রব্য সকলের শ্রেণীবিভাগ। ११ বেলাডোনা, আভ্যন্তরিক বা বাহপ্রয়োগে, সম্ভবতঃ স্বেদ-গ্রন্থি সকলের স্থায় স্তনগ্রস্থির উপর কার্য্য করিয়া এই ক্রিয়া দশায়। নিম্নলিখিত ঔষধ-দ্রব্য সকল শোষিত হইলে দুগ্ধ দ্বারা নির্গত হয়, সুতরাং স্তম্ভপায়ী সপ্তাণে ইহাদের ক্রিয় প্রকাশ পায় ;—অয়িল অব, য়্যানিস্, অয়িল্ অব ডিলু, রন্ধন, টাপিন তৈল, অক্সিল, অব, কোপেব, সস্তবতঃ সমুদয় বায়ী তৈল, গন্ধক, রেউচিনি, সোণামুখী, জ্যালাপ, স্ক্যামনি, ক্যাষ্টর অয়িল, অহিফেন, আইয়োডিন, নীল, য়্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ, লৌহ, সীস, পারদ, দস্ত, আইয়োডাইড্‌ অব পোটাসিয়াম্। সুতরাং এই সকল ঔষধ-দ্রব্য মাতাকে বা স্তন্ত্য-ধাত্রীকে বিশেষ সাবধানে প্রয়োজ্য : কারণ, যদি স্তন্ত্য-ধাত্রীকে কোপেব বা টার্পেণ্টাইন প্রয়োগ করা যায়, তাহ হইলে দুগ্ধ এত কদৰ্য্য আস্বাদ হয় যে, শিশু তাহ পান করে না ; পুৰ্ব্বোক্ত বিরেচক ঔষধ সকল ধাত্রীকে প্রয়োজিত হইলে শিশুর উদরাময় উৎপাদিত হইবার সম্ভাবনা । স্তন্য-ধাত্রীকে অধিক মাত্রায় অহিফেন প্রয়োগ নিষিদ্ধ। অপর, শিশুকে পারদ, আর্সেনিক ও আইয়োডাইড অব পোটাসিয়াম্ প্রয়োগ করিতে হইলে স্তন্ত্য-ধাত্রীকে এতৎ প্রয়োগ করা যায় । ২শ শ্রেণী । যে সকল ঔষধ-দ্রব্য পরিবর্তন ক্রিয়ার ( মেটেবলিজম্) উপর কার্য্য করে। দেহের স্বাভাবিক পরিবর্তন সম্বন্ধে আমাদের জ্ঞান এতদূর অসম্পূর্ণ যে, পূৰ্ব্ববর্ণিত অপরাপর শ্রেণী সম্বন্ধে যাহা কথিত হইয়াছে তদপেক্ষ পরিবর্তন ক্রিয়ার উপর ঔষধ-দ্রব্যের কার্য্যকারিতা সম্বন্ধে অধিক জান। যায় না। সচরাচর পরিবর্তক (অল্টারেটিভস) এবং বলকারক (টনিক্স ) ঔষধ সকল নামে কতকগুলি ঔষধ বর্ণিত হইয়া থাকে। পরিবর্তৃক ঔষধ সকল ।—এই শব্দের প্রকৃত নির্বাচন দেওয়া যায় না । সচ রাচর কোন ঔষধ-দ্রব্যের ক্রিয়া-প্রণালী সম্বন্ধে প্রকৃত জ্ঞানের অভাব হেতু এই সংজ্ঞ প্রয়োজিত হয়। পরিবর্তক ঔষধ অভিধেয় বিবিধ ঔষধ-দ্রব্য দ্বারা দৈহিক পরিবর্তন, বিশেষতঃ দেহ পীড়াগ্রস্ত হইলে, সাধিত হয় ; যথl,—উপদংশগ্রস্ত ব্যক্তিকে পারদ প্রয়োগ করিলে সচরাচর ঔপদংশিক উৎস্যষ্ঠ রস শোষিত হয় ; কিন্তু কি প্রণালীতে এই ক্রিয়৷ সমাহিত হয় তাহ জানা যায় নাই।

  • বলকারক ঔষধ সকল ।—পরিবর্তক ঔষধ অপেক্ষ বলকারক ঔষধের ক্রিয়প্রণালী আরও অনিশ্চিত ; এ কারণ কেহ কেহ এ শব্দটি ব্যবহারেই আপত্তি করেন । যে সকল ঔষধ সেবনে রোগী পুৰ্ব্বাপেক্ষ সবল বোধ করে তাহারা সাধারণতঃ বলকারক নামে অভিহিত হয়। এই ক্রিয় বিবিধ প্রকারে উৎপন্ন হইতে পারে ; যথা,-- পরিপাক-শক্তির বা রক্তের স্বভাবের উন্নতি দ্বারা বলাধান ।