পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

う●b" সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । ক্রিয়া । নাইট্রেটের স্থায় ; ফোঙ্কাকারক নহে এবং চৰ্ম্মে দাগ হয় না। অবসাদক ও বলকারক ; রক্তরোধক, সঙ্কোচক । f আময়িক প্রয়োগ । অজীর্ণ, গ্যাষ্ট্রেডিনিয়া, পাইরোসিস আদি পাকাশয়ের বেদনাযুক্ত পীড়ায় জিহা আরক্তিম না থাকিলে ; জরীয় রক্তস্রাব, রক্তোৎকাশ ইত্যাদি ; পুরাতন উদরাময় । ২ । আর্জেণ্টাই নাইটাস । মাত্রা, gr. —i ক্রিয়া । বলকারক, সঙ্কোচক, পরিবর্তক ও আক্ষেপ নিবারক ; বাহপ্রয়োগে উত্তেজক, ফোঙ্কাকারক ও দাহক : আময়িক প্রয়োগ । কোরিয়া, বিলুচিকা, য়াঞ্জাইন পেক্টোরিস্, অপ্রবল রক্তস্রাব গ্যাষ্ট্রেডিনিয়া, টাইফয়িড, জ্বরের অন্ত্রের প্রদাহ ও ক্ষত, পুরাতন রক্তাতিসারে পিচকারী ; বমন ও বেদন সংযুক্ত পাকাশয়ের পীড়া ; মৃগী ; বিষাক্ত ক্ষত, ক্ষত, চন্মের প্রদহ, অপ্রকৃত বৰ্দ্ধন ইত্যাদি ; গলনলীর শিথিলতা, ডিফ পিরিয়া, মুখের কুপাস্, পীড ; ইরিসিপেলাল্ ; চুচুকক্ষত ; কণিয়ায় ক্ষত, প্রমেহ, ইত্যাদি। বিষয় । স্নিগ্ধকারক পানীয় সহযোগে সামান্ত লবণ । আর্জেণ্টাই নাইটাস মিটগেটাস। মিটিগেটেড, কষ্টিক । নাইট্রেই অব সিলভার, লুইট্রেট অব পোটাসিয়াম। (৩এ ১)। আর্জেণ্টাই নাইটার্স ইণ্ডারেটাস। নাইট্রেট অব সিলভার ১৫ । নাইট্রেট অব, পোটাসিয়াম, ৫ ; গলাইয়া লইবে । B আজেণ্টাই নাইট্রাস্ gr. Z-Z র্যাকোয়া ডিষ্টিলঃ क्लi সিরাপঃ সিম্পলঃ 3v. মি: । সমস্তদিনের মধ্যে, এক চামচ করিয়৷ এক একবার ; বালকদিগের পুরাতন উদরাময়ে প্রয়োগ । B আজেণ্টাই নাইট্রাস gr. য়্যাকোয় ডিষ্টিলঃ 3i মি। প্রমেহ রোগে পিচকারী দ্বারা । 3 —i Aristolochia. Tfāt$ttattfagl ; ইশারমুল। এরিষ্টোলোকিয়া নামক বৃক্ষের শুষ্কীকৃত কাণ্ড ও মূল। " ক্রিয়াদি । তিক্ত বলকারক । সবিরাম জ্বরে ও রোগান্ত-দৌৰ্ব্বল্যে ব্যবহৃত হয় । লাইকর কনসেন্টে টাস্ । গাঢ় দ্রব। এরিষ্টোলেকিয়৷ ১০ আউন্স, এলকহল, (শতকরা ২০ ১২৫ আউন্স, । পার্কোলেশন স্বারা ১ পাইণ্ট, করিয়া wêr I xtfal, 3ss–i 级 টিংচু্যরা। অরিষ্ট। এরিষ্টোলোকিয় ৪ আউন্স, এলকহল, (শতকরা ৭০ )