পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । و نه ی " প্লাম্বামৃ সীসধাতু । এতদঘটত ঔষধ সকল অভ্যস্তরিক ও স্বাহ প্রয়োগে সঙ্কোচক, অক্ষেপ-নিবারব ও অবসাদক। অধিক মাত্রায় বিষক্রিয়া করে। প্রদাহমুক্ত স্থানে পলস্ত্রা, মলম । ধেীতরূপে বাহ প্রয়োগ হয় । রক্তস্রাব ও শ্লেষ্মা-নিঃসরণ রোধার্থ আভ্যন্তবিষ প্রয়োগ হয় । সীসধাতু দ্বারা বিষাক্ত হইলে “পেন্টার্স কলক” নামক শূলবেদন উপস্থিত হয় মাটীর ধার নীলবর্ণ, মণিবন্ধপাত, উদর ও হস্তপদে শুল বেদন এবং কোষ্ঠকাঠিন্থ উপস্থিত হয । ১ । Plumbi Acetas. প্ল্যাম্বাই য়্যাসিটাস। য়্যাসিটেটু অব লেড়। শুগার অব লেড়। অক্সাইড, অব, লেডকে য়্যাসে টিক্ য়্যাসিডে দ্রৰ করিয়া দালা বাধিয়া লইবে । মাত্রা, gr, i—iv ক্রিয়া । অল্প . মাত্রার সঙ্কোচক, অবসাদক ; অপ্রকৃত শ্লেষ্মী নিঃসরণ হ্রাস করে রক্তস্রাব রোধ ও স্বভাবিক শ্রাবণ হ্রাস করে। অাময়িক প্রয়োগ। রক্তোৎকাশ, রক্তবমন ও অন্তান্ত প্রকার রক্তস্রাব ; উদর ময়, আমাশয়, স্বাসনলীপ্রদাহ । ক্ষত হইতে অধিক পুর্য নিঃসরণ ইষ্টলে, এব প্রমেহ রোগে পিচকারিরূপে প্রয়োগ করিলে ইহা সঙ্কোচক, অবসাদক ও শুষ্ক কারক । পাইলুল প্লাম্বাই কাম ওপিয়ে। য়্যাসিটেট অব লেড় ৩৬, অহিফেন ৬ সিরাপ, অব, গ্ল কোস্ ৪ বা যথা প্রযোজন —(শতকরা প্রায় ১২ং অহিফেন) ###ì, gr. ii-iv সাপোজিটোরিয়া প্লাম্বাই কম্পোজিট। য়্যাসিটেট অব লেড় ৩৬, অহিফেন ১২, অক্সিল অব থিয়োব্রোম ১৩২ —(প্রত্যেকে ৩ গ্রেণ, য়্যাসিটেট অব লেড, ও ১ গ্ৰেণ, অহিফেন ) । - আঙ্গুয়েন্টাম্ প্লাম্বাই য়্যাসিটেটস্। য়্যাসিটেট অব লেণ্ড, ২, শ্বেত প্যারাফিন অরিন্টমেন্ট, ৪৮ । লাইকার প্লাম্বাই সায়্যাসিটেটস ফার্টস্। গুলার্ডস একৃষ্ট্রাক্ট । সাবরা সিটেটু, অব লেড, ৫, লিথার্জ ৩, পরিশ্রুত জল ২৯ ; ফুটাইবে । ক্রিয়। সঙ্কোচক ও সবসাদক। আময়িক প্রয়োগ । কোন স্থান মচকাইয়া বা থে*ংলাইয়া গেলে, তজ্জনিত প্রদাইে ইহাতে বস্ত্রখণ্ড ভিজাইয়া প্রয়োগ করা যায় ; প্রমেহ ও শ্বেতপ্রদর রোগে পিচকারী ; চক্ষু প্রদাহে চকু-ধৌতরূপে ; এবং কুল্যরূপে । লাইকর প্লাম্বাই সাব্যাসিটেট ডাইখুঁটাস। গুলার্ডস লোশন।