পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব। মাত্র দুই ড্রীম্‌ মাত্র। উপরিউক্ত মতানুসারে দুই বৎসরের শিশুর পক্ষে লঙেনামের মাত্র চারি বিন্দু; কিন্তু ই মাত্রায় বিষম বিপদ ঘটতে পারে। বৃদ্ধ ব্যক্তিদিগকে মফাইন আদি মাদক দ্রব্য অপেক্ষাকৃত অধিক মাত্রায় প্রয়োগ করা যায়। বৃদ্ধ বয়সে অবসাদক ঔষধ সহ হয়। না। দেহের বল ক্রমণু হ্রাস হইতে থাকলে উত্তেজক ঔষধ বিলক্ষণ সহ হয়। স্ত্রী-পুরুষ-ভেদ।—গ্রীলোকদিগকে পুরুষগণাপেক্ষ অল্প পরিমাণে ঔষধ প্রয়োজ্য। স্ত্রীলোকদিগের জননেন্দ্রিয়ের ক্রিয়ার উপর লক্ষ্য রাখিয়া ঔষধ বিধান করিবে । রজস্বলাবস্থায় উগ্র ঔষধ দিবে না । অন্তঃসত্ত্বাবস্থায় বমনকারক ঔষধ বা যে সকল ঔষধ জননেন্দ্ৰিয়, মূত্রগ্রন্থি অন্ত্র প্রভৃতি বিধানে উগ্রত উপস্থিত করে অথবা যে সকল ঔষধ জীবনী শক্তির অবসাদ উৎপাদন করে তৎসমুদয় প্রয়োগ নযিদ্ধ। অভ্যাস —অনেক উগ্র ও বিষালু ঔষধ অভ্যাস বশতঃ অনাস্বাসে অধিক মাত্রায় সেবন করা যায়। অহিফেন কঁ,চিলা সিমুল ক্ষার প্রভৃতি উৎকট বিষদ্রব্যসকল অভ্যাস বশতঃ অনেকে স্বচ্ছন্দে প্রত্যহ সেবন করে। যাহাদের বিরেচক ঔষধ সেবন করা অভ্যাস আছে তাহাদিগকে অধিক মাত্রায় বিরেচক ব্যবস্থা করিবে। অভ্যস্ত অহিফেন-সেবার তরুণ পীড়ায় সহসা অহিফেন বন্ধ করা অযুক্তি এবং অভ্যস্ত মদ্যপায়ীদিগের মুরা একুকালে বন্ধ করিবে না। শরীরের ভাব।—কোন কোন ব্যক্তিয় শরীরের ভাব এরূপ থাকে যে কোন কোন ঔষধ অতি অল্প মাত্রায় অধিক ক্রিয়া দশায় । কাহারও অতি অল্প মাত্রায় পারদঘটিত ঔষধ সের্ধন করিলে ভয়ানক মুখ আইসে কাহারও অল্প মাত্রায় টাপি তৈল সেবন করিলে মূত্রগ্রন্থিতে প্রদাহ ও মূত্ৰকৃচ্ছের লক্ষণ প্রকাশ পায়। শরীরের এই ভাবকে ইংরাজিতে ইডিওপিঙ্কে সি বলে। . . ধাতু —রক্তপ্রধান ধাতুতে রক্তমোক্ষণ বিরেচনাদি দোহন ক্রির অধিক সহ হয় ; উত্তেজক ঔষধ সকল সাবধানে ব্যবহার্য্য। শ্লেষ্মাপ্রধান ধাতুতে উগ্র ও উত্তেজক ঔষধ সকল বিলক্ষণ সহ হয়। বায়ু প্রধান ধাতুতে মৃগনাভি হিন্ধু প্রভৃতি স্নায়বীয় উত্তেজক এবং সালফেট্‌ অব জিঙ্ক, প্রভৃতি বলকারক ঔষধ বিলক্ষণ উপকার করে । পিত্তপ্রধান ধাতুতে বিরেচক ঔষধ সকল অধিক সহ হয়। -- মনের ভাব –ভয় ক্ষোভ শোক দুঃখ দরিদ্রতা নৈরাপ্ত