পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

总制 সংক্ষিপ্ত ভৈযখঞ্জৰ । ডিস্পেক্ষারের কি কৰ্ত্তব্য তাহ সংক্ষেপে দেওয়া হইয়াছে ; যথা— ১, ব্যবস্থাপত্রের অষ্ঠেীপত্তি সঙ্কল্প ও এরূপ ভাবে পাঠ করিয়ে যেন মনোমধ্যে কোনরূপ সন্দেহ উপস্থিত হইয়াছে এরূপ প্রকাশ না পায় । ২, ঔষধ প্রস্তুত করণের পূৰ্ব্বে লেপ-পত্র লিখিবে । ৩, লেপ-পত্রের কালি শোষণের জন্ত শোষক কাগজ ব্যবহার করিবে না। ৪, যদি ব্যবস্থ-পত্রে লিখিত কোন মিশ্রে সহজে দ্রবণীয় পদার্থ বর্তমান থাকে, তাছা হইলে খল ব্যবহার করিবে না ; এবং উত্তাপ-সাহায্যে উহ। দ্রবীভূত করিবে না, কারণ উহা শীতল হইলে পুনরায় দানা বাধিতে পরে। ৫, পাক সকল (সিরাপ,) ও জল ভিন্ন অন্যান্ত তরল পদার্থ মাপিবার পর মাপের গ্ল্যাস উত্তমরূপে ধুইয়া পরিষ্কার করিবে। ৬, তেল বা নিক্তি প্রভৃতিকে ওজনের পর পরিষ্কার করিয়া যথাস্থানে রাথিবে। ৭, কোন দ্রব্য ওজন করিতে হইলে বাম হস্তে নিক্তি দৃঢ়রূপে ধরিবে, এবং উভয় পাল্লার অবস্থান ও নির্দেশক কাটা দৃষ্টে ওজন বিচার করিবে। ৮, নিক্তির পাল্লা কঁচি-নিৰ্ম্মিত হওয়া প্রয়োজন। ৯. ভিন্ন ভিন্ন ঔষধ-দ্রব্যের তেল ও পরিমাণ নির্ণয় কারণ শিক্ষা আলশুক ; এবং দর্শন ও স্পৰ্শন দ্বারা_এই তেল ও পবিমাণ নির্ণয় শিক্ষা করা উচিত। ১০, যদি কোন বিষয়ে সন্দেহ থাকে, তবে যাহাতে সন্দেহ নাই সৰ্ব্বাগ্রে তাহা করিবে। ১১, সকল কাৰ্য্যে ক্ষিপ্ৰহস্ত হওয়া প্রয়োজন ; মুড়িয়া দেওন, বন্ধন, মোহরাঙ্কিত করণ সত্বর সংসাধিত করিবে। ১২, কোন প্রকার সন্দেহ উপস্থিত ছুইলে নিজের নাম" বা গৌরবের লাঘব হইবে বিবেচনা করিয়া অপরের পরামর্শ গ্রহণে কুষ্ঠিত হইবে না। ১৩, কোন বিষয়ে সন্দেহ হইলে ,ব্যবস্থাপককে জ্ঞাপন করিবে। ১৪, মিশ্রে অদ্রবণীয় পদার্থ বর্তমান থাকিলে “বোতল নাড়িয়া লইবে” এরূপ লেপ-পত্র আঁটিয়া দিবে। ঔষধদ্রব্য সকলের পরস্পরের অসম্মিলন —অনেক স্থলে - একাধিক ঔষধ-দ্রব্য, প্রয়োগ করা হয়, এবং সেরূপ স্থলে চিকিৎসককে একই ব্যবস্থাপত্রে বটকা, চূর্ণ বা মদনরূপে বিবিধ ঔষধদ্রব্যকে সম্মিলিত ক্ষরণার্থ ব্যবস্থাপত্র লিখিতে বাধ্য হইতে হয়। চিকিৎসকের পক্ষে, যথাযথ ঔষধদ্রব্যের সম্মিলনে নির্দোষ ব্যবস্থাপত্র লিখন অতি বিষম ও নিতান্ত প্রয়োজনীয় বিষয়। ইহাত্তে ব্যবস্থাপত্র-লেখকের কেবল যে ঔষধাদির ও তাহদের ক্রিয়া সম্বন্ধে সম্যক্ জ্ঞান আবশুক তাঙ্গ নহে উক্ত মিশ্র ঔষধদ্রব্য সকলের গ্রত্যেক্ষর ভৌতিক, রাসায়নিক ও জীবদেহ সম্বন্ধীর ক্রিয়