পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*3. গংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । রস শোষণার্থ, যথা, কোন কোন সন্ধিস্থলের প্রদাহে আইয়োডিন, বর্বহার করা হয় ; এবং প্রত্যুঞ্জত-সাধনের নিমিত্ত প্ল রিসি রোগে ব্লিষ্টার প্রয়োজিত হয়। যে সকল ঔষধদ্রব্য স্নায়ু-কেন্দ্রের উপর কার্য্য করিয়া শরীরস্থ সমুদয় রক্তবহ নাড়ীকে প্রসারিত করে, তাহাদিগকে হৃৎপিণ্ডের কোন কোন পীড়ায়, যথা,—য়্যাঞ্জাইনা পেকৃটােরিস রোগে, ব্যবহার করা যায়। এই রোণে নাইট্‌ ইট্‌ অব, য়্যামিল এবং নাইট্রো-গ্নিসেরিন যথেষ্ট ব্যবহৃত হয়। যে সকল ঔষধ-দ্রব্য সাৰ্ব্বাঙ্গিক রক্তবহ নাড়াসকলকে করণার্থ ব্যবহার করা যায়, ইহা দ্বারা ঘৰ্ম্ম বৃদ্ধি পায়, এবং তাপ-বিকীর্ণন অধিক হয়। য়্যাল্‌কহল, স্পিরিটাস ঈথারিস নাইটে সাই এবং ইপেকাকুয়ানা এই উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সঙ্কোচক ঔষধ সকল প্রধানতঃ রক্ত-রোধক রূপে ব্যবহৃত হয় ; অধিক রস-নিঃসরণ বৰ্ত্তমান থাকিলে, যথা,—উদরাময়, শ্বেতপ্রদর ইত্যাদিতেও ইহারা ব্যবহৃত হয়। ফেরিঞ্জাইটস্ রোগে ধমনী ও শিরা সকল শিথিল হইলে ইহাদিগকে ব্যবহার করা যায়। এমোলিয়েণ্ট স্ ( স্থানিক শিথিলতা-সম্পাদক ) —কোন স্থানকে আদ্র, শিথিল ও আবৃত রাখিবার জন্ত এই শ্রেণীস্থ ঔষধ প্রয়োগ করা যায় — ফোমেন্টেশন (উষ্ণ জলের সেক ), পুটিশ, বস, ল্যানেলিন, জলপাইয়ের তৈল, স্পামেসেটাই, পেট্রেলিয়াম, ভেসেলিন তৈলাদি । ডিমালসেন্ট স্ (স্নিগ্ধকারক)। -ইহার প্রয়োগ স্থানকে আবৃত রাখে, স্থানিক আর্দ্রতা ও শৈথিল্য সম্পাদন করে, এবং উগ্র পদার্থের সহিত মিশ্রিত করিলে তাহাদের উগ্রতা হ্রাস করে। ইহাদিগকে প্রায় প্লৈয়িক ঝিল্লিতে প্রয়োগ করা যায়। যথা,— জেলেটিন, নানাবিধ গদ, মধু, মসিন, শ্বেতসার, অগুলাল, বিহিদান ইশবগুল, র্যারোরটু, তিসি, যব, যষ্টিমধু, গোধূম, সাগু ও অন্নাদির মও। ৫ম শ্রেণী । যেসকল ঔষধ-দ্রব্যু চৰ্ম্মের উপর - কাৰ্য্য করে । পূৰ্ব্বোক্ত শ্রেণীর ঔষধ সকল চৰ্ম্মস্থ রক্ত-প্রণালী সকলের উপর কার্য্য করে ; এতদ্ভিন্ন— - . ক। যে সকল ঔষধ ঘৰ্ম্মের পরিমাণ বৃদ্ধি করে ; ইহ৮