পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধদ্রব্য সকলের শ্রেণীবিভাগ। । vවද ’ দিগকে স্বেদজনক (ডায়েফোরেটিক্স,) কহে –কশেরুক মজ্জা স্থিত স্বেদ-কেন্দ্র অথবা ঐ কেন্দ্র হইতে যে সকল স্বায়ু স্বেদ গ্রন্থিতে গমন করে তাহাদিগকে, অথবা যে সকল মায়ু স্বেদগ্রন্থিতে সমাপ্ত হই য়াছে তাহাদিগের অন্তর্ভাগ, কিম্বা গ্রন্থিকোষ সকলকে উত্তেজিত করিয়া ইহার এই ক্রিয়া সম্পাদন করে। অপর, ত্বকস্থিত রক্তপ্রণালীর মধ্যে রক্তের পরিমাণ বৃদ্ধি ও উত্তাপাধিক্য বশতঃ ত্বকস্থিত রক্তপ্রণালী সকল প্রসারিত হয়, এতন্নিবন্ধন স্বেদ-গ্রন্থি সকল উত্তেজিত হয় ও প্রচুর পরিমাণে ঘৰ্ম্মোৎপাদিত হয় । ১ম। যে সকল স্বেদজনক ঔষধ স্নায়ু-অন্তে ( পেরিফেরি) কাৰ্য্য করে ;–যথা— পাইলোক্কাপিন; ইহা দ্বার ঘর্শের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পায়, সম্ভবতঃ ইহা স্বেদগ্রন্থির স্বায়ু অন্ত সকলের উপর কার্য্য করিয়া যৰ্ম্মোৎপাদন করে। উষ্ণত প্রয়োগ এবং আভ্যন্তরিক স্বরাবীৰ্য্য প্রয়োগ করিলে এরূপে কাৰ্য্য করে। ২য় । যে সকল ঘৰ্ম্মকারক ঔষধ স্নায়ু-কেন্দ্রে ক্রিয় দশায় ; যথা—নাইকোটিন, যান্টিমনিঘটিত লবণ সকল, য়্যামোনিয়াম্ য়্যাসিটেটু, য়্যামোনিয়াম্ সাইট্রেট, ইপেক্‌াকুয়ানা অহিফেন, কপুর । * ৩য়। যে ফুল ঘর্শ্বকারক ঔষধের ক্রিয়া-প্রণালী সম্বন্ধে সন্দেহ আছে ; যথা,— সেনেগা, কিউবেলি, কলচিকাম্, স্তালিসিন, লোবিলিয়া, আর্ণিক, সাইট্রেট, ও য়্যাসিটেট অব পোটাসিয়াম্। শেষোক্ত দুইটি ব্যতীত অন্তগুলির ক্রিয় ক্ষীণ। খ। য়্যানহাইড্রোটিক্স (ঘৰ্ম্ম নিবারক ) —যে সকল ঔষধ স্বারা ঘৰ্ম্মের পরিমাণ হ্রাস হয় – - ১ম। যাহারা স্নাযু:অস্তের উপর কার্য্য করিয়া ঘৰ্ম্ম রোধ করে ;–য়্যাট্রোপিন ইহাদের মধ্যে প্রধান ; ইহা স্বেদগ্রন্থিতে পরিসমাপ্ত স্বায়ু-অস্তের উপর কার্য্য করে। হাইয়োসায়েমাস এবং ট্র্যামোনিয়াম, সম্ভবত এই প্রকারে কার্য্য করে। স্থানিক শৈত্য প্রয়োগেও এইরূপ ফলোৎপাদিত হয় । ২য়। যে সকল ঘৰ্ম্মরোধক ঔষধের ক্রিয়-প্রণালী সম্বন্ধে সন্দেহ আছে ; যথা :অল্প-সঙ্কল, মাস্কেরিন, নাক্স ভমিক, কুইনাইন, পাইক্রন্টক্সিন, জিঙ্ক ঘটিত লবণ সকল, গুলিসিলিক্ য়্যাসিড । - আময়িক প্রয়োগ।—স্বেদ-জনক ঔষধ সকল তিনটি উদ্দেশ্যে ব্যবহৃত হয় –১ম, মূত্ৰ আৰু হ্রাস হইলে ঘৰ্ম্মের পরিমাণ বৃদ্ধি করণ, এতদভিপ্রয়ে পাইলোকপিন ব্যবহৃত হয়। ২য়, বিষ-পদার্থ শরীর মধ্য হইতে বহির্গত করণ, এতদভিপ্রায়ে ইউরিমিয়া রোগে পাইলোকাপিন প্রয়োগ করা যায়। অথবা, ৩য়, অধিক উৎপাতন (ইভাপোরেশন) দ্বারা দৈহিক উত্তাপ-স্ত্রাস-বৃদ্ধি করণার্থ মৃদ্ধ জরয় ঔষধ (স্থ্যান্টিপাইরেটক্স) ব্যবহার ;– -