পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধদ্রব্য সকলের শ্রেণীবিভাগ। ף כי •থ । যে সকল ঔষধদ্রব্য মূত্রগ্রন্থিতে স্থানিক ধামনিক সঞ্চাপ বুদ্ধি করিয়া কাৰ্য্য করে ; যথা— ক্রম, বুকু, ইউভা আসাই, জুনিপার, টর্পেণ্টাইন, কোপেব, ক্যাম্বারাইডিল, নাইট্রাইট সকল, য়্যালকোহল । গ। যাহারা স্রাবক মায়ু সকল ও মূত্ৰ-গ্রন্থির কোষ সকলের উপরকাৰ্য্য করিয়া প্রস্রাবের জলীয়াংশ ও কঠিন পদার্থ সকল নিৰ্গমন বৃদ্ধি করে; যথা,— লাইকর পোটাস, য়াসিটেট, অব, পোটাসিয়াম, সাইট্রেট, অব, সোডিয়াম ও অস্তান্ত লাবণিক ঔষধ সকল । আময়িক প্রয়োগ।—হৃৎপিণ্ডের এবং ফুসফুসের পীড়ায়, সাৰ্ব্বাঙ্গিক রক্ত সঞ্চালনের বৈলক্ষণ্য হেতু প্রস্রাবের পরিমাণ সুস্থাবস্থাপেক্ষ হ্রাস হইলে, মুত্রকারক ঔষধ সকল ব্যবহৃত হয়। যে সকল রোগে শরীরের কোন অংশে অতিরিক্ত জলীয় পদার্থ সঞ্চিত হয় ; যথা—ফুসফুস্থআবরণের প্রদাহ জনিত আবদ্ধ রস (প্ল রিটিক ইফিউজন) এবং ঔদরায় জল ; সে সকল স্থলে যতদূর সম্ভব, মূত্রগ্রস্থির দ্বারা ঐ জল বহির্গত করণ উদ্দেশ্বে, এই সকল ঔষধ প্রয়োজিত হইয়া থাকে। মূত্ৰ-পিণ্ডের কোন কোন রোগেও প্রয়োগ করা যায়। স্মরণ রাখী প্রয়োজন যে, মূত্ৰকারক ঔষধ সকল বিভিন্ন প্রকারে কার্য্য করিয়া থাকে, এবং বিভিন্ন কারণে প্রস্রাবের পরিমাণ হ্রাস হইতে পারে, এবং কি কারণে প্রস্রাবের পরিমাণ হ্রাস হইতেছে, স্থল-বিশেষে তাহা নির্ণয় দুরূহ। সুতরাং কতকগুলি মূত্রকারক ঔষধ একত্রে প্রয়োগ প্রথা লক্ষিত হয় ; উদ্দেশু এই যে, তাহদের মধ্যে একটি না একটি কার্য্য করিবে । ২ । যে সকল ঔষধ-দ্রব্য প্রস্রাবের পরিমাণ হ্রাস করে।—এই সকল ঔষুধ অধিক মাত্রায়, মূত্রগ্রন্থির তরুণ প্রদাহ উৎপাদন করে ; যথা–টাপিন, ক্যাস্থারাইডিস, ফফরাস। কিন্তু ইহার প্রস্রাব হ্রাস-করণ অভিপ্রায়ে প্রয়োজিত হয় না। ৩ । যে সকল ঔষধ-দ্রব্য দ্বারা প্রস্রাব অম্লগুণবিশিষ্ট হয় –একটি মাত্র ঔষধ এই ক্রিয়া সম্পাদনে উপযোগী, যথা – বেঞ্জোরিক য়্যাসিড়। ইহা মূত্রগ্রন্থি দিয়া নির্গমন কালে হিপূরিক য়্যাসিডে পরিবর্তিত হয়। মূত্র অতিশয় ক্ষারযুক্ত হইলে এই ঔষধ প্রয়োজিত হয়। স্তালিসিলিক্ য়্যাসিড় অল্প পরিমাণে এই কাৰ্য্য করিতে সক্ষম, এবং অধিক মাত্রায় সাইট কৃ” ও টার্টারিক্ য়্যাসিড এবং সাইটুে টু সকল এই কাৰ্য্য সাধিত করে।