পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । بیانگ ৪ । যে সকল ঔষধ-ভ্ৰব্য প্রস্রাবের ক্ষীরত্ব সম্পাদন | করে।—পোটাসিয়ামু, স্লোডিয়াম, লিথিয়াম এবং ক্যালসিয়াম ঘটিত লবণ সকল এই কাৰ্য্য করে ; ੇ টার্টে টুস, | য়্যাসিটেটস্ ও প্রস্রাবকে ক্ষারগুণবিশিষ্ট করে ; কারণ, ইহার কার্বনেট রূপে মূত্রগ্রন্থি দ্বারা বহির্গত হয়। কথিত আছে যে নাইটিক য়্যাসিড মূত্রের য়্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করে এবং সেই হেতু কিয়ৎপরিমাণে প্রস্রাব ক্ষীরত্ব প্রাপ্ত হয়। য়্যামোনিয়া ঘটিত লবণ সকল আভ্যন্তরিক প্রয়োগে মূত্র ক্ষারগুণযুক্ত হয় না ; কারণ, ইহারা দেহমধ্যে বিশ্লিষ্ট হয়, সম্ভবতঃ বিশ্লেষণ দ্বারা ইউরিয়া নিৰ্ম্মিত হয় । লিখণ্টি প্রটিকস্ অর্থাৎ অশ্মরী দ্রাবক ঔষধ সকল।—ইহারা মূত্র পথে মূত্রের কঠিন পদার্থ সকল সংগৃহীত হওন নিবারিত করে। মূত্র অন্নগুণবিশিষ্ট হইলে, সচরাচর ইউরিক্ য়্যাসিড, দান রূপে অধঃস্থ হয় ও ইউরিক্ য়্যাসিড, অশ্বরী জন্মে ; কখন কখন অক্সেলেট অব লাইম্‌ অশ্মরী উৎপন্ন হয়। এই দুইটি শ্রেণীর অশ্মরী জন্মিবার সম্ভাবনা থাকিলে ক্ষারঘটিত ঔষধ বিধেয় । যদি মুত্র ক্ষার-বিশ্লেষণ-গ্ৰস্ত হইতেছে এরূপ হয়, তাহা হইলে ফস্ফেট, অশ্মর জন্মে ; এ স্থলে প্রস্রাবের অমৃত সাধন প্রয়োজন;–বেঞ্জোয়িক্ য়্যাসিড, বেঞ্জেয়েট্স্, স্তালিসিলিক্ য়্যাসিড, ও স্তালিসিলেটুস এবং মূত্রের পচন-নিবারক ঔষধ সকল উপযোগী । আময়িক প্রয়োগ।—ক্ষার সকল প্রধানতঃ মূত্রের অম্লত্ব হ্রাস করণার্থ, ও সুতরাং ইউরিক য়্যাসিড, অধঃপালিত হওন নিবারণার্থ অথবা ইউরিক র্যাসিড অশ্মরী দ্রব করণ উদ্দেশ্যে ব্যবহার করা যায়। এমন কোন ঔষধদ্রব্য জানা নাই যদ্বারা অক্স্যালেট অব লাইম্‌ অশ্মরী দ্রবী ভূত করা যায়। গাউট, গ্রস্ত ব্যক্তির প্রস্রাবে ইউরিক য়্যাসিড, অধঃস্থ হওনের বিলক্ষণ প্রবণতা বর্তমান থাকে ; ইহাদের রক্তের ও মূত্রের ক্ষারত্ব সম্পাদনার্থ ক্ষার প্রয়োজ্য। ইউরেট অব পোটাসিয়াম ইউরেট অব সোডিয়াম্ অপেক্ষ অধিকতর দ্রবণীয়, এবং ইউরেট অব লিথিয়াম সৰ্ব্বাপেক্ষ দ্রবণীয়। সাইটে টু অৰ, পোটাসিয়াম্ ও লিথিয়াম স্বারা পরিপাক-বিকীর জন্মে না, সুতরাং ইহারাই প্রধানতঃ ব্যবহৃত হয়। অধিক জল পান করিলে, মূত্র জলমিশ্র হওন প্রযুক্ত ইউরিক স্ন্যাপিড, ও অন্ধ্যালেট অব লাইম্‌ অশ্বরী সংগৃহীত হওন নিবারিত হয়। স্বভাবজ ক্ষার জল সকল এতদুদেতে প্রচুর ব্যবহৃত হয়।