পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে সকল ঔষধ-দ্রব্য শারীরিক সন্তাপের উপর কার্য্য করে। ৪১ সম্ভবতঃ উত্তাপ-জনন ও উত্তাপ নাশ এই ক্রিয়াদ্বর মধ্যে সমতা-সংরক্ষণ জন্ত একটি স্বায়ুকেন্দ্র সেরিব্রামে অবস্থিত করে। দৈহিক উত্তাপ সম্বন্ধীয় এই জটিল যন্ত্রের সকল অংশে রক্তপ্রণালী ব্যাপ্ত, সুতরাং কোন অংশের রক্তপ্রণালী বৃতির পরিবর্তন হইলে সেই অংশের ক্রিয়া বৈলক্ষণ্য ঘটে । দৈহিক উত্তাপ-জনন, দৈহিক উত্তাপ-নাশ, এবং দৈহিক উত্তাপের সামঞ্জস্য সংরক্ষণ, কেন্দ্রীয় স্নায়ু বিশেষের যে যে অংশের উপর নির্ভর করে তাহাদের প্রত্যেকে দেহের বিভিন্ন স্থান হইতে কেন্দ্রাভিমুখে উত্তেজনা দ্বারা উদ্রিক্ত হইতে পারে ; ফলতঃ দেখা যায় যে, পূৰ্ব্বোক্ত ক্রিয়াত্রয়ের প্রত্যেকে সম্ভবতঃ প্রতিফলিতরূপে আক্রান্ত হয় । যে সকল জরত্ন ঔষধ উত্তাপ-নাশ বুদ্ধি করে ।—ঘৰ্ম্মকারক ঔষধ সকল এবং যে সকল ঔষধ-দ্রব্য ত্বগীয় রক্তরহা নাড়া সকলকে প্রসারিত করে, তাহারা য়্যান্টিপাইরেটিক্স রূপে কাৰ্য্য করে। শৈত্য, যথা—শীতল জলে স্নান, সাক্ষাৎ সস্বন্ধে দেহের উত্তাপ হরণ করিয়া, উত্তাপ-নাশ বৃদ্ধি করে। " _ " যে সকল ঔষধ-দ্রব্য সম্ভবতঃ উত্তাপ-জনন হ্রাস করে।—এ বিষয়ে আমাদের জ্ঞান আপাততঃ অনিশ্চিত ; সম্ভবতঃ ফেনাসিটিন, য়্যাণ্টিপাইরিন এবং য়াটিফেব্রিন কপাস ইয়েটামের উপর কার্য্য করিয়া উত্তাপ উৎপাদন হ্রাস করে। কুইনাইন, স্তলিসিলিক য়াসিড, স্তালিসিন কেইরিন এবং থ্যালিন ও উত্তাপ-জনন-ক্রিয়া হ্রাস করে ; কিন্তু ইহা স্থিরীকৃত হয় নাই যে, ইহারা দৈহিক উত্তাপ সম্বন্ধীয় যন্ত্রের কোন অংশের উপর কাৰ্য্য করিয়া এই ক্রিয়া,সাধন করে। শীতল স্নান যে, কেবল শরীরের উত্তাপ হরণ করে এমত নহে, ইহা কিছুক্ষণ প্রয়োজিত হইলে উত্তাপজনন-ক্রিয়া হ্রাস হয় । য়ান্টিমনি, য়্যাকোনাইট্র এবং ডিজিটেলিস্ সম্ভবতঃ রক্ত-সঞ্চালনের উপর কার্যা করিয়া জরস্থ হয়, কিন্তু ইহাদের প্রকৃত ক্রিয়া-প্রণালী এ পয্যস্ত জানা যায় নাই । কোন কোন স্থলে দেহাভ্যন্তরে উগ্রতাসাধক পদার্থ বর্তমান থাকায় শরীরে উত্তাপ বৃদ্ধি পায়, এ স্থলে এই উগ্রতাসাধক পদার্থ দূরীকৃত করিলে দৈহিক উত্তাপধিক্য প্রতিফলিত ক্রিয়া বশতঃ হ্রাস হয় । কখন কখন বিরেচক ঔষধ সকল জ্বরস্থ হইয়া কাৰ্য্য করে । অাময়িক প্রয়োগ ।—জরীয় উত্তাপ হ্রাস করণ জরক্স ঔষধ সকলের প্রধান উদ্দেশু।