পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8었 সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । যে সকল ঔষধ-দ্রব্য দৈহিক উত্তাপ-নাশ বুদ্ধি করিয়া জরস্থ হয় । বথা, য়্যালকহল, নাইট সি ঈথায়ু, য়্যান্টিমনি, ইপেকাকুয়ান ও অহিফেন, পূৰ্ব্বে সচরাচর এই উদ্দেন্তে ব্যবহৃত হুইত, কিন্তু অধুনা ইহার এতদৰ্থে স্বল্পই ব্যবহৃত হইয়া থাকে। শীতল জলে গাত্র মুছাইয়া দেওন ( স্পঞ্জিং ), বরফ প্রয়োগ, শীতল জলে স্নান প্রভৃতি রূপে শৈত্য সচরাচর এতদভিপ্রায়ে ব্যবহৃত হইয়া থাকে। . উষ্ণ জলে গাত্র মুছাইলে রক্তবঙ্গ নাড়া সকল প্রসারিত হয়, পরে ঘৰ্ম্মোৎপাদিত হইয়া জরীয় উত্তাপ হ্রাস হয় । কেইরিন, থেলিন দ্বারা সম্ভবতঃ দেহের উত্তাপ-জনন-ক্রিয়া পরিবর্তিত হয় । ইহাদের প্রয়োগে বিষম বিপংপাতের সম্ভাবনা, কারণ ইতাদের দ্বাবা কোল্যান্স উপস্থিত হইয়া থাকে। তরুণ বাত জরে স্তলিমিলিক য়্যাসিড, এবং এগিষ্ট জরে কুইনাইন কাৰ্মা করে । কিন্তু অন্যান্ত স্থলে তাদের ক্রিয়া অনিশ্চিত। য়াণ্টিপাইরিন, য়্যান্টিফেব্রিন এবং ফেনসিটিন জরম্নরূপে সৰ্ব্বাপেক্ষা অধিক ব্যবঙ্গত হয় । ইতাদের ক্রিয়া সুনিশ্চিত, এবং প্রয়োগ করিলে কোল্যান্সের আশঙ্ক অপেক্ষাকত কম। র্যাণ্টিপাটরিন অপেক্ষ য়্যান্টিফুেব্রিম দ্বারা বিপৎপাতের কম সম্ভাবনা। ফেনাসেটিন প্রদানে কোন ভয়ের কারণ নাই, কিন্তু ইহার ক্রিয়া তত প্রবল নহে । এই সকল ঔষধ সত্বর শোষিত হয়, সুতরাং সত্বর কার্য্য করে। যে সকল ঔষধ-দ্রব্য উত্তাপ-নাশ বৃদ্ধি করিয়া দৈহিক উত্তাপ লাঘব করে, তাহদের অপেক্ষ এই ঔষধ সকল অধিকতর প্রবল জরত্ন । অপর, যাহারা উত্তাপ-নাশ বুদ্ধি করিয়া কাৰ্য্য করে তাঙ্গদের ক্রিয়ার কিছুই স্থিরতা নাই, ইহাদের দ্বারা অনেক সময়ে, জরীয় উত্তাপ আদৌ হ্রাস হয় না। এভিন্ন, যেহেতু যত উত্তাপ-নাশ বৃদ্ধি পাইবে, তৎ-সংপূরণার্থ ততই উত্তাপ-জনন-ক্রিয়া পুৰ্ব্বাপেক্ষ বৃদ্ধি পাইতে থাকিবে, সুতরাং নাশ-বৃদ্ধি অপেক্ষা উত্তাপ-জনন হ্রাস দ্বারা দৈহিক উত্তাপ লাঘব করণ যুক্তিসঙ্গত । যে সকল ঔষধ-দ্রব্য সন্তাপ বৃদ্ধি করে ;–বেলাডোন বিষ-মাল্লায় এই ক্রিয়া দর্শায় । কি প্রকারে বেলডোনা এই কাৰ্য্য সম্পাদন করে তাহা জানা নাই । উত্তাপ-জনন ও উত্তাপ-নাশ এতদুভয় ক্রিয়ার সামঞ্জস্ত্য সংরক্ষিত হয় এরূপ কোন ঔষধ-দ্রব্য এ-পর্য্যস্ত জানা যায় নাই । t;