পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । যে সকল বাষ্প শ্বাস দ্বারা গ্রহণ করিলে, শ্বাস-নলী সকল উত্তেজিত" হয়, অর্থাৎ যাহারা উহাদিগের রক্রাধিক্য, নিঃসরণ ও পেশী-বল বৃদ্ধি করে। যথা,— কার্যলিক্ য়্যাসিড, gr. xx : ক্যাজুপাট, তৈল ॥xx ; ক্রিয়োজোট ব্লss ; কিউবেবল তৈল, স্ট্রশন ; টিং বেগ্লোয়িনি কোঃ রংs ; ভেপর ওলিয়াই পাইনই সিলভেষ্টি স্ । উপরোক্ত পরিমাণে ১৪০ ফার্ণ হট তাপাংশ উত্তপ্ত এক পাইণ্ট জলে সংযোগ করিয়া শ্বাস গ্রহণীয়। শ্বাসনলীর শ্লৈখ্রিক ঝিল্লির স্রাবণ দুর্গন্ধযুক্ত হইলে পচন-নিবারক ও দুৰ্গন্ধনাশক কতকগুলি ঔষধ-দ্রব্যের শ্বাস ব্যবহৃত হয় ; যথা,— ক্রিয়োজোটু, আইয়োডেফিমৃ বেগ্লোয়িনের ক্ষীণ দ্রব, কার্বলিক য়াসিড, সালফিউরাস্ য়ান্‌হাইড্রাইভ, জুনিপাৰ তৈল, কিউবেবল তৈল । যে সকল বাষ্প দ্বারা শ্বাসনলীর আক্ষেপ নিবারণ করা যায়। কোনায়াম, স্ট্র্যামোনিয়াম, ক্লেরোফম, ঈথার, নাইট্ৰাষ্টট, অব, য়ামিল । খ। যে সকল ঔষধ-দ্রব্য শ্বাস-প্রশ্বাসীয় স্বায়ু-কেন্দ্রের উপর সাক্ষাৎ সম্বন্ধে কাৰ্য্য করে – কেরাটিড ধমনীতে ঔষধ পিচকারী দ্বারা প্রয়োজিত হইলে যদি সত্বর শ্বাস-ক্রিয়ার উপর ক্রিয় প্রকাশ পায়, তাহা হইলে সিদ্ধান্ত করা যায় যে, ইহা শ্বাস-প্রশ্বাসায় স্নায়ু-কেন্দ্রের উপর কাৰ্য্য করে । ) যে সকল ঔষধ-দ্রব্য সাক্ষাৎ সম্বন্ধে শ্বাস-প্রশ্বাসীর স্নায়ু-কেন্দ্র উত্তেজিত করিয়া কাৰ্য্য করে ।-- چه (১) ষ্টিকনাইন । (২) য়্যামোনিয়া। (৩) যাপেমর্ফিয়া । (৪) বেলাডোনা । (৫) ষ্ট্রামোনিয়াম্। (৬) হাইযোসায়েমাস । ميني যে সকল ঔষধ-দ্রব্য শ্বাস-প্রশ্বাসীয় স্নায়ু কেন্দ্রের অবসাদ জন্মায়,— ফাইসস্টগমিম, ক্লোর্যাল, ক্লোরোফস্ ঈথার, য়াস্কোহল, অহিফেন, হাইড়োসিয়ানিক র্যাসিডু, য়্যাকোনাইট্র, ভিরাটিন, ষ্টপেকাকুয়ান, য়্যান্টিমনিঘটিত লবণসকল । য়্যালকহল, ঈখার, ক্লোরোফম, কেফান এবং কুইনাইন ; ইহার অবসাদ প্রকাশ করিবার পুৰ্ব্বে ঈষৎ উত্তেজনা উৎপাদন করে। to অামরিক প্রয়োগ –যে সকল ঔষধ-দ্রব্য" শ্বাস-প্রশ্বাসীয় স্নায়ুকেন্দ্রকে উত্তেজিত করে, শ্বাসকষ্ট হইলে তাহদের ব্যবহার করা যায়। ইহাতে শ্বাস-ক্রিয়ার বল বৃদ্ধি পায়। এতৎসঙ্গে শ্বাস-কষ্টের কারণ দূরীকরণার্থ অন্যান্ত উপায়' অবলম্বনীয়। ইহাদিগকে বিবিধ ফুসফুসের পীড়ায় ও প্রধানতঃ শ্বাসনলীপ্রদাহে প্রয়োগ করা যায়। য়্যামোনিয়া এবং