পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে সকল ঔষধ-দ্রব্য শ্বাস ক্রিয়ার উপর কার্য্য করে। 8& য়্যাপোমফাইন এতদৰ্থে সৰ্ব্বদা ব্যবহৃত হইয়া থাকে ; এতদ্ভিন্ন, ইহার প্রবল কক্ষনিঃসারক। শ্বাসনলী হইতে অত্যধিক শ্রাবণ হইলে বেলাডোনা বিশেষ উপকার করে। যে সকল ঔষধ-দ্রব্য দ্বারা শ্বাস-প্রশ্বাসীয় মায়ু-কেন্দ্রের অবসাদ ঘটে, তাহাদিগকে এ উদ্দেশু্যে প্রয়োগ আবশ্যক হয় না। কাশের প্রত্যাবৰ্ত্তক ক্রিয়ার স্নায়ু-কেন্দ্র, শ্বাস প্রশ্বাসীয় স্নায়ু-কেন্দ্রের সন্নিকটে অবস্থিত ; এ কারণে, অহিফেন, হাইড্রোসিয়ানিক্ য়্যালিড়, কোনায়াম এবং ইপেকাকুয়ান দ্বারা হৃৎপিণ্ড ও ফুসফুসীয় পীড়ার সহবর্তী অবিরাম কষ্টকর শুষ্ক কাশ উপশমিত হয় । নাসিক, গলনলী, ফেরিঙ্কস্, কর্ণ, দন্ত, লেরিঙ্কস, টেকিয়া, ব্ৰঙ্কাই, ফুসফুস, প্লর, পাকাশয় ও যকৃৎ আদি বিভিন্ন শারীর যন্ত্রের উগ্রতা জনিত প্রতিফলিত রূপে কাশ উৎপন্ন হইতে পারে । এই প্রতিফলিত কাশ নিবারণ করিতে হইলে এতদ্যুৎপাদক কারণ দূরীকরণ প্রয়োজন ; সুতরাং কাশনিবারক ঔষধ বহুসংখ্যক । h গ , যে সকল ঔষধ-দ্রব্য শ্বাসনলীর শ্রাবণ ক্রিয়ার উপর কার্য্য করে – অ । যাহার শ্রাবণ ক্রিয়া বৃদ্ধি করে : DD BBBS BBBBS DBBBB BBBBS BB BBB BBB BBB BBBS BBBBBBS BBBBS BBSBBS BBBBBS BBBS BBBBBS BBBB BB BBS বালসাম্ অব টোলু, য়ান্টিমনিঘটিত লবণ সকল, সালফা, আইয়োডিন, তামাক, জেবরাণ্ডি, বিবিধ বায়ী তৈল । আ । যাহারা স্বাবু হ্রাস করে ;– র্যাসিড, সকল, বেলাডোনা, ট্র্যামোনিয়াম্‌, হাইয়োসায়েমাস্ । ই। যাহারা শ্বাসনলীর শ্রাবণের উপর পচন-নিবারক হইয়া কার্যা করে। ঔষধ-দ্রব্য শ্বাসরূপে গৃহীত হইলে এইরূপে কাৰ্য্য করে ; ইহাদ্রের বিষয় পূৰ্ব্বেই উল্লিখিত হইয়াছে। কোপেব, কিউবেক্স, এবং অধিকাংশ বায়ী তৈল, অংশতঃ শ্বাসনলীর শ্লৈয়িক ঝিল্লি দিয়া নির্গত হয়, এবং এইরূপে শ্বাসনলীমধ্যস্থ স্রাবিত রসের উপর পচন-নিবারক ও সং. ক্রমাপহ ক্রিয়া প্রকাশ করে। অাময়িক প্রয়োগ।—ব্রঙ্কাইটস্ রোগে যদি , কফ এরূপ আঠাবৎ হয় যে, নলীর গাত্রে সংলগ্ন হইয়া থাকে ও ক্লাশ দ্বারা নির্গত করা যায় না. তাহা হইলে যে সকল ঔষধ দ্বারা নলীর স্রাবণ বৃদ্ধি পায়, তাহারা,