পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e. সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব। রূপে ৰে সকল ঔষধ-দ্রব্য লালনিঃসরণ রোধ করে –ক্ষার সকল, অহিফেন, এবং ধে কোন পদার্থ দ্বারা মুখাভ্যন্তরের উগ্রত উপশমিত হয়। অহিফেনের এই ক্রিয় অংশত মেডুলা-স্থিত স্বায়ু মূলের উপর ইহার অবসাদ ক্রিয়া বশতঃ উৎপন্ন হয়। আময়িক প্রয়োগ ;—জররোগে নিঃস্থত লালার পরিমাণ অত্যধিক হ্রাস হয়, সুতরাং মুখাভ্যন্তর সাতিশয় শুষ্ক হয় ও রোগী তৃষ্ণতুর হয়। কখন কখন লালার পরিমাণ হ্রাস ও মুখ-শোৰ একটা স্বতন্ত্র পীড়ারূপে প্রকাশ পায় ; এবং সম্ভবতঃ মায়বীয় কারণে ইহা উৎপন্ন হয়। বেলাডোনা দ্বারা বিষাক্ত হইলে ইহা একটা প্রধান লক্ষণ । জরাবস্থায় অম্ল-ঘটিত পানীয়, বিশেষতঃ কার্বনিক্ য়্যাসিড় গ্যাস সংযুক্ত পানীয়, লেমনে প্রভৃতি লালনিঃসরিক-রূপে ব্যবহৃত হয়। জররোগে পিপাস নিবারণার্থ যে সকল পানীয় ব্যবহৃত হয়, তাহাদিগকে শৈত্যকারক (রিফুেজারেন্ট স্) কহে। মুখ-শোষ নামক পীড়ায় জুেবরাণ্ডি ব্যবহৃত হয় ; বেলাডোনার বিষ-ক্রিয়া-জনিত মুখাভ্যন্তরের শুষ্কতা জেবরাণ্ডি দ্বারা উপশমিত হয়। পারদ বা জেবরাণ্ডি আদি জনিত বিষ-লক্ষণ ভিন্ন কদাচ লালনিঃসরণাধিক্য লক্ষিত হয় । কোন কোন প্রকার অজীর্ণ রোগে লাল সাতিশয় কদৰ্য্য আস্বাদ হয়, এবং এমন কি উহার পরিমাণ হ্রাস হয়, এ স্থলে অজীর্ণের চিকিৎসা অবলম্বনায় । , গ। যে সকল ঔষধ-দ্রব্য পাকাশয়ের উপর কায্য করে – প্রকৃত পক্ষে ইহাদিগকে নিম্নলিখিতরূপে শ্রেণী বিভাগ করিয়া বর্ণ নীয় ;–১, যে সকল ঔষধ-দ্রব্য পেপসিন নিঃসরণের পরিবর্তন সাধন করিয়া, অথবা অন্ত কোন প্রকারে সাক্ষাৎ সম্বন্ধে প্রোটিড় সকলের পেপ্‌টােন, প্যারাপেপ্‌টােন ও য়্যালবিউমোসের পরিবর্তনের উপর কার্য্য করে। ২, পাকরসের যে ধৰ্ম্ম দ্বারা দুগ্ধ দধিতে পরিণত হয়, যে সকল ঔষধ-দ্রব্য সেই ধৰ্ম্মের উপর ক্রিয়া দশায়। ৩, যে সকল ঔষধ-দ্রব্য দ্বারা পাকাশয়ের অমরস-নিঃসরণ পরিবৰ্ত্তিত হয়। ৪, যাহারা শ্লেষ্মা নিঃসরণ পরিবর্তিত করে। ৫, যাহারা পাকাশয়ের স্নায়ুসকলের উপর কাৰ্য্য করে। ৬, যাহারা রক্তপ্রণালী সকলের উপর ক্রিয়া দশায়। এবং ৭, যে সকল ঔষধ-দ্রব্য বলকারক ক্রিয়া প্রকাশ করে। কিন্তু ঔষধ সকলের ক্রিয়া সম্বন্ধে এ পর্য্যন্ত এত দূর জ্ঞান হয় মাই যে, পূৰ্ব্বোক্ত ভিন্ন ভিন্ন শ্রেণী পৃথক পৃথক সম্যকৃরূপে বর্ণন করা যাইতে পারে।