পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধ-দ্রব্য সকলের শ্রেণীবিভাগ। 2め সমুদয় আগ্নেয় ঔষধ (ক্ষার ভিন্ন ), জলমিশ্র ধাতব অন্ন, সাধারণতঃ উগ্রতাসাধক, ঔষধ সকল, এবং স্কুইল, ডিজিটেলিস, কলচিকাম, সেনেগা, কোপেব, ক্যাম্বোজিয়া, গোয়েকাম্ ও ভিরেট্রাইন দ্বারা পাকাশয়ের রক্তাবেগ বৃদ্ধি পায়। এই সকল ঔষধ-দ্রব্যের মধ্যে অনেকগুলি উগ্রতা-সাধন উদ্দেশ্যে কখনই ব্যবহৃত হয় না ; ফলতঃ আগ্নেয় ঔষধসকলই পাকাশয়ের রক্তপ্রণালী সকলের উপর কার্য্য, কলিবে এ অভিপ্রায়ে প্রয়োজিত হইয়া থাকে। অন্যান্ত ঔষধ-দ্রব্যের ক্রিয়া সাতিশয় প্রবল, এমন কি অল্প মাত্রাতেও পাকাশয়ের প্রাচীরের প্রদাহ উৎপাদন করে ; অত্যধিক পরিমাণে আগ্নেয় ঔষধ সেবন করিলে পাকশয়ের প্রদাহ উপস্থিত হইয়া থাকে ; এরূপে সুরা দ্বাবা গ্যাষ্ট্রাইটস্ রোগ উৎপাদিত হয়। এই শ্রেণীর ঔষধ দ্রব্য সকলের অাময়িক প্রয়োগ সাধারণতঃ আগ্নেয় ঔষধ সকলের হ্যায় ! পাকাশয় ও অন্ত্রের উগ্রতাসাধক ঔষধ সকল — পাকাশয় ও অন্ত্রের বিবিধ উগ্রতাসাধক ঔষধের তুির দাহক ; ইহাদিগকে গলাধঃকৃত করিলে মুখাভ্যস্তরে ও ফেরিঙ্ক সে সর্তিশয় বেদন হয়, এবং অনতিবিলম্বে ঐ সকল স্থানে প্রবল প্রদাহ উপস্তিত হয়, ও সুতরাং সাতিশয় আরক্তিম, স্ফীত ও বেদনাযুক্ত হয়। সচরাচর জিহবা অত্যন্ত বিবৰ্দ্ধিত হইয়া থাকে। প্রয়োজিত ঔষধ-দ্রব্য ধ্বংসকারক (করোসিভ) হইলে পচাক্ষত উৎপাদিত হয় ; সচরাচর এই ক্ষত শ্বেতবর্ণ, পরিবেষ্টিত বিধান সাতিশয় প্রদাহগ্রস্ত লক্ষিত হয় ; শটিত অংশ উঠিয়া গেলে ক্ষত প্রকাশ পায়। বেদনা ও স্ফীতি বশতঃ কিছুকাল আহার-দ্রব্য গল্লাধঃকরণ এককালে অসম্ভব হয়, অথবা কেবল কোমল বা তরল পদার্থ গলাধঃকৃত করিতে পারা যায়। ঔষধ-দ্রব্য পাকাশয়-গত হইলেই সাতিশয় উগ্রত উৎপাদিত হয়, মৃতরাং রোগী উদর-প্রদেশে অত্যন্ত বেদন অনুভব করে, ও সচরাচর সত্বরই, প্রবল বমনোদ্বেগ ও বমন আরম্ভ হয়। এই বিষ-পদার্থ যত নিম্ন গত হইতে থাকে, ইহার প্রবল উগ্রতাসাধক ক্রিয়া অন্ত্রের উপর প্রকাশ পায়, এবং উদরাময় উৎপাদন করে। বান্ত পদার্থ ও মল রক্ত-সংযুক্ত হয়। এতদ্ভিন্ন, বিবিধ সাৰ্ব্বাঙ্গিক লক্ষণ প্রকাশ পায় ; মুখমণ্ডলের ভাব চিন্তাযুক্ত হয়, নাড়ী ক্ষুদ্র ও ক্ষীণ, প্রস্রাব স্বল্প পরিমাণ, দৈহিক উত্তাপের হ্রাস, এবং পতনাবস্থার ( কোল্যান্স ) সমুদয় লক্ষণ উপস্থিত হয়। অনন্তর পাকাশয় ও অন্ত্রের উগ্রত।