পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব t - ومه মেডুলার উপর কার্য্য করিয়া বমনকারক হয়, ইহাদিগকে গৌণ প্ৰা ইন্‌ডাইরেক্ট বমনকারক বলা যায়। যে সকল ঔষধ-দ্রব্য মেডুলার উপর কার্য্য করিয়া বমন উৎপাদন করে, কেহ কেহ তাহাদিগকে সাক্ষাৎ বমনকারক, এবং যাহারা পাকাশয়ে কাৰ্য্য করির বমনকারক হয় তাহাদিগকে গৌণ বমনকারক বলিয়া বর্ণন করেন। যাহা হউক এই নামকরণ-বিভ্ৰাট পরিহারের নিমিত্ত বমনকারক ঔষধ সকলকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। পাকাশয় সম্বন্ধীয় (গ্যাষ্টি ক্) ও স্নায়ু মূলীয় ( সেন্টাল)। বমনকারক ঔষধ সকলকে এই তই শ্রেণীতে বিভক্ত করিলেও ইহাদের ক্রিয় প্রণালী সন্ধন্ধে সুনিশ্চিত মত প্রকাশ করা দুরূহ, কারণ কোন কোন ঔষধ দ্রব্য উভয় প্রকারে কার্য্য করে এবং কোন কোন ঔষধ-দ্রব্য রক্তে শোষিত হইয়৷ তদৃশ্নর দেহের ভিন্ন ভিন্ন যন্ত্রের উপর কাৰ্য্য করিয়া কেন্দ্রাভিমুখ-স্বায়ু সাহায্যে বমন উৎপাদক স্নায়ু মূল উত্তেজিত কবে । নিম্নলিখিত কুনকারক ঔষধ সকল সচরাচর ব্যবহৃত হয় – যাহারা পাকাশযে কায্য করিয়া বমনকাবক হয়,—য়্যালাম ; কার্বনেট, অৰু য়্যামোনিয়াম ; সালফেট, অব, কপা ; সালফেট, অব, জিঙ্ক,; ক্লোরাইড অব সোডিয়াম, মাষ্টার্ড ; উষ্ণ জল । ইহারের মধ্যে সালফেট, অব, জিঙ্ক ও সালফেট, অব কপার ঈষন্মাত্র মেডুলার উপর কায্য করে। ষে সকল ঔষধ-দ্রব্য মেছুলাস্থিত স্নাযুমুলের উপর কায্য করিয়৷ বমন উৎপাদন করে,--য়্যাপোমফাইন্‌ ; টাটাই এমেটিক্‌ ; ইপেকাকুয়ান ; সেনেগা ; স্ব ই । ইহাদের মধ্যে ইপেকাকুয়ান ও টার্টার, এমেটিক্‌ অংশতঃ পূণকাশয়ের উপর কার্য্য করে । প্রথমোক্ত তিনটি প্রবল বমনকারক এবং পাকাশয়ের উপর কায্য করিয়া মহাৱা বমন উৎপাদন করে তাহদের অপেক্ষ অধিকতর সাৰ্ব্বাঙ্গক অনুসাদ জন্মায় । আমরিক প্রয়োগ ।—দুইটি উদ্দেশ্যে বমনকারক ঔষধ সকল প্রয়োজিত হয় ;–১, পাকাশয়ের আধেয় বহির্গত করণ । পাকাশয় অযথ। পূর্ণ থাকিলে বিবমিষা আদি কষ্ট উপস্থিত হয়, এ স্থলে বমনকারক ঔষধ দ্বারা পাকাশয় শুন্ত করাইলে যন্ত্রণাদি নিবারিত হয়। বিষ-পদার্থ সেবিত হইলে পাকাশয় হইতে তল্লিরাকরণার্থ বমনকারক ঔষধ ব্যবহাৰ্য্য । বিবমিষা ও ৰমন সংযুক্ত শিরঃপীড়ায় বমনকারক ঔষধ দ্বারা পাকাশয় শূন্ত করিলে, অনেক স্থলে উপকার প্রাপ্ত হওয়া যায়। ফসেস্ বা ঈসোফেগাস মধ্যে কোন বাহ পদার্থ আবদ্ধ হইলে বমনকারক ঔষধের ক্রিয়া তন্নিরাকরণে সহায়ত হয় —২, শ্বাসমার্গ মধ্যস্থ আধেয়