পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ১২৯ ( ২৫ নভেম্বর ১৮২০ । ১১ অগ্রহায়ণ ১২২৭ ) জিলা জঙ্গলমহলের শহর বাঁকুড়াহইতে পূৰ্ব্ব দিকে অনুমান দেড় ক্রোশ অন্তরে দারুকেশ্বর নীতীরে তপোবন নামে এক স্থান প্রসিদ্ধ আছে সেখানে প্রতিবৎসর বিজয় দশমীর দিনে রঘুনাথ দেবের রথ হইয়া থাকে তাহাতে অনেক লোক যাত্রা হয় । এবং নানা দেশইহঁতে অনেক দোকানী পসারীর গিয়া নানা প্রকার দ্রব্য ক্রম বিক্রয় করে . ( २ यां5 sw२२ । २१ फ|शुन २२२t~) দোলযাত্রী ॥—মোমক গ্রীরামপুরের গোস্বামিদিগের স্থাপিত শ্ৰীশ্ৰীযুত প্রাধামাধব ঠাকুর আছেন পরে এই মত দোল যাত্রাতে শ্ৰীযুত বাৰু রাঘবরাম গোস্বামির পালা হইয় গেল যাত্রাতে রোসনাই ও মজলিস ও গান বাদ্য ও ব্রাহ্মণ ভোজনও ব্রাহ্মণ পণ্ডিতেরদিগের পুরস্কার মাশ্চধ্য রূপ করিয়াছেন ইহাতে অতিশয় স্থখ্যাতি হইয়াছে । ( ২৯ অক্টোবর ১৮২৫ । ১৪ কীৰ্ত্তিক ১২৩২ ) কীৰ্ত্তিৰ্যন্ত স জীবতি ॥—পরম্পর গুন গেল যে সংপ্ৰতি মোকাম চু"চড় শহরের মধ্যে শ্ৰীযুত বাবু প্ৰাণকৃষ্ণ হালদার মহাশয়ের বাটতে দুর্গোৎসব অতিবাহুল্যরূপে ইষ্টম ছিল তাহার শৃংখলা এবং ব্যয় দেখিয়া সকলেরি চমৎকার বোধ হইয়াছে স্বর্ণ ও রৌপ্য নির্ধত থাল গাড় ঘটি বাট ইত্যাদি সামগ্ৰী প্রস্তুত হইয়াছিল এবং গীত বাদ্য রোশনাই ও বাটার সজ্জা থেথানে যাহা সাজে সেই স্থানে তাহ অনায়াসে দিয়াছিলেন তাহা সৰ্ব্বত্র এক দুষ্টান্ত স্থলের স্যাম হটস্থাছে। শুনা যাইতেছে যে এমত বুন্থদ্ব্যাপারে যে কোন অংশে ফ্রটি হয় নাই ইহাতে বাবু মহাশয়েরা ও অধ্যক্ষ সকলে অবখ্য ধন্যবাদের ভাগী হন্থেন। কলিকাতা ভবানীপুর চুচড়া নপাড়া চন্দননগর প্রভৃতি নানা দিগেদশীয় ব্রাহ্মণ ও কায়েস্থাদি এবং ইংরাজপ্রভৃতির নিকট নিমন্ত্রণ পত্র প্রেরিও হইয়াছিল. । उि९ भां९ ( ২০ জানুয়ারি ১৮২১ । ৯ মাঘ ১২২৭ ) কানপুর —আমরা শুনিয়াছি যে এতদ্দেশহইতে এক জন এতদেশী লোক মোং কানপুরে কিঞ্চিং যোত্রাপন্ন রূপে আছে সে এতদ্দেশীয় যত পূজা ও পৰ্ব্ব ও উৎসব সেই দেশে প্রচার করিয়াছে তাহাতে সে দেশে ধে২ পূজা ও পৰ্ব্বাদি করা ব্যবহার ছিল না তাহাও সে দেশম্বের করিতেছে সম্প্রতি আগামি চৈত্র মাসে সংক্রান্তিতে এই দেশের মত সেখানেও চড়ক হইবেক এমত উদ্যোগ হইতেছে । , ( २४ ७थिज st२१ । २ বৈশাখ ১২৩৪ ) চড়ক পূজা –চড়ক পূজার সময় সন্ন্যাসিরদের মধ্যে কেহ২ মত্ত হইয়া পথেতে এমত እ ዓ