পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S80 মংবাদে শত্রে সেনকালের কথা ( ১৪ জুলাই ১৮২১ । ৩২ আষাঢ় ১২২৮ ) একোঙ্গিষ্ট শ্রাদ্ধ —ঐরামপুরের শ্ৰীযুত বাবু রাঘবরাম গোস্বামির ও পিতার একেদিষ্ট শ্রাদ্ধ ২৯ আষাঢ় বুধবার হইয়াছে সান্ধৎসরিক শ্রাদ্ধে এই রূপ ব্যয় বাহুল্য প্রায় অন্তৰ দেখা যায় না। নবদ্বীপ অবধি এতদেশ সাধারণ ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম হইয়াছিল এবং ব্রাহ্মণ ভোজনের পরিপাটী অতিশয় । ( ২৩ আগষ্ট ১৮২৩ । ৮ ভাদ্র ১২৩০ ) শ্রাদ্ধ ॥—৩২ শ্রাবণ শুক্রবার শ্রীরামপুরের রামচন্দ্র দের শ্রাদ্ধ হইয়াছে তাহাতে রূপার দানসাগর ও কাঙ্গালি বিদায় প্রভৃতি কৰ্ম্মেতে মুখ্যাতি হইয়াছে ইহাতে ক্রটি হয় নাই। ( ৪ অক্টোবর ১৮২৩ । ১৯ আশ্বিন ১২৩০ ) শ্রাদ্ধ ॥—১১ আশ্বিন ২৬ সেপ্তম্বর শুক্রবার মোং শ্রীরামপুরের শযুত বাবু রাধবরাম গোস্বামির মাতৃশ্ৰাদ্ধ হইয়াছে তাহাতে রজতমম দানসাগরদ্বয় হইয়াছিল তাহার প্রত্যেক দ্রব্য উত্তম ও উপাদো তদ্ব্যতিরিক্ত রাণীকুত পিত্তলময় ঘড়া ও গাড় ও খাল ও বহুগুণ প্রভূতি এবং শালী ও"বনাতের প্রাচুর্য্য ও বস্ত্র সকলি গরদ এবং হস্তী ও ঘোটক ও নৌকা ও পালকা দান করিয়া পাত্রসাৎ করিয়াছেন । এবং নানাস্থানীয় ত্ৰাহ্মণ পণ্ডিতেরদের নিমন্ত্রণ হষ্টয়াছিল তাহারদের বিবেচনাপুরঃসর সন্তুষ্টিপূৰ্ব্বক বিদায় করিয়াছেন এবং অনাহূত ও রবাহুত ও ভাট ও রাঘব প্রভৃতি ধজ্ঞোপবীতধারী ও ফকীর ও বৈষ্ণব যত আসিম্বাচিল তাহারদের সকলেরি উপযুক্ত বিদায় করিয়াছেন তাহাতে কেহই বঞ্চিত হয় নাই এবং ব্রাহ্মণ ভোজন ও কাঙ্গালিবিদায় ও আর২ ক্রিয়া স্বন্দরব্রুপ সমাপ করিয়াছেন। ইহার প্রত্যেক বিবরণ fলথিতে হইলে পত্র বাহুল্য হয়। ( ২ জুলাই ১৮২৫ । ২ ৩ আষাঢ় ১২৩২ ) আদ্যশ্ৰাদ্ধ। —গত বৃহস্পতিবার মৃত মহারাজ রামচন্দ্র বায় বহাদরের পুত্ৰ শ্ৰীযুত মহারাজ রাজনারায়ণ রায় বাহাদুর স্থিরভাবে বিনম্বান্বিত হইয়ু যথোপযুক্ত ব্যয়পূর্বক আপন পিতৃশ্ৰাদ্ধ করিয়াছেন এবং অনেক কাঙ্গালি বিদায়ও হইয়াছে তাহার বিশেষ জানিলে বিস্তারিত প্রকাশ করা যাইবেক । ধহি। হউক জনরবদ্বারা এক্ষণে আমারদের এই প্রকাশ করা আবগুক হইয়াছে যে ঐ দিবস কোন নিমন্ত্ৰিত গোস্বামির নামে নয় শত টাকার ওয়ারেণ হওয়াতে তিনি পথিমধ্যে সরিপের পেয়াদাকর্তৃক ধৃত হইয়াছিলেন তাহাকে তৎক্ষণাং টাকা দিয়া মুক্ত করিয়াছেন । ইহাতে বিস্তর পুরুষত্ব ও ধাৰ্শ্বিকত্ব প্রকাশ হইয়াছে এ কীৰ্ত্তি চিরস্মরণীয়া থাকুক কিন্তু এ শ্রাদ্ধ অত্যন্ত খেদের বিষয় হষ্টয়াছে যেহেতুক মৃত রাজার মাতা ও পিতামহী বর্তমান আছেন