পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে সেনকালের কথা عدواS(Rج শ্ৰীযুত মহারাজা বনয়ারিগোবিন্দ বাহাদুর। ঐযুত বাৰু কাশীনাথ বন্দোপাধ্যায়। — প্রাণনাথ চৌধুরী। — শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। — ভগবতীচরণ গঙ্গোপাধ্যায়। — রাজকৃষ্ণ চৌধুরী। — উদয়চাদ দত্ত - 1 = নবকৃষ্ণ সিংহ । — উমানন্দ ঠাকুর । — শিবনারায়ণ ঘোষ । ঠহারদিগকে উপস্থিত অধ্যক্ষেরা ধৰ্ম্মসভার অধ্যক্ষতাপদে অভিষিক্ত করিলেন সম্পাদকের সহকারিতাজন্য ত্রযুক্ত বাৰু আশুতোষ দে কছিলেন যে ঐযুত বাবু কৃষ্ণজীবন বন্দ্যোপাধ্যায় হইলে ভাল হয় তাহাতে অধ্যক্ষেরা সম্মত হইয়া কহিলেন ধৰ্ম্মসভার লিখিত পত্রাদিতে যাহা সম্পাদকের স্বাক্ষরের আবগুক হয় যদ্যপি সম্পাদক কোন কারণপ্রযুক্ত স্বাক্ষর করিতে অক্ষম হন সংকারসম্পাদক তাহ৷ স্বাক্ষর করিলে গ্রাহ হইবেক এবং সম্পাদক তাহাকে যে কর্থের ভারাপণ করিকেন তাই তিনি করিবেন। অপর অধ্যক্ষের কহিলেন অদ্য যে কএক জন মনোনীত হক্টলেন তাহারদিগকে পত্রের দ্বারা অবগত করাইয় তাহারদিগের স্বীকৃত উত্তর সকল অধ্যক্ষেরদিগকে জ্ঞাত করাইবেন । সং চং ৬ মার্চ ১৮৩৪ ৷ ২৪ ফাল্গুন ১২৩৬ ) ধৰ্ম্মসভাধ্যক্ষেরদিগের বৈঠক — গত ১১ ফালগুণ রবিবার পটলডাঙ্গার শ্ৰীযুত বাৰু বৈদ্যনাথ দাসের দরুন ২৮ নম্বরের বাটতে সভাধ্যক্ষদিগের বৈঠক হইয়াছিল ঐ বৈঠকে সভার নানা কৰ্ম্ম সমাপনানন্তর শ্ৰীযুত বাৰু বৈষ্ণবদাস মল্লিক ধনরক্ষক পদ পরিত্যাগের যে পত্র প্রেরণ করিয়াছিলেন তাহ সম্পাদককতৃক পঠিত হইবাতে উপস্থিত অধ্যক্ষেরা তাহার প্রার্থনা গ্রাহ করিলেন অনস্তর সম্পাদক প্রশ্ন করিলেন এক ব্যক্তি ধনী শিষ্ট ধৰ্ম্মিষ্ঠ কৰ্ম্মোপযুক্ত বিবেচনা করিয়া ধনরক্ষক পদে নিযুক্ত করুন তাহাতে খ্ৰীযুত বাবু রামগোপাল মল্লিক কহিলেন বাবু রামদুলাল দেবের দ্বিতীয় পুত্র ত্রযুত বাবু প্রমথনাথ দেব নিযুক্ত হইলে ভাল হয় ঐযুত বাবু গোপীমোহন দেব ঐ কথার পোষকতা করিবাতে সভাস্থ সকলেই তাহাতে সন্মত হইলেন পরে সম্পাদকের প্রশ্নমতে খ্ৰীযুত বাবু শিবচন্দ্র দাস ও শ্ৰীযুত বাবু জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় সভার অধ্যক্ষতায় নিযুক্ত হইলেন অনস্তর পাটন। মালদহাদি নান স্তানহইতে ধৰ্ম্মসভাসম্পৰ্কীয় যে সকল পত্র আসিয়াছিল তাহার সদুত্তর লিখিতে সম্পাদককে অনুমতি হইল। সং চং