পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিৰিখ اوك\لاO হইত। এবং তাঁহাতে আরো উপকার এই যে সে রাস্থার মধ্যে লালদিঘীর মত এক উত্তম পুষ্করিণী কাটা যাইতেছে এবং তাহার চতুর্দিকে রাস্থা হইবেক শ্ৰীশ্ৰীযুতের নামানুসারে ঐ রাস্থার নাম হেষ্টিংস রাস্থা খ্যাত হইবেক । অপর আরো শুনিতে পাই যে মোং চৌরঙ্গিতে এই মত পুষ্করিণী ও তাহার চতুর্দিকে উৎকৃষ্ট রাস্থা বরা যাইবেক । ( ৩ মার্চ ১৮২১ । ২১ ফান্ধন ১২২৭ } নুতন রাস্থ –মোং কলিকাতার গঙ্গার ধারে প্রবল রাস্থা নাই এইক্ষণে শুনা যাইতেছে শ্ৰীশ্ৰীযুত কোম্পানী বাহাদুর সেই রাস্থা করিতে হুকুম দিয়াছেন। এই রাস্থা হুটলে শহরের শোভা উত্তম হইবেক । কিন্তু সেখানকার যে ভাগ্যবান লোকেরদিগের জর্মী ও বাটা গঙ্গার ধারে আছে তাহারদিগের অনেক অপচয় হইতে পারে এবং বাহির রাস্থ ও বড় বস্থার মধ্যে সে রাস্থ আরম্ভ হইয়া বহুবাজার পর্য্যন্ত আসিম্বাছিল সে রাস্থ এইঙ্গণে মহকুপ হঠয়াছে । ( ১৫ ফেব্রুয়ারি ১৮২৩ ৫ ফাল্গুন ১২২৯ ) নূতন রস্থিা ॥—গত শুক্রবারে কলিকাতার জরনেলেতে এক পত্র ছাপা ইচমুছে যে এমত পরামর্শ হইতেছে যে খিদিরপুরে জাহাজের ম্যাডি অবধি গঙ্গাতীরে গার্ডিনরিচ পৰ্য্যন্ত এক নূতন রাস্থা হইবে এবং টালির খালের উপরে এক নুতন সাকে হইবে এই রাস্থা প্রস্তুত হইলে কলিকাতা অবধি গার্ডিনরিচপৰ্যন্ত সাবেক রাস্থা দিয়া যত দূর হয় এই নতুন রাস্ত হইলে তাহাহইতে এক ক্রোশ কম হইবে কিন্তু এই পত্ৰলেখক কহে যে এই রাস্থা প্রস্বত হইলে মল্লিকেরদের ও দেওয়ান গোকুল ঘোষালের ও শ্ৰীযুত বাবু তারাচান্দ ঘোষ ইত্যাদির অনেক উপকার আছে যেহেতুক ইহাতে তাহারদের সেখানকার স্থান অধিক মূল্যবান হুইবেক গsএব লেখক এই পরামর্শ কহে যে এই রাস্থ প্রস্তুত করিবার কারণ শ্ৰীযুত বড় সাহেব সাষ্টfরশ হাজার পাচ শত টাকা দেউন ও মল্লিকপ্রভৃতির নয় হাজার তিন শত পচহত্তরি টাকা দেউন ও ঘে২ সাহেব লোকেরদিগের ধর গার্ডিনরিচেতে আছে তাহার। তিন হাজার এক শত পচিশ টাক। দেউন ইহাতে সৰ্ব্বমুদ্ধ পঞ্চাশ হাজার টাকা হইলে রাস্থা তৈয়ার হইতে পারে। • ( ২৮ ফেব্রুয়ারি ১৮২৪ । ১৭ ফাল্গুন ১২৩০ ) নূতন রাস্থ – শুনা যাইতেছে যে গঙ্গাতীরের নূতন রাস্থ গারডিনরিচপসল্প হইবেক আর ঐ রাস্থার উভয় পার্থে বৃক্ষ রোপণ হইবেক এ প্রকার প্রস্তুত হইলে বৃক্ষদির ছায়াতে লোকেরদিগের যানবাহনাদিদ্বারা এবং পদব্রজে. গমনাগমনের মহামুথ জঝিবেক এবং গঙ্গাতীরের শোভা দেখিয়া দেশাধিপের স্থির রাজলক্ষ্মীর প্রার্থনা কে না করিবেন।