পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SV8 মংবাদ পত্রে সেকালের কথা ( ২৭ অক্টোবর ১৮২৭ । ১২ কাৰ্ত্তিক ১২৩৪ ) নূতন রাস্তা —জনরবে শ্রত হওয়া গেল যে গঙ্গাতীরের নূতন পথ কিল্লার সম্মুখবৰ্ত্তি ময়দান দিয়া যাইবার বিবেচনা হইয়াছে এবং ইহা ত্বরাতেই আরম্ভ হইবেক এমন্তও শুনা যাইতেছে ইহা প্রস্তুত হইলে এদেশের অত্যুত্তম শোভ হইবেক ও এতদ্ধেশস্থ লোকের স্বকালে বিকালে ভ্রমণের অতিক্সবিদ হইবেক । ( ২২ মার্চ ১৮২৮ । ১১ চৈত্র ১২৩৪ ) নূতন রাস্ত। —শুনা গেল যে গঙ্গাতীরের নূতন রাস্ত শ্ৰীযুত কোম্পানি বাংছরের বাগানপৰ্য্যন্ত লইয়া যাইতে খ্ৰীযুত গবৰ্ণমেণ্টের অনুমতি হইয়াছে । তিং নাং ( ১২ এপ্রিল ১৮২৮ । ১ বৈশাখ ১২৩৫ ) গঙ্গাতীরের নূতন রাস্তা।-শহর কলিকাতার গঙ্গাতীরে যে নূতন রাস্ত হইয়াছে সেই রাস্ত কলিকাভtহইতে কোম্পানির বাগানপয্যন্ত লইয়া যাওনের বিষয়ে গত শনিবার রাত্রিতে যে সভা হইয়াছিল সেই সভাতে এই স্থির হইল যে যে লাহেবের তাহার এক অংশে স্বাক্ষর করিয়াছেন তাহারা প্রজেকে বিনামূল্যে দুই টিকিট পাইবেন এবং মে কালবিন কোম্পানি এই চান্দার টাকা সংগ্ৰহ করিবার কারণ খাজাঞ্চি হইলেন এবং মেং টরটন সাহেব ও উ৬ সাংেব ও কিড সাহেব ও কালবিন সাহেব ও স্মৌলট সাহেব ও আলেগজানার সাহেব ও হরিমোহন ঠাকুর ও প্রিন্সপ সাহেব ও গার্ডন সাহেব ও রাজা বৈদ্যনাথ রায় কমিটী হইয়া ঐ বিষয়ের সাহায্য করিবেন। আমরা সৰ্ব্বতোভাবে এক্ট কৰ্ম্মের মঙ্গল প্রার্থনা করি যেহেতুক এ অত্যুপকারক কৰ্ম্ম এবং গঙ্গাতীরস্থ রাস্তার শেষ ভাগ যাই; সকলেষ্ট কহে যে কলিকাতার মধ্যে যে২ কৰ্ম্ম হইয়াছে তাহার মধ্যে এ এক প্রধান কৰ্ম্ম । ( ২ আগষ্ট ১৮২৮ । ১৯ শ্রাবণ ১২৩৫ ) কলিকাতার নুতন রাস্ত। —চাদপালের ঘাটহষ্টতে দক্ষিণমুখে গঙ্গাতীরে কোম্পানির বাগানের আড়পাড়পৰ্য্যও যে নুত্তম রাস্ত হইবেক তাহ আরম্ভ হইয়া কিয়ং দূরপয্যন্ত প্রস্তুত হইয়াছে এবং তাহাতে তাহার অধ্যক্ষ সাহেবলোকের। এমত মনোযোগ করিতেছেন যে এবৎসর পূর্ণ না হইতে তাহ সমাপ্ত হইবেক । ( ২১ সেপ্টেম্বর ১৮২২ I ও আশ্বিন ১২২৯ ) নূতন সাকো —পূৰ্ব্বে ছাপান গিয়াছে যে কালীঘাটে টালির খালের উপরে এক সাকে৷ প্রস্তুত করা যাইবে । ঐ সাকোর লোহার কৰ্ম্ম তাবৎ প্রস্তুত হইয়াছে কেবল একত্র করিয়া দিলেই প্রস্তত হয় এবং ঐ সাকোতে পাক গাথনির ষে আবস্তক তাহাও প্রায় প্রস্তুত হইয়াছে।