পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ মংবাদ পত্রে সেকালের কথা হইবে তাছাতে মৃত্যুজনক যে ক্ষুদ্র বন ও বৃক্ষ আছে তাহ একেবারে পরিষ্কৃত হইৰে ও ঐ স্বানহুইতে সকল মাল একেবারে নদীতে পহুছিতে পারিবে । এই খাল কাটনের কল্প ইহার পূৰ্ব্বে ভেরিট সাহেবকতৃক হইয়াছিল তিনি সেই কর্ণের পরামর্শ শ্ৰীযুত লার্ড উএল্লেসলি সাহেবকে দিয়াছিলেন কিন্তু সে সময়ে ভাহা সিদ্ধ হইল না তাহার পর মেজর সক সাহেব ঐ খালের এক নক্স করেন কিন্তু তিনি সেই কৰ্ম্ম সিদ্ধ না করিতে ব্ৰহ্মদেশের যুদ্ধে একটা গোলার দ্বারা মারা পড়িলেন। ঐ মেজর সক সাহেব এই সকল বিষয়ে ধেমন বিজ্ঞ ছিলেন তত্তলা অন্য কোন সাহেব নাই কলিকাতা শহরের যে নক্স এখন কলিকাতায় সকল লোকের ঘরে দেখা যায় তাহা মেজর সক সাহেব করেন তিনি কলিকাতা নগরের উপকারকরণে অনেক উদ্যোগ করিয়াছিলেন কিন্তু তাহার সাক্ষকরণের পূৰ্ব্বে অকালে তিনি লোকান্তর গত হইলেন। আমরা আরো শুনিতেছি যে ইটালি ও শিয়ালদহ ও বালিগঞ্জের নিকটে অনেক বড়ৎ পুষ্করিণী কাটাইয়া মৃত্যুজনক অনেক ক্ষুদ্র২ ডোবা পূর্ণ করিতে শ্ৰীযুত লাড় বেণ্টিঙ্ক সাহেব নিশ্চয় করিয়াছেন এবং সেচ কৰ্ম্মের নিমিত্তে নিকটস্থ জিলাহইতে বন্দুয়ানেরদিগকে আনিতে হুকুম করিয়াছেন সেই অঞ্চল যেমত সাজঘাতিক ডেমন কলিকাতার অন্য কোন অঞ্চল নয় বিশেষতঃ ওলাউঠা কলিকাতার মধ্যে প্রবেশ করিলে সেই স্থানে অবস্থিতি করে। ৮২৫ সালে অধিক লোক আপনারদের পরিজন লইয়। সেখানে আইল এবং সেখানে আপনারদের কুটার তুলিল কিন্তু সেখানে এমত ওলাউঠার প্রাবল্য হইল যে মৃত ব্যক্তিবাহক গাড়ি সেখানে গিয়া পূর্ণ হঈমু প্রতিদিন ফিরিয়া আসিত এই সকল উপকারের উদ্যোগ যখন সিদ্ধ হইবে তথন সকলেষ্ট অল্পমান করিবেন যে সেই অঞ্চলের অস্বাস্থ্যত নিবৃত্ত হইয়াছে যেহেতুক অতিনিবিড় বন ও পাতাপচা জলপ্রভূতিতে লোকেরদের পীড়া জন্মে কিন্তু এইমত সাজাতিক স্থান যদি একবার গোলাস হয় তবে তাহাতে পীড়ার নামও থাকে না । ( ৩০ মে ১৮২৯ । ১৮জ্যৈষ্ঠ ১২৩৬ ) নূতন খাল –সংপ্ৰতি অবগত হওয়া গেল যে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের রাজপথের শোভা করিবার জন্ত মোকাম পূৰ্ব্ব অঞ্চলহইতে এক বৃহৎ খাল আলিয়া পুরাতন বেলাঘাট পৰ্য্যন্ত যাইয়া মিলিবে শুনিতে পার্ট যে ঐ খাল মৃতন বেলাঘাট দিয়া অনায়াসে যাইতে পরিবেক যাহা হউক বাণিজ্য ব্যবসায়ি লোকেরদের অনেক উপকার জন্মিতে পরিবেক যেহেতুক অতিশীঘ্র এক স্থানইষ্টতে অন্ত স্থানে পহুছিবে এবং পূর্ব অঞ্চলে নৌকারোহণে অতিমুখে যাতায়াত করিতে পারিবেক কিন্তু কোনই স্থানে ইহার আজ্ঞা হইবেক এ বিষয় নিশ্চয় হয় নাই কেবল পাল প্রস্থত হঈম্বা এক্ষণে দুষ্ট পার্থে রাস্ত আরম্ভ হইয়াছে এতাবন্মাত্র শুনা গিয়াছে । d