পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ وجيا الخ পুষ্করিণী কাটান গিয়াছে তাহাতে এই বর্ষ। প্রভাতে মিষ্ট জলের অভাব থাকিবে না। এতদ্দেশীয় এক ব্যক্তি সেখানে বন কাটাইয়া স্থান পরিষ্কৃত করিয়াছে এবং তাহাতে মঘ দেশীষেরদিগকে বসতি করাইয়াছে যেহেতুক মঘের অধিক পরিশ্রম করিতে পারে ও তাহারদের জাতি বিবেচনা নাই অতএব তাহারদেরহইতে অধিক স্থঙ্কর কৰ্ম্ম হইতে পারে । সৰ্ব্বস্থদ্ধ গঙ্গাসাগরে এক লক্ষ আশী হাজার বিঘ ভূমি আছে তাহার মধ্যে নয় হাজার বিঘ ভূমি পরিষ্কার হইয়াছে অর্থাৎ বিংশতি অংশের এক অংশ । যাহার স্বতন্ত্র২ ভূমি লইয়া বন কাটাইতেছে তাহারদের কৰ্ম্ম শীঘ্ৰ চলিতেছে । ( ৪ সেপ্টেম্বর ১৮১৯ - ২০ ভাত্র ১২২৬ ) গঙ্গাসাগর উপদ্বীপ ।—গত বুধবারে ১ সেপ্তম্বর গঙ্গাসাগর উপদ্বীপের সম্প্রদায় একর হইলেন ও গত বৎসরের সকল বিবরণ শুনিলেন ও ঐ সম্প্রদায়ের অন্তঃপাতী ধে চারি জন কৰ্ম্মকৰ্ত্তা ছিলেন সে চারি জনের বদলিতে অন্য চারি জন প্রবৃত্ত হষ্টলেন সে চারি জনের মধ্যে তিন জন ইংগ্লণ্ডীয় এক জন এডদেশীয় তিনি শ্ৰীযুত রাজা গোপীমোহন দেব তাহার বদলে তাহার পুত্ৰ শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব তাঙ্গর এক কৰ্ম্মকৰ্ত্ত হইয়াছেন । গঙ্গাসাগর উপদ্বীপের বন কাটা সে স্থান হন্দর প্রস্বত হইতেছে প্রত্নত জন পামর সাহেব ঐ উপদ্বীপের দক্ষিণ ভাগ সমুদায় বিশ বৎসরের কারণ বিন করে ইজার করিয়া লইয়াছেন ও এই করার করিয়াছেন যে এই বিশ বৎসরের মধ্যে গঙ্গসাগরে লোকবসতি করাইব ও নানা ক্ষেত্রে শস্ত্যাদি উৎপন্ন করাইব । এবং যুক্ত রাজা গোপীমোহন দেব ও শ্ৰীযুত বাৰু হরিমোহন ঠাকুর এই দুষ্ট জনে মিলিয়া ঐ করারে সেখানকার উত্তর পশ্চিম কোণে গঙ্গার তীরে আড়াই ক্রোশপর্য্যন্ত ভূমি লইয়াছেন । এই২ সকল কারণ দেখিয়া আমারদের এমত ভরসা হয় যে গঙ্গাসাগর উপদ্বীপ আতিশীঘ্ৰ পুনৰ্ব্বার মনুয্যেরদের অধিকারে আদিবে। ( ১৩ এপ্রিল ১৮২২ । ২ বৈশাখ ১২২৯ ) নূতন রাস্থ –মোং কলাগাছীহইতে গঙ্গাসাগর পর্যস্থ এক নতন স্বাস্থ হইতেছে অনুমান হয় ষে বর্ষারম্ভ ন হইতে২ সে রাস্ব প্রস্তুত হইবেক । গাজুরিহইতে যে গকের রাস্থ। ছিল তাহাতে সাড়ে ত্রিশ ক্রোশ ইটিতে হইত এবং গঙ্গা পার হইবার কারণ ৫ পাচ ক্রোশ নৌকায় যাইতে হইত যে পাচ ক্রোশ নৌকায় গমন করিতে হইত লেও অভিসঙ্কট এবং কলাগাছীর নিকটে যাইত ন; ইহাতে সাগরের জাহাজস্থ লোকের কলিকাতা গমনাগমন অতিদুষ্কর ছিল এবং ইধাণ্ডে পত্র প্রেরণার্থে সাগরে জাহাজে বাইতে হইলে অভিছুক্ষর ও অধিক কালবিলম্ব হইত তৎপ্রযুক্ত জাহাজ খুজিছা গেলে পত্র ফিরিয়া প্রেরকের নিকটে জাসিত কিন্তু এই নৃতন রাস্বা ३ रे