পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ সংবাদ গাত্রে মোকালের কথা সে খাল খেলারাম মুখোপাধ্যাম্ব নামে এক জমীদার বদ্ধ করিয়াছে ইহাতে নৌকা ঘাতটিাতে ছয় ক্রোশের পথের ফের পড়িয়াছে। ( ২৭ মে ১৮২৬ । ১৫ জ্যৈষ্ঠ ১২৩৩) নূতন দীপগৃহ —আমরা শুনিতেছি যে জগন্নাথ ক্ষেত্রের নিকট পাইণ্ট পালময়াস নামে যে অস্তরীপ আছে তদুপরি শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুর একটা দীপগৃহ গ্রন্থন করাইয়াছেন এবং অতিশীঘ্র তাহাতে দীপ দেওয়া যাইবেক ইহা হইলে হঠাৎ জাহাজ ঐ চড়ায় পড়িয়া মারা ধাইবেক না। ঐ স্থানে এত ঘর হওয়াতে জাহাজ আগমনের অতিশয় স্বগম হুইবেক যেহেতুক ইংল্পওদেশহইতে যে সকল জাহাজ বাঙ্গলায় আইসে সে সকল জাহাজ চারি মাস কিম্ব সাড়ে চারি মাসপৰ্য্যস্ত অকুল সমুদ্রের মধ্যে থাকে পথিমধ্যে কোন স্থান বা কোন চিহ্ন দেখিতে পায় না। এই সাড়ে চারি মাসের মধ্যে তাহারদের ঘড়ি ঘদি পাচ মিনিট এগি ওদিগ হয় তবে সমুদ্রহইতে মোহনায় আসিবার স্থানের দশ ক্রোশের ব্যত্যয় হইতে পারে ইহাতে স্বতরাং চড়ায় পড়িয়া জাহাজ মারা যাইবার আটক নাই এইপ্রযুক্ত সেই স্থানে সতত শঙ্কা আছে কিন্তু এক্ষণে যদি সেখানে সৰ্ব্বা দ্বীপ জলে তৰে দুৱহইতে লোকের ঐ আলোক দেখি অনায়াসে আপনারদের পথের অনুসন্ধান করিতে পরিবেক। ( ২৬ জুলাই ১৮২৮ । ১২ শ্রাবণ ১২৩৫ ) শহর মুরশিদাবাদের পারিপাট্য —মুরশিদাবাদের পত্রদ্বারা জ্ঞাত হইলাম যে ঐ শহরের গঙ্গাতীরের রাস্ত উৎকৃষ্টরূপ প্রস্তুত হইতেছে যে প্রকার কলিকাতায় হইয়াছে শুনা গিয়াছে যে ঐ রাস্ত বহরমপুরঅবধি লালবাগপৰ্য্যস্ত হইবেক এক্ষণে খাগড়াপধ্যস্ত রাস্ত প্রস্তুত হইয়াছে ঐ রাস্তার ধারে চানকের রাস্তার মত বুক্ষ রোপণ হইয়াছে ইহাতে শহর অতিআশ্চর্যা শোভাকর দেখা যাইতেছে শহর মুরশিদাবাদ পূৰ্ব্বে অতিমনোহর স্থান ছিল পরে ক্রমেই ভগ্ন হওয়াতে মরুভূমিতুল্য হইয়াছে বহুরমপুরে ইষ্টেসিয়ান অর্থাৎ ছাউনি হওয়াতে এপর্য্যস্ত শহর আছে এক্ষণে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের যে প্রকার মনোযোগ দেখা যাইতেছে ইহাতে অল্পমান হয় যে ঐ শহরের পুনরুম্নতি হইতে পারিবেক । তিং নাং ( ৪ অক্টোবর ১৮২৮। ২০ আশ্বিন ১২৩৫ ) নূতন পথ।--ভাগীরথীর পূর্ব অংশে টিটেগড় গ্রামে এক ক্ষুদ্র পথ আছে টিটেগড়ৎইতে মুখচর যাইতে অত্যন্ত্র দূরেই এই রাস্তা পাওয়া যায় ইহার পরিসর বিস্তর নহে কিন্তু পদব্রজে অথবা শকট আরোহণে যাইতে লোকেরদের বিস্তর ক্লেশ হয় বিশেষতঃ বর্ষার সময়ে কর্দমজন্ত তাবতে অত্যন্ত দুৰ্গম বোধ করেন এমত বিজ্ঞ ইয়ুত এবর এৰং সিক্সিপিয়র সাহেৰপ্রভৃতি সেই