পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి সংবাদ পত্রে মেকানের কথা । দিতেছেন তাহাতে কোম্পানী বাহাদুর নিজে চারি হাজার ও তথাকার বড় সাহেব নিজে পচি শত টাকা ইত্যাদি রূপে সকলে দিতেছেন । ( २ অক্টোবর ১৮১৯ । ১৭ আশ্বিন ১২২৬ ) ভূমিকম্প —কচ্ছ দেশে পুনৰ্ব্বার ভূমিকম্প হইতেছে এবং এই বিষয়ে সে দেশে হাস্তাম্পদ 晶 হইয়াছে যেহেতুক সেখানে প্রায় নিভ্য ভূমিকম্প হইতেছে ইহাতে তদেশীয়েরা কেহ২ কহে যে এই কচ্ছ দেশ পৃথিবী ছাড়া এবং পৃথিবীর সহিত কেবল এক রঙ্গুতে ঝুলান সমূত্রে ভাসিতেছে কেহ২ কহে যে পৃথিবী ছাড়া কচ্ছ দেশ সমুদ্রে ভাসিতেই আরব দেশে যাইতেছে তৎপ্রযুক্ত নিত্য ভূমিকম্প হয়। ( ৬ নভেম্বর ১৮১৯ । ২২ কাৰ্ত্তিক ১২২৬ ) ভূমিকম্প –মোং চাটিগ্রামে ১৩ আকৃটোবর অবধি বিশ দিনপর্যন্ত চারিবার ভূমিকম্প হইয়াছে । ( ২৯ এপ্রিল ১৮২০ । ১৮ বৈশাখ ১২২ ৭ ) ভূমিকম্প —কচ দেশে ১৪ মার্চ দিনে দুই প্রহর দুইটার সময়ে অতিঘোরতর ভূমিকম্প হইয়াছিল । সে সময়ে সেখানকার তাবৎ লোক আপন২ ঘর ছাড়িয়া পলাইয়াছিল এবং তাহার। তখন মনে করিয়াছিল যে ১৬ জুন তারিথ পুনৰ্ব্বার আলিয়াছে । ২৮ জান্তজারি তারিখ অবধি ক্ষুদ্র ২ ভূমিকম্প পূর্ণিমা ও অমাবস্যার যোগে প্রায় সেখানে হইতেছে তাহাতে লোকেরা পূর্ণিমা ও অমাবাহার দোষ কহে । সেষ্ট ভূমিকম্পে ক্ষুদ্র২ দুই এক থান ঘর পড়িয়ছিল কিন্তু অতিশয় উপদ্রব জন্মায় নাই তৎপ্রদেশে তণ্ডুলাদি অত্যন্ত দুমূল্য তাহাতে সেখানকার রাজার এমত আজ্ঞা হইয়াছে যে সেখানহইতে এক দানাও তণ্ডুলাদি বাহির হইবে না । ( ১৩ সেপ্টেম্বর ১৮২৮ I ৩০ ভাদ্র ১২ ৩৫ ) পড়ি ভগ্ন —সংপ্ৰতি কোন মান্য লোকের পত্রদ্বারা অবগত হওয়া গেল যে মেংি শাস্তিপুরের গঙ্গার পাড় যাহা প্রতি বৎসর ভাঙ্গিয় থাকে তাহ এ বৎসরও পুনরায় বর্তমান মাসের প্রথমে ভাঙ্গিয়া থানা ঘরাদি একেবারে কোথ। গিয়াছে যে তাহার কিছুমাত্র চিঙ্গ নাই । অপর শ্রত হওয়া গেল যে ১৩ ভাদ্র তারিখের বৈকালে গঙ্কঅবধি হাটখোলার বাজারপৰ্য্যস্ত ভাগীরথীর পাড় ভাঙ্গিয়া লোকেরদের বাগান ও বাট এবং বৃহৎ২ বুল্লাপ্রভৃতি যাহা অনেক কালের ছিল তাই জলে ভাসিয়া এক কালে কোথায় গিয়াছে তাহার কিছুমাত্র নিরূপণ নাই এক্ষণে ঐ সকল স্থান কেবল জলময় হুইয়াছে কিন্তু এই প্রকার যদ্যপি রাত্রিকালে আরো ভগ্ন হয় তবে অল্পমান হয় যে ভয়ঙ্ক লোৰুেরদিগের প্রাণ সংস্থানের বিষম স্কুল হইবেক। তি৷ নাং