পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏపే8 সংবাদ পত্রে সেকালের কথা (৩০ এপ্রিল ১৮৩১ । ১৮ বৈশাখ ১২৩৮ ) ...জামরা শুনিলাম সংস্কৃত কলেজের স্বত্যাদি শাস্ত্রের ছাত্রেরদিগের মধ্যে যাহাব। ইংরাজী পড়িতেছেন তাহারা সংপ্ৰতি এক দরখাগু করিয়াছেন যে আমারদিগের শিষ্য যজমানের কহেন বে তোমরা যদি কলেজে ইংরাজী বিদ্যাভ্যাস কর তবে তোমারদিগের দ্বারা আমর কোন কৰ্ম্ম করাইব না এতাবন্মাত্র শুনিয়াছি... | সমাচার চন্দ্রিকা, ২৬ এপ্রিল ১৮৩১ ৷ ( ১৪ মে ১৮৩৪ ৷ ২ জ্যৈষ্ঠ ১২৪১ ) সংস্কৃত কলেজ --জ্ঞানান্বেষণ পত্রের দ্বারা জাত হওয়া গেল যে গবৰ্ণমেণ্টের সংস্কৃত কলেজের অধ্যাপক ও ছাত্রেরদের আগামি জুন মাসের প্রথমাবধি বর্তন কৰ্ত্তন হইবে । ( ২ ফেব্রুয়ারি ১৮৩৯ ৷৷ ২১ মাঘ ১২৪৫ ) কলিকাতার গবর্ণমেণ্ট সংস্কৃত কলেজের দুরবস্থা —দর্পণ প্রকাশক মহাশম্বেষু ---সংপ্রতি ংবাদ সৌদামিনী নামক অভিনব পত্রদুষ্টে দৃষ্ট হইল যে ঐ সংস্কৃত কলেজের সেক্রেটলি খ্ৰীযুত বাবু রামকমল সেন কাৰ্যাস্তুরান্তরোধে ঐ পদ পরিত্যাগ করাতে অনেকে তৎকৰ্ম্মাভিলাসী আছেন তাহার মধ্যে সংস্কৃত শাস্ত্রজ্ঞ পক্ষপাতহীন বিবেচক কাপ্তান মার্শেল সাহেব এবং কলিকাতা নগরের প্রধান বংশু ও ইংরাজী পারসী সংস্কৃত বাঙ্গলাতে বিজ্ঞ শ্ৰীযুক্ত বা ভগবতীচরণ মিশ এবং সৰিবেচক ঐযুক্ত বাৰু রসময় দত্ত এবং অন্য২ উপযুক্ত প্রধান লোক তৎকৰ্ম্মে চেষ্টা করিতেছেন তথাপি সংস্কৃত কলেজের কমিটির সাহেবের ঐ পূৰ্ব্বোক্ত ব্যক্তিরদিগের প্রতি অনবধান করিয়া ঐ কলেজের জনেক সামান্য বৈদ্যছাত্রকে ঐ ভাfর কৰ্ম্মে পদস্থ করিতে মনস্থ করিয়াছেন ইহাতে আশ্চৰ্য্য বোধ হইতেছে যেহেতুক যে কৰ্ম্মে ত্রযুক্ত কাপ্তান প্রাইশ সাহেব পরে শ্ৰীযুক্ত টাট সাহেব পরে ত্রযুক্ত কাপ্তান ট্রাক্ষর সাহেব পরে শ্লযুক্ত বাবু রামকমল সেন তং পরে শযুক্ত রাজ রাধাকান্ত বাহাদুর নিযুক্ত হষ্টয়া ঐ কলেজের নানা ঔন্নত্য ও সম্মান বুদ্ধি করিয়াছেন সে কৰ্ম্মে তাদৃশ ব্যক্তিকে নিযুক্ত না করিয়া ইন্তর লোক নিযুক্ত করিয়া কলেজের পূর্বেীয়ভ ও সম্মান হানি করাতে কমিটি সাহেবেরদের কি লাভ হে দৰ্পণ প্রকাশক মহাশয় ইহার অভিপ্রায় জানিতে প্রার্থনা করি--- কস্যচিৎ হিন্দুকলেজ 轉 ( ৮ জাগুয়ারি ১৮৩১ । ২৫ পৌষ ১২৩৭ ) বর্ষফল । সেপ্তেম্বর, ৩ { ১৮৩০ হিন্দু কলেজের অধক্ষের এই আজ্ঞা প্রচার করেন যে কলেজের কোন ছাত্র ব্যক্তি যদি কোন ধৰ্ম্মসংক্রাস্ত কি রাজসংক্রাস্ত কোন সভাতে গমন করে তবে তাঙ্গতে আমরা অত্যন্ত বিরক্ত হইব ইহা কহিয় তাহারদের গমন রহিত করেন।