পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন9বাদ গাত্রে মোকালের কথা ولاSo ৮ এপ্রিল ১৮৩৭ । ২৭ চৈত্র ১২৪৩ ; আমরা আহলাদপূৰ্ব্বক পাঠকবর্গকে বলিতেছি হিন্দু ফ্রিস্থলের ছাত্রেরদের পরীক্ষা যাহা টাকার অভাবে গত দুই বৎসর হুমু নাই ঐ পরীক্ষা অদ্য দশ ঘণ্টাসময়ে হিন্দুকলেজের হালেতে হইবে অতএব আমরা প্রার্থনা করি এতদেশীয় বালকদিগের বিদ্যাশিক্ষাবিষয়ে যাহারদিগের অতুরাগ আছে তাহার। ঐ কালীন উপস্থিত হইয়া পরীক্ষা দর্শন করেন তাহারদিগের আগমনেতে দৃষ্টি সৌষ্ঠব আছে এবং শিক্ষক ছাত্ৰসকলেই বিদ্যা দান গ্রহণ বিষয়ে উৎসুক হইবেন বিশেষতঃ হিন্দু ফ্রিস্থলেতে কি উপকার হইতেছে তাহ সাধারণের গোচর হইলে ঐ বিদ্যালয়ের বায়ুবিষয়ে অধিক সাহায্য হইতে পারিবে । পাঠকবর্গের মধ্যে অনেকে জানেন প্রথমত হিন্দুকলেজের ছাত্রেরা এই বিদ্যালয় স্থাপন করেন এবং বেতনদানে অক্ষম লোকেরদের নুনাধিক দুষ্ট শত বালক ঐ খানে বিদ্যাভ্যাস করিতেছে এই বিদ্যালয়ের খরচ এপৰ্য্যন্ত প্রজার দানেতেই চলিয়াছে কিন্তু ত্রযুত বাবু ভূবনমোহন মিত্র যিনি অবিশ্রাপ্ত পরিশ্রমেতে নিৰ্ব্বাহ করিয়া থাকেন তাঙ্গার হস্তে এইক্ষণে টাকা অধিক নাই অতএব আমরা ভরসা করি এতদেশীয় লোকেরদের শিক্ষাগ এডুকেশন, কৃমিটির হস্তে যে টাকা ন্যস্ত আছে প্রতিমাসে তাঙ্গর কিঞ্চিদংশ দিম৷ এই বিদ্যালয় রক্ষা করিবেন এতদ্বিষয়ে এডুকেসন কমিটির নিকট পার্থনা করণেতে আমারদিগের লজ্জা বোধ হয় কিন্তু হিন্দু ফ্রিস্থলের সাহাধ্যকরণ যাহারদিগের অবস্থা ক ব্য ঠাইরিদিগের মনোযোগাভাবে অগতা প্রার্থনা করিতে হইয়াছে।--জ্ঞানন্বেষণ । ৩১ মার্চ ১৮৩৮ । ১৯ চৈত্র ২৪৪ । হিন্দু ফ্রি স্কুল –গত শনিবারে টেনহালে হিন্দু ফ্রি স্কুলস্থ ছাত্রেরদের পরীক্ষ হইল । তাহার পরীক্ষক ত্রযুত ডেবিড হের সাহেব ছিলেন। এই বিদ্যালয় ১৮৩৪ সালে প্রযুত গোবিন্দ চন্দ্র বসাক স্থাপন করেন । এষ্ট্রক্ষণে তং কাৰ্য্য শ্ৰীযুত চন্দ্রমোহন বসাকের দ্বারা সম্পাদন হইতেছে। এই বিদ্যালয়ে মৃjনাধিক ১৩০ জন বালক ছয় সম্প্রদায়ে বিভক্ত থাকিস্থা শিক্ষা প্রাপ্ত হন । এই পরীক্ষণ শিক্ষক ও শিক্ষিণ উভয় পক্ষে অতিপ্রশংসনীয় হইয়াছে । ( ર, ૮ય કડછ ! ... છ દેશના ૩૨.૬૭ অরিএন্টল সিমিনেরির পরীক্ষা।—গত শুক্রবারে বধুবাজারে বেণেবোলেণ্ট ইনষ্টিটউসনে ওরি এন্টল সেমিনরি বিদ্যালয়ের ছাত্রেরদের বার্ষিক পরীক্ষ হইয়াছিল কিন্তু থেদের বিষয় এই যে তৎকালীন আমরা ঐ স্থানে বহুক্ষণ থাকিতে পারিলাম না কুরিয়র সম্পাদুক লেখেন ছাত্রবর্গ