পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য পুস্তক ( ৬ নভেম্বর ১৮৩০ । ২২ কাৰ্ত্তিক ১২৩৭ ) •••অতিবিজ্ঞ শ্ৰীযুত বাবু রামমোহন রায় এতদ্বিধৰ্ম্মক এক অত্যুত্তম পুস্তক প্রকাশ করিয়াছেন যে দায়ভাগ এতদ্দেশে বহুকালাবধি প্রচলিত অতএব তৎসম্মত ব্যবস্থার বৈপরীত করা অনুচিত এবং এতদ্বিযয়ে ঐ বাবু যে মহাপরিশ্রম করিয়াছেন তাহাতে এতদেশীয় লোকেরা সে অত্যস্ত বাধ্যতা স্বীকার করিবেন তাহাতে সন্দেহ নাই । ( ১০ জুলাই ১৮৩৩ । ২৭ আষাঢ় ১২৩৭ ) শ্ৰীমদ্ভাগবত —শ্ৰীমহধিবেদব্যাস প্রোক্ত শ্ৰীমদ্ভাগবত ১৮ অষ্টাদশ সহস্ৰ শ্লোক এবং শ্ৰীধর স্বামির টকা চব্বিশ সহস্র এই ৪২০০০ সহস্ৰ শ্লোক বড় অক্ষরে মূল ক্ষুদ্রাক্ষরে টক তুলাত কাগজে প্রাচীন পুস্তকের ধারামত পত্র করিয়৷ ১৭৪৯ শকের বৈশাখে মুদ্রাঙ্কিতারম্ভ হয় বৰ্ত্তমান ১৭৫২ শকের ৩১ বৈশাথে অর্থাৎ তিন বৎসরে সমাপ্ত হইয়াছে এক্ষণে তদগ্রন্থ গ্রাহকfগ্রগণ্য অর্থাৎ যাহারা গ্রাহকত্বস্বচক স্বনাম স্বাক্ষর করিয়াছেন তাহারদিগের নিকট পুস্তক প্রেরিত হইতেছে কিন্তু কলিকাতার বাহির অর্থাৎ মফসল নিবাসি স্বাক্ষরকারি মহাশয়দিগকে জ্ঞাত করা যাইতেছে তাহার অতু গ্রহপূর্বক পুস্তকের মূল্য টাকা এবং ঘেপ্রকারে প্রেরণ হইবেক তাহার বাহকের ব্যয় সহিত ষে স্থানে পাঠাইতে হইবেক তাছা লিখিয়া পাঠাইলে অবিলম্বে র্তাহার নিকটে গ্রন্থবর প্রেরণ করা যাইবেক । অপর পূৰ্ব্বে অনুমান হইয়াছিল গ্রন্থ পাচ শত পত্র হইবেক কিন্তু যে পৃষ্ঠায় মূল শ্লোক অঙ্কিত হইয়াছে তাহারি টাকা সেই পৃষ্ঠায় সমাপ্ত করা গিয়াছে ইহা পাঁচ শত ত্রিশ পত্র হইয়াছে তথাচ স্বাক্ষরকারিদিগের নিমিত্তে মূল্য অধিক হইবেক না। স্বাক্ষরকারি গ্রাহকদিগের নিমিত্ত। এক পুস্তকের মূল্য ••••••••••••• as\రిశి ঐ গ্রন্থের বেষ্টনবস্ত্র ডোর পটার ব্যয় -•••••••••••••••••••• • •••••• • ১ স্বাক্ষরকারিভিন্ন এক্ষণে যাহারা গ্রাহক হইবেন তাহারদিগের জন্য •••৪ এই মূল্য স্থির করা গিয়াছে।