পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8* মংবাদ পত্রে মোকালের কথা অথচ উত্তরাধিকারী ও উইলের টপি শুামলাল ঠাকুর ও হরলাল ঠাকুর আগামী সেই মোক মায় গত ২৫ মার্চ তারিখে স্বপ্রিম কোটে যে ডিক্ৰী হয় সেই ডিক্রীর জকুমত্রমে মৃত লাডলিমোহন ঠাকুরের মহাজনেরদিগকে এবং র্যাহারা তাহার সম্পত্তি দানদ্বার প্রাপ্ত হইতে পারেন তাহারদের প্রতি হুকুম দেওয়া যাইতেছে যে উপরিউক্ত কোর্টে শ্ৰীযুত মাষ্টর সাহেবের আপীসে র্তাহার সমক্ষে আগামি অক্তোবর মাসের ১ তারিখে বা তাহার পূৰ্ব্ব কোন তারিখে হাজির হইয় আপন২ কর্জ বাবত পাওঁনা ও দানদ্বারা পাওনাবিষয় সাব্যস্ত করেন তাহা না করিলে উপরিউক্ত হুকুমের দ্বারা যে উপকার হইত তাহা হইবে না । মাষ্টর আপীস ১ জুন ১৮৩৭ ( ১৪ অক্টোবর ১৮৩৭ ৷৷ ২৯ আশ্বিন ১২৪৪ ) [ কোন পত্রপ্রেরকহইতে। ] দরবার। — গত ৪ অক্টোবর তারিখে বেলা ৪ ঘণ্টার সময় গবর্ণমেণ্ট হোসে শ্ৰীলঐযুত লাড অকলণ্ড গববৃনর জেনরল বাহাদুরের দ্বারা এক দরবার হয়। যৎকালীন শ্ৰীশ্ৰীযুত গবর্ণমেণ্টের এবং স্বীয় সেক্রেটরী অর্থাং শ্ৰীযুত মাকনাটন সাহেব ও ক্রযুত কালবিন সাহেব এবং অমাত্যবর্গ সমভিব্যাহারে এক বিশেযাগারে আগমন করিলেন তৎসমকালে ঐযুত নওয়াব তহবার জঙ্গ বাহাদুর ও শ্ৰীযুত নওয়াব হোসাম জঙ্গ বাহাদুর ও ক্রস্ত মহারাজ রাধাকান্ত বাহাদুর ও ত্রযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর ও খ্ৰীযুত রাজা নৃসিংহচন্দ্র রায় বাহাদুর স্ব২ পদানুসারে যথাক্রমে মর্য্যাদাপুরঃসরে খ্ৰীষ্ট্ৰীযুতের সমীপোস্থিত হইয়া সাদরে গৃহীতানাস্তর আতর ও পান প্রাপণে বিদায় হইলেন। অপর রাজোপাধিনিমিত্ত রাজা রাধাকান্ত বাহাদুর খেলায়াৎদ্ধর সম্বৰ্দ্ধিত হইলেন। শ্ৰীশ্ৰয়ত দরবারগৃহে পদার্পণমাত্র তৎসম্মুখবর্চ শ্রেণীবদ্ধ সৈন্যগণ সরাজপতাকা এবং বাদ্যদ্বারা অভিবাদন করিল পরে ভিন্ন২ রাজার উক্তিকার ও অন্যান্য মান্য জনগণ রীতিমত সাক্ষাদনন্তর এবঞ্চ কেহ২ থেলাম্বৎ প্রাপ্ত হইলে দরবার ভঙ্গ হয় ... ( ২ ডিসেম্বর ১৮৩৭ ৷ ১৮ আগ্রহায়ণ ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু।—শ্ৰীযুত বাবু কুমার সত্যচরণ ঘোষাল বাহাদুর ংপ্রতি ডাকের দ্বারা কাশীধামে গমন করিয়াছেন তাহার পত্র এবং ঐ ধামস্থ তদীয় মিত্রবর্গের পত্রদ্বারা শ্ৰীলক্ট্ৰীযুত গববৃনর জেনারল বাহাদুরের অতি প্রশংসনীয় কৰ্ম্ম বিশেষতঃ তদেশীয় রাঞ্জা ও অন্যান্ত মান্য মহাবংশ প্রস্থতেরদিগকে খেলাৎপ্রভৃতি দান করিয়াছেন ইহা শুনিম্ন আমার অত্যন্তাহলাদ জন্সিয়াছে আপনকারও তদ্রুপ জন্মিৰে বোধে ঐ সকল খেলয়াং প্রাপ্ত ব্যক্তিরদের নাম প্রেরণ করিতেছি•••। ৮ তারিখে শ্ৰীলশ্ৰীযুক্ত ঐ স্থানে এক দরবার করিলেন