পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΨΦΟ মংবাদ শত্রে মোকালের কথা নামোল্লেখ মাত্র নাই আর ১৮১৭ সালের ২৩ আইনে যাহা লেখা আছে তাহাতেও দারোগ অধিক চাকর রাখনিয়াকে বা আগন্তুক ভদ্রলোককে কিছু জিজ্ঞাসা করিতে পাপে। তাহীকে এমত পরাক্রম প্রদত্ত হয় নাই বরঞ্চ ১৮১৭ সালের বিংশতি ব্যবস্থাতে দারোগার প্রতি যে আঞ্জা আছে আমি তাহা লিথিয় দিতেছি এই আজ্ঞা দেখিয়া লেখক মহাশয় স্বীয় ভ্রম সংশোধন করুন। ১৮১৭ সালের বিংশতি ব্যবস্থার ৩০ ধারার প্রথম প্রকরণে লেখেন। যদি কোন লোক অসাধারণ সংখ্যক অস্ত্রধারি সৈন্ত প্রস্তুত করেন এবং নূতন দুর্গ নিৰ্ম্মাণ অথবা পুরাতন দুর্গ পরিষ্কার কিম্বা অস্ত্রশস্ত্রাদি যুদ্ধোপযুক্ত বস্তু আহরণ আরম্ভ করেন তবে সরইদের দরোগ নিয়ত এ বিষয় মাজিস্ট্রেট সাহেবের নিকট জ্ঞাপন করিবেন। ঐ ব্যবস্থার ৩১ ধারার দ্বিতীয় প্রকরণে লেখেন বাদশাহের কাৰ্য্যেতে “কম্বা সম্রাস্ত কোম্পানি বাহাদুরের সিবিল বা মিলেটরী সম্পৰ্কীয় কার্য্যেতে নিযুক্ত নহেন এমত কোন ইউরোপীয় ব্যক্তি ঘদি দারোগার সীমাবচ্ছিন্নের মধ্যে বাসেচ্ছ হয়েন তবে ঐ দারোগা মাজিস্ত্রেট সাহেবের গোচর করিবেন । সম্পাদক মহাশয় পোলীসের কোন আমলা আমার প্রতি যে ব্যবহার করিয়াছিল পত্রপ্রেরক এই আইনের নাম লিপিয়া বলিয়াছেন তাঙ্গ যথার্থ করিয়াছে। কিন্তু পূৰ্ব্বোক্ত আজ্ঞানুসারে 'আমার প্রতি তাঙ্গর যথার্থ ব্যবহার করা হইয়াছে কি না আপনি বিচার করিবেন। যথার্থবাদী নামধারি লেখক এবিষয়ে কেবল আমাকে দোষী কষ্টি মুছেন এমত DD BB BBBBB DBBB BBB BB BBS BBB BBBS BBBBBBB BB করেন র্তাস্থ্যর প্রতিও বলিয়াছেন যে তিনি আইন দৃষ্টি না করিয়া ঐ আমলাকে ধমক দিয়াছেন। অতএব জ্ঞানি লোক সকলকে সম্বোধনপূর্বক নিবেদন করিতেছি মহাশয়ের বিবেচনা করিবেন স্বয়ং আইন দৃষ্টি ন করিম যিনি ঐ মহামহিমাম্পদ বিচার কৰ্ত্তাকে ব্যবস্থামভিজ্ঞ বলেন তিনি কিরূপ নিন্দনীয় হয়েন। পত্র প্রেরক প্রথমার্দ্ধে যাঙ্গ লিপিয়াছেন তাঁহার উত্তর এই পর্যন্ত লিপিম্বা লেখনীকে বিশ্রাম দিলাম শেষার্দ্ধের উত্তর এক্টক্ষণে লিপিব না কেননা তিনি স্বীয় নাম ধাম গোপন করিয়া ঘাহা ইচ্ছ। তাছাই লিখিয়াছেন । যদি আমাকে কোন বিষয়ে দোযি করিতে পারেন তবে নাম ব্যক্ত করিয়া লিথিবেন তাঙ্গার পরে যেরূপ লেখা দেখিব আমিও তদনুরূপ ব্যবহার করিব । নতুবা তিনি লুক্কায়িত ভাবে থাকিয়া এক২ তুঙ্কা বলিবেন আমি রাজকীয় ব্যবস্থানুসারে উহাকে ধরিতে পারিব ন! তবে নিরর্থক বিবাদে কেবল আমার সময় নাশ ও মহাশয়কে বিরক্ত করা হইবে অতএব তাহ। করিব না । কিন্তু অবশেষ পত্র প্রেরক মহাশয়কে একটি সমাচার দিতেছি তিনি যে দারোগাকে ভাবিয়া দোষ উদ্ধার করিতে উদ্যত হইয়াছিলেন সে গরীব কএকদিন হইল পদচ্যুত হইয়াছে অতএব এই সময়ে যদি পারেন তবে অগ্ৰে তাহার উপকারের পন্থা দেখুন। শ্ৰীগৌরীশঙ্কর তর্কবাগীশ ।