পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ মংবাদ পত্রে মেকালের কথা অনেক বিচারস্থল নিদিষ্ট আছে তাহাতে আদালত ফৌজদারী রাণীরাই করেন ১২০০ শত রাণীর মধ্যে পট মহিষী রাণী রাজার অতি মান্য স্ত্রী মহারাজ সিংহাসনারূঢ় কালীন রাজ মহিষী আগত হইলে রাজা তৎক্ষণাৎ সিংহাসন পরিত্যাগ করিয়া দণ্ডায়মান থাকিতেন কিন্তু রাজাকে দেখিয়া মহিষী গাত্ৰোখান করিতেন না কোচবিহারী রাজ বংশের মধ্যে এই রীতি পুরুষানুক্রমেই চলিতেছে হরেন্দ্রনারায়ণ ভূপের এই মাত্র বিশেষ যে ৭০ বৎসর বয়ঃক্রমেতেও বিবাহ বিষয়ে বৈরক্তি হয় নাই এই রোগেতেই তাহার সহিত প্রজাবর্গের প্রায় সাক্ষা ছিল না কেবল নারী বিহারে উন্মত্ত থাকিয় অন্তঃপুরের মধ্যেই চিরকাল কাল যাপন করিয়াছেন তাহার রাজশাসনের ভার মন্ত্রিরদের হস্তে অপর্ণ ছিল অতএব রাজ্য শাসন রাজস্ব গ্ৰহণাদি তাবৎ কার্য মন্ত্রিরাই করেন এই রাজার দুই পুত্র আছেন জ্যেষ্ঠের বয়ঃক্রম ৩০ বৎসর হইবে – ভাস্কর । [ ইংলিশম্যান । (৩১ আগষ্ট ১৮৩৯ ৷ ১৬ ভাদ্র ১২৪৬ ) •••মহারাজ হরেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর......শ্ৰীশ্ৰীy কাশী ক্ষেত্রে বিরাজ করিয়া বর্তমান বর্ষের ১৬ জ্যৈষ্ঠ দিব। দেড় প্রহর সময়ে উনষষ্ঠিবর্ষ সাৰ্দ্ধ ত্রিমাস বয়ঃক্রমে মহাম্মশালে ঐ ঐশ্বরসদনে যোগাসনে সজ্ঞানে অনিত্য দেহত্যাগ করিয়া সৰ্ব্বশক্তিধর ঐইপরমেশ্বরে সংলীন ইষ্টয়াছেন। •• প্রধান রাজনুন্ন মহাবল পরাক্রান্ত সৰ্ব্বরাজলক্ষণে স্বলক্ষিত যুবরাজ বাহাদুর রাজস্থ সৰ্ব্বসাধারণের আকুঞ্চনে শুভক্ষণে রাজ্যাভিষিক্ত হইয়৷ শ্ৰীশ্ৰীমহারাজা শিবেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর উপাধিতে প্রখ্যাত হইয়াছেন ।...শ্ৰীআনন্দচন্দ্র ঘোষন্ত । কোচবিহার নিবাসিনঃ ॥ ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায় —গত সপ্তাহে আমরা প্রকাশ করিয়াছিলাম যে উক্ত মহা মহামুভব যুব ব্যক্তি ভারতবর্গ ও ইঙ্গলগুদেশের মধ্যে বাষ্পীয় জাহাজ স্থাপন বিষয়ে স্বদেশীয় লোকেরদিগকে প্ৰবৰ্ত্ত করণার্থ মহাদ্যোগ করিয়াছিলেন এইক্ষণে অবগত হওয়া গেল যে তাহার চতুদিগে যে সকল অজ্ঞ ব্রাহ্মণের আছেন তাহার কহেন যে কুমার লিবরাল হইয়াছেন এবং স্বধৰ্ম্ম বিষয়ে ইনানুরাগ হইয়াছেন অতএব তিনি এইক্ষণে এই আরোপিত দোষ পগুনার্থ প্ৰায়শ্চিত্ত স্বরূপ কলিকাতায় আগমন পূর্বক প্রক্ষেত্রে যাত্ৰা করিবেন। ( ১৬ নভেম্বর ১৮৩৯ ৷ ২ অগ্রহায়ণ ১২৪৬ ) ইশতেহার।—ইহার দ্বারা বিজ্ঞপ্ত করা যাইতেছে যে নিয়ের স্বাক্ষরকারিগণ আপনারদিগের পূর্বের প্রচলিত মোহর হইতে অব্যবস্থিত রূপে বঞ্চিত হইয়া নূতন মোহর আণনারদিগের নামে বাঙ্গলা সন ১২৪৬ সালের মাহ কার্কিকে প্রস্তুত করিলেন অদ্যাবধি সমুদয় রলিদ এবং অন্যান্য নিদর্শন পত্রী উক্ত নূতন মোহরের দ্বারা মুদ্রাঙ্কিত হুইবেক । -