পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে সেকালের কথা سDab\ নগদে ৫০ পঞ্চাশ টাকা মধ্যম ও তমুন ২৫৷২০১৫ পর্যাপ্ত দেওয়া গিয়াছে। উপস্থিত ও অঞ্চ’ পত্রে ব্যক্তিবিশেষে ৭৬৫৪ টাকার নূ্যন নাই। টিকিটের বিদায় এক টাকা শেষ রাঘব ॥• কাঙ্গালিরদের • চারি আনা । পরন্তু ব্রাহ্মণ ভোজনের বিষয় কি লিখিব যে স্থলে কাঙ্গালি নানাবিধ মিষ্টায় খাইতে পায় সে স্থলে ব্রাহ্মণ সকল কি প্রকার উপাদেয় দ্রব্য ভোজন করিয়াছেন তাহা বিবেচনা করিবেন কিন্তু পাচ সহস্র ব্রাহ্মণ একত্র বসিয়া ভোজন করিতে আমি কখন দেখি নাই। স্তংপর দিবস অন্নভোজনেও চারি সহস্ৰ লোক একত্র ভোজন করিলেন ইহা ভিন্ন শূদ্রাদিও পাঁচ হাজারের নূন নহে এক্ষণে এইপৰ্য্যন্ত লিখিলাম পশ্চাৎ জ্ঞাতি কুটুম্ব বিদায়ের বিষয় লিখিবার আবশ্বক বুঝিতে পারি লিখিন্থ পাঠাইব । মহাশয় ইহাতে যদি কোন বিষয়ে সন্দিগ্ধ হন তবে উক্ত বাবুদিগকে জিজ্ঞাসা করিলেই সন্দেহ ভঞ্জন হইবেক নিবেদন ইতি ৭ মাঘ ১২৩৯ সাল । কস্যচিৎ দর্শকস্ত । —চঞ্জিকা । ( ৯ মার্চ ১৮৩৯ । ২৭ ফাল্গুন ১২৪৫ ) শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের পিতামহীর শ্রদ্ধ —আমরা অবগত হইলাম যে অদ্য পূৰ্ব্বাহ্নে শ্ৰীলশ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের পিতামহী মহারাণীর শ্রাদ্ধ সমারোহপূর্বক শোভাবাজীরস্থ নৃপনিকেতনে মহারাজ এবং তদভ্ৰাতৃবর্গ কর্তৃক হুইয়াছিল তদুপলক্ষে ব্রাহ্মণ পণ্ডিতসমূহ ও হিন্দুবংশু ভদ্রলোক ও মহাজনগণ এবং নানা রাজ্যের উক্তিকারচয় অর্থাৎ নেপালের ও ধোধপুরের ও জয়পুরের এবঞ্চ নাগপুরের মহারাজদিগের প্রতিনিধি প্রভৃতি সমাগমন করেন । বহুমূল্য দানাদি প্রস্তুত ভূরি২ স্বর্ণ ও রৌপ্য বিনিৰ্ম্মিত থাল ও ঘড়া ও আতরদান ও ফুলদান ও ছত্র ও আড়ানী ও চামর ও পর্যাঙ্ক ও স্ববর্ণশোভিত মছলন্দ ও হস্তী ও অশ্বৰম্ব যোজিত শকট ও আরোহণাৰ্ছ ঘোটক ও পান্ধী ও বজরা ইত্যাদি তম্ভিল্ল পিত্তল নিৰ্ম্মিত কলসী ও গাডু ও খালা দুই স্তুপাকারে বিন্যস্ত ছিল এই সকল সামগ্ৰী কেবল ব্রাহ্মণদিগকে প্রদত্ত হয়। কুরিয়র ২২ ফেব্রুআরি। ( ৯ মার্চ ১৮৩৯ । ২৭ ফাল্গুন ১২৪৫ ) কাঙ্গালী বিদায়।—আমরা অবগত হইলাম যে অদ্য প্রাতে শ্ৰীলশ্ৰযুক্ত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের স্বগীয়া পিতামহী মহারাণীর প্রাদ্ধ উপলক্ষে প্রায় পোনের হাজার কাঙ্গালী একত্রিত হয় ইহার প্রত্যেকে চারি আনা করিয়া প্রাপ্ত হয় এবং কেহ বঞ্চিত অথবা প্রাণে পীড়িত হয় নাই যদিও অনেক জনতা হইয়াছিল । এভৎ কার্ষে ৩৪ দিবস গ্রামস্থ কাঙ্গালী আইসে নাই কারণ আমারদিগের অনুভব হয় ষে পূৰ্ব্বে প্রধান শ্রাদ্ধ কালীন তাহার শারীরিক অনেক কষ্ট পাইয়াছে ।