পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Oly'o মংবাদ গুগত্রে লেৰকালের কথা কতক মহাশয়েরদের এক দরখাস্ত ঐযুত বাদশাহের এক প্রধান মন্ত্রী মারকুইন লান্সভৌন কুলীনেরদের সভায় দরপেশ করেন । তিনি কহিলেন যে বর্তমান গবর্নর জেনাল অতিশয় কঠিন ও নির্দয় সতীর ব্যবহার নিবারণার্থ এক আইন করিয়া বিধবাগণের আত্মঘাত নিবারণার্থ পোলীসের সাহেবেরদিগকে ক্ষমতা প্রদান করিয়াছেন। ঐ রীতি এতদ্রুপে রহিত ইষ্টলে কতক হিন্দু একত্র হইয়া বাদশাহের মন্ত্রিরদের সভাম্ব এক দরখাস্ত দরপেশ করেন তাঁহাতে লেখেন ধে এতদ্রুপ কৰ্ম্মে হস্তক্ষেপ করা অত্যমুচিত অতএব আপনার যথার্থ আচার করিঙ্ক রাজমন্ত্রির সভাতে আমারদের কৌন্সেলি সাহেবেরদের তদ্বিষয়ক সওয়াল জওয়াব শ্রবণ করুন। পরে ঐ রাজমন্ত্ৰী কছিলেন যে ঐ প্রার্থনাকরিরদের অথবা তাহারদের কৰ্ম্মনিৰ্ব্বাহকেরদের কৌন্সেলের দ্বারা সওয়াল জওয়াব করিতে যদি নিতান্ত বাপনা থাকে তবে রাজমন্ত্রির সভ্যেরদের তাহারদের প্রার্থনোক্তি নিদানে শুনিতে হইবে । অপর কহিলেন যে এই দরখাস্ত এতদ্দেশে পহুছনের পর ভারতবর্ষের অতিবিজ্ঞ মান্ত বিচক্ষণ ব্রাহ্মণ অর্থাৎ বাবু রামমোহন রায় এইক্ষণে এতদ্দেশে আছেন তাহার সঙ্গে আমার এতদ্বিষয়ক কথোপকথন অনেক হইয়াছে ঐ মহাঙ্গভব মহাশয় আমাকে কহিয়াছেন যে সতীপক্ষীয় আরঙ্গী রাজমন্ত্রির সভায় দরপেশ না হইয়া কুলীনেরদের সভায় হইবে এমত অনুমান ছিল অতএব তদনুমানে অনেক বিজ্ঞ পারদশি ব্রাহ্মণের কুলীনেরদের সভায় এক দরখাস্ত প্রেরণ করিতে নিশ্চয় করিয়াছেন দরখাস্তে লেখেন যে গবর্নর জেনরলের সতীনিবারণ আইনেতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। উক্ত ব্যবহারের মূলবিষয়ক অত্যস্তানুসন্ধানপুৰ্ব্বক বিবেচনাকরাতে আমারদের এই বোধ হইয়াছে যে তাহ হিন্দু ধৰ্ম্মমূলক নহে কিন্তু রাজারদের ঈর্ষামূলকমাত্র তাহারা কেবল স্বার্থপর হইয়। ঐ ব্যবহার স্থাপন করেন। অতিগুরুতর মম্বর ব্যবস্থায় ব্রহ্মচর্ধ্যরূপে কালক্ষেপণ করিতে বিধবার প্রতি আজ্ঞা আছে এবং মনুসংহিতার কোনস্থানেই পতিমরণানন্তর পত্নীর আত্মঘাতের আজ্ঞা নাই। পরে ঐ রাজমন্ত্রি কহিলেন যে কুলীন মহাশয়েরা এইক্ষণেই অবগত হইবেন যে তৎপ্রকার উক্তি অর্থাৎ সতীপক্ষীয় যে উক্তি রাজমন্ত্রির সভায় নিবেদিত হইয়াছে তাহাতে ব্রাহ্মণেরদের অমুমতি নাই অতএব সতীবিরুদ্ধ বিষয়ক এই প্রার্থনা যেমত গুরুতর তদনুসারে আপনার কার্য্য করিবেন। ( ১০ নভেম্বর ১৮৩২ ৷৷ ২৬ কাৰ্ত্তিক ১২৩৯ ) স্ত্রীদাহ নিষেধবিষয়ক বিজ্ঞাপন —শ্ৰীলক্রযুক্ত ইঙ্গলওদোধিপতি গত জুলাই মাসের একাদশ দিবস বুধবারে প্রবি কৌন্সেলে হিন্দুরদের স্ত্রীদাহুবিষম্বে ভারতবর্ষের গবর্ণমেণ্টের ১৮২৯ সালের ৪ দিসেম্বরের আজ্ঞা গ্রাহ্য করিয়াছেন এবং এদেশের কএক জন হিন্দু যে পুনরায় স্ত্রীদাহ হয় এজন্য আবেদন লিপি প্রেরণ করিয়াছিলেন তা গ্রাহ করেন নাই এজন্য স্ত্রীদাহ নিবারণের অস্থরাগিরা ঐলঐযুতের উপকার স্বীকারের কি কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য বিবেচনাজষ্ঠ ভবিষ্যৎ শনিবার ২৬ কাৰ্ত্তিক ১০ নবেম্বর দুই প্রহর ছয় ঘণ্টা দিবার সময়ে যোড়াস"কোর ব্রাহ্মাসমাজ গৃহে একত্র হইবেন অতএব এই আছানলিপি প্রকাশে জানাইতেছি যে ধাহার স্ত্রীদাহ