পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|లివెB মংবাদ শত্রে মেকালের কথা সম্পাদক কৰ্ম্ম সম্পন্ন করিবেন। পরন্তু সমাজের নিয়মপত্র বিশেষরূপে প্রস্তুত হয় মাই কেবল স্কুলবিবরণদ্বারা এ পর্যন্ত কৰ্ম্ম হইয়াছে এক্ষণে নিম্নমপত্র প্রস্তুত কর। আবশ্বক বিৰায় ঐধুত বাৰু রাধাকান্ত দেব ও শ্ৰীযুত বাৰু রামকমল সেন ও ঐযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাপ্যায়ের প্রতি ভারাপণ হইল তাহারা ভারগ্রহণপূর্বক কহিলেন শীঘ্র প্রস্তু ঔ করিয়া সমাজে অপর্ণ করিবেন অধ্যক্ষগণের বিবেচনাসিদ্ধ হইলে মুদ্রিত হইয় প্রকাশ পাইবেক । ইত্যাদি কৰ্ম্ম সমাপনস্তে শ্ৰীযুত বাৰু রামকমল সেন উঠিয়া সমাজকে সম্বোধনপূর্বক কহিলেন ধৰ্ম্মসভাস্থাপনে এক সমাজের প্রধান কৰ্ম্ম সতীর আরজী বিলাত প্রেরণে তাবৎ অধ্যক্ষগণের সমান মনোযোগ আছে তথাপি আমারদিগের উচিত হয় ঐযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিশেয মনোযোগ স্বীকারপূর্বক ইহাকে ধন্যবাদ করি যেহেতুক ইষ্টার পরিশ্রম ও আপন ক্ষতি স্বীকার যে প্রকার করিয়াছেন যদ্যপিও অনেকে তাহা জ্ঞাত আছেন কিন্তু আমি বিশেষ জানি এইহেতুক সকলকে তাহ জ্ঞাত করাই । পরে বন্দ্যোপাধ্যায়ের শ্রমের ও ক্ষতি ও বিবেচনা ও ক্ষমতা বিষয়ের বিশেষ বর্ণন করিলেন তাহা শ্রবণে সভাস্থ সকলেঙ্গ এতাবং যথার্থ কহিয়। ধন্যবাদ করিলেন । বন্দ্যোপাধ্যায় সমাজের নিকট বাধিত ও উপক্লন্ত হইয়া কহিলেন আমি এতাবৎ ধন্যবাদের পাত্র হইতে পারি না। ধন্যপি অন্য অন্য অধ্যক্ষাপেক্ষায় অধিক পরিশ্রমাদি করিয়া থাকি তাহা ধন্যবাদের প্রতি কারণ নহে। যেহেতুক অবহু উপাস্ত যে সন্ধাবন্দনাদি তাহা যে করিবেক তাহাকে কি ধন্যবাদ করিতে হয় । ইহাতে ত্রযুত বাৰু রাধাকাস্ত দেব ও ঐযুত বাবু উমানন্দন ঠাকুর কহিলেন এ কথায় তোমার সৌজন্য প্রকাশ হইতেছে। কিন্তু কালসহকারে কৰ্ত্তব্য কৰ্ম্ম করিলেও তাহাকে ধন্যবাদ করিতে হয়। পরস্তু ঐযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের অভিপ্রায় যে বন্দ্যোপাধ্যায়কে অদ্য সভায় ধন্যবাদ করা গেল কিন্তু আমারদিগের উচিত ইহঁার প্রশংসাপত্র লিথিয় তাহাতে তাবতে স্বাক্ষর কfরস্থা প্রকাশ করা যায় এবং ধৰ্ম্মসভার বাটা প্রস্তুত হইলে ইহার প্রতিমূৰ্ত্তি তথায় স্থাপন করা যায়। পরস্থ যুক্ত বাবু BSBB BBBBB BBB BBBB BBBB CSuBK KKBB BBB BBBBB BBB নছেন যেহেতুক ইহার আপন রুতপত্রে আপন প্রশংসা প্রকাশ করা অনুচিত অতএব আমার মত গবৰ্ণমেণ্ট গেজেট কিম্ব সমাচার দর্পণে প্রকাশ হইলে ভাল হয় তাহাতে সমাজের মত হইল আমারদিগের অভিপ্রায়মতে চন্দ্রিকায় প্রকাশ হঠজেছ ইহাতে দোষাভাব । অপর চন্দ্রিকাহইতে দর্পণদ্বারা তাবৎ কাগজে প্রকাশ পাইতে পাব্লিবেক । পরন্তু শ্ৰীযুত বাবু রামকমল সেন পুনৰ্ব্বার উখান করিম শ্ৰীযুত বাবু তারিণী চরণ মিত্রর অনেক প্রশংসা করিলেন বিশেষতঃ সভার পক্ষীয় জারজী হিন্দী ও বাঙ্গলা ভাষায় এবং ব্যবস্থাপত্র অত্যুত্তমরূপে তরজমা করিয়াছেন এতদ্বিযমে ইহার ক্ষমতা ও বিজ্ঞতা ও পরিশ্রম বিশেষ প্রকাশ হইয়াছে। মিত্র বাবু এ প্রকার পরিশ্রম না করিলে ইঙ্গরেজী আরজীর অথ ভবিতের বোধগম্য হইত মা ইত্যাদি । অতএব ইহাকে ধন্তবাদ করা ধাউক সঙাস্ত সমস্তই কহিলেন অবগু কৰ্ত্তব্য ।