পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o সংবাদ পত্রে সেকালের কথা (مN ( ৮ জুলাই ১৮২৬ I ২৫ আষাঢ় ১২৩৩ ) নাম পরীবৰ্ত্তন।—সকলে বিদিত আছেন যে কলম্বিয়ন প্রেষ গেজেটনামক ইংরাজী সমাচারপত্র প্রায় ঐ নামে এক বৎসরপর্য্যস্ত প্রকাশিত হইয়াছিল সংপ্রতি ২ জুলাই রবিবার অবধি তৎসম্পাদক ঐ কাগজের বেঙ্গাল ক্রোনিকল নাম দিয়া প্রকাশ করিয়াছেন আর নিয়ম করিয়াছেন যে মঙ্গল শুক্র ও রবি এই তিন বারে প্রকাশ করিয়াছেন। ( ৮ মার্চ ১৮২৮ I ২৬ ফাল্গুন ১২৩s ) তিমিরনাশকযন্ত্রদাহ।—আমরা মহাখেদান্বিত হইয় প্রকাশ করিতেছি যে গত শুক্রবার তিমিরনাশক পত্র প্রকাশ হয় নাই কিন্তু প্রকাশ না হওনের কারণ একখানি ক্ষু পত্র তৎপ্রকাশক অন্ত মুদ্রাঘন্ত্রের দ্বারা মুদ্রাঙ্কিত করাষ্টয় প্রকাশ করিয়াছেন তাহাই পাঠে জ্ঞাত হইলাম যে তিমিরনাশক যন্ত্রালয়ে অগ্নি লাগিয়া সেই আলয় এবং যন্ত্রাদি তাবৎ দগ্ধ হইয়াছে। বিবিধ |s ( ২৫ আগষ্ট ১৮২৭ ৷ ১০ ভাদ্র ১২৩৯ } বাঙ্গালায় ছাপাখানার স্বাধীনভাবিষয়ে।—বিলাতে ইণ্ডিয়া হোসে শ্ৰীযুত কর্ণেল ইষ্টানহোপ সাহেব বাঙ্গালায় ফ্রি প্রেস অর্থাৎ ছাপাখানার স্বাধীনতা স্থাপন করুণাখে প্রস্তাব করিয়াছিলেন তাহাতে অনেকের মত হক্টল না এতন্মাত্র প্রকাশ হইয়াছে। সং চং .৩ ফেব্রুয়ারি ১৮৩০ । ৩ ফাল্গুন ২৩: ) টিপুৰ্বলতানের পুস্তক সংগ্রহ - এতদেশীয় ভাষায় যে অতুংকুষ্ট পুস্তকসমূহ হয়রালিকতৃক সংগ্রহ আরম্ভ হইয়া টিপুমুলতানকতৃক যাঙ্গ সমাপ্ত হইয়াছিল সংপ্ৰতি লণ্ডন নগরে কোম্পানি বাহাদুরের পুস্তকালয়ে তাহা অর্পিত ইষ্টয়াছে। সেই পুস্তক প্রাম সকলি আরবী ভাষায় রচিত তন্মধ্যে অতি সুশোভিত জিলদ করা এবং প্রত্যেক পত্র স্বর্ণ বিভূষিত কোরাণের কএক নক্স আছে। টিপু সুলতান যে কোরাণ পা করিতেন তাঙ্গ অতি ক্ষুদ্র এবং শুশোভাইনি কিন্তু তাহার অক্ষর অতি পাক। ঐ পুস্তকসমূহের মধ্যে হিন্দুরদের প্রাচীন ভাষায় লিখিত অনেক বহু মূল্য গ্রন্থ আছে ।