পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मुख्छ। ՆԳ দেওয়াতে ঐ ব্যাঙ্কে তাহার পরিবর্তে এক নূতন এষ্টি মনোনীতকরণার্থে আগামি ১ অক্তোবর তারিখে এক বৈঠক হইবেক ॥... ( >> cय :४२१ । १ 8छाछे ५२७8 ) মিঃ ডেবিডসন কোম্পানি সাহেবানের গত কুঠার উপত্ত্ব পাওনাওয়ালারদিগের প্রতি হবাদ । এই ইশতেহার দ্বার সংবাদ দেওয়া যাইতেছে যে কলিকাতার শহরস্থ মিঃ ডেবিডসন কোম্পানি সাহেবানের মহাজনেরদিগের মধ্যে র্যাহারা আপন২ দাবির হিসাব ঐ সাহেবানের ভ্রষ্টীদিগের নিকট রেজেক্টরি করাইয়াছেন সেই সকল মহাজন তঁাগরদিগের দাবির অন্দরে ফি টাকায় চারি আনার হিসাবে ডেবিডেন্ট অর্থাৎ অংশ আগামি ১ জায় আরি সন ১৮২৮ সাল অথবা ঐ তারিখের পর মোং কলিকাতার রাণীমুদির গলিতে মিঃ ক্রুটেনডেন মেকিলপ কোম্পানি সাহেবানের আফিসে একটিং ক্ৰষ্টি জেমস মেং জিমিস কলন সাহেবের নিকট পাঠবেন । তারিখ ২৩ এপ্রিল। কলিকাতা । ১৮২৭ সাল । এ কালবিন । জে কালেন । ই ট্রাটর । রামচন্দ্র দাস । রসময় দত্ত । জান মেকেঞ্চি । কে আর মেকেঞ্জি । ডবলিউ এস বএড় । জান লো । মিসিউঅস" ডেবিড়লন এও কোম্পানির গত ফারমের ভ্রষ্টীৱ । ( ৩ জাগুয়ারি ১৮২৪ ৷ ২ ও পৌষ ১২৩• ) সঞ্চয় ভাণ্ডার –সংপ্রতি শুনা গেল যে শহর কলিকাতার বড়বাজার নিবাসি প্রযুত গদাধর গেট ও রূপনারায়ণ বসাক ও বিজয়কৃষ্ণ সেট ও ভুবনমোহন বসাক ইহার ঐক্য হইয়া সঞ্চয় ভাণ্ডার নামক এক কৰ্ম্মারম্ভ করিয়াছেন তাহার স্থল বিবরণ এই ৷ এই সঞ্চয় ভাণ্ডারের ৬৪ অংশ इंडेश% ঐ অংশের টাকার মৃদহইতে কোম্পানির লাটরির টিকিট ক্রয় হইবেক তাহাতে যে প্রাইজ পাওয়া যাইবেক তাহা চৌষটি অংশে বিভাগ হইয়া তাৰং আংশিরা পাইবেন ইহার বিশেষ ঐ ভাণ্ডারের নিমিত্ত যে আম্বিন প্রস্তুত করিয়াছেন তাহ পাঠ করিলেই জানা যাইতে পারে।