পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মেকালেৰ কথা مو؟وئ\ ( ৭ জানুয়ারি ১৮৩৭ । ২৫ পৌষ ১২৪৩ ) নূতন পাঠশালা –কিয়ংকাল হইল শ্ৰীযুত বাবু তারকনাথ সেন স্থখচর গ্রামে এক পাঠশালা স্থাপন করিয়াছেন এইক্ষণে জ্ঞাত হওয়া গেল ঐ বিদ্যালয়ের ছাত্রেরদের পরীক্ষা দর্শনেতে তাবৎ দশকের পরমসন্তোষ জ্ঞাপন করিয়াছেন –পূর্ণচন্দ্রোদয় । ( ১ এপ্রিল ১৮৩৭ । ২০ চৈত্র ১২৪৩ ) আমরা আহলাদপূৰ্ব্বক জ্ঞাত করিতেছি শ্ৰীশ্ৰীযুত লার্ড অকলণ্ড সাহেব নিজ ব্যয়ে চাণকে এক বিদ্যালয় স্থাপন করিয়াছেন কোম্পানি বাহাদুরের চাণকের বাগানের মধ্যে ঐ বিদ্যাগার নিৰ্ম্মাণেতে ৩৫০০ টাকা ব্যয় হইয়াছে এবং শ্ৰীযুত বাবু রসিকলাল সেন, যিনি মেদিনীপুরের বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি এই বিদ্যালয়ের অধ্যাপক হইয়াছেন বৰ্ত্তমান মাসের ৬ তারিখে ৩০ জন বালক নিয়া বিদ্যালয়ের কার্য্যারম্ভ হয় পরে গত সোমবারে আরো বিংশতি বালক ভৰ্ত্তি হইয়াছেন এবং কথিত আছে চাণকের নিকট গ্রামবাসি বালকেরাই তথায় পাঠ করিবেন আরো আহলাদের বিষয় এই যে শ্ৰীযুতের বিদ্যালয়ে বালক গ্রহণে জাতিভেদ করা হইবেক না এবং কাগজ কলম পুস্তকাদি সমস্তই শ্ৰীযুত লার্ড সাহেব ছাত্রগণকে দিবেন আর যে সকল বালকেরা নীচের শ্রেণীর বালকদিগকে শিক্ষা দিতে যোগ্য হইবেন তাহার প্রতিমাসে বেতন স্বরূপ কিঞ্চিৎ২ পাইবেন ইহাতে এই উপকার হইবে যে বেতনের আশাতে বালকের বিশেষতঃ গরীব লোকের সন্তানেরা উৎসাহপূর্বক বিদ্যাভ্যাস করিবে শ্ৰীলশ্ৰীযুত লার্ড সাহেব আরো কহিয়াছেন এই বিদ্যালয়ের সৰ্ব্বোৎকৃষ্ট ছাত্রগণকে মেডিকেল কলেজে অথবা হিন্দুকলেজে শিক্ষার্থ বলিয়া দিবেন. – জ্ঞানান্বেষণ ( ২৯ জুন ১৮৩৯ | ১৬ আষাঢ় ১২৪৬ ) বরাহনগরে ইঙ্গলন্তীয় পাঠশালা স্থাপনের অনুক্ৰমণিকা –কিয়ংকাল হইল সম্বাদ পত্রে এমত প্রকাশ হইয়াছিল যে বরাহনগরস্থ কতিপয় ধনি জমীদারেরা দেশীয় লোকেরদের বিদ্যাধ্যাপন ব্যাপার অত্যাবশ্যক বোধ করিয়া ঐ অঞ্চলস্থ অতিদরিদ্র স্বদেশীয় লোকেরদের বালকেরদিগকে ইউরোপীয় জ্ঞান ও বিদ্যার উপকার প্রদানার্থ এক পাঠশালা স্থাপনজন্য স্থির করিলেন এইক্ষণে আমরা পরমহলাদ পূর্বক জ্ঞাপন করিতেছি ষে ঐ বিদ্যালয় ছয় সপ্তাহাবধি স্থাপিত হইয়াছে। তাহাতে ১৫০ বালক তিনজন শিক্ষকের অধীনে শিক্ষার্থে নিযুক্ত হইয়াছে। ঐ বিদ্যালয়ের প্রধান প্রতিপোষকের মধ্যে শ্ৰীযুত বাবু রামরত্ব রায় ও শ্ৰীযুত কালীনাথ রায় ও শ্ৰীযুত বাবু প্রাণনাথ চৌধুরীরদের নাম দৃষ্ট হইতেছে এবং যদ্যপি ইহঁারদের তুল্য পদবী ও ধনি অন্যান্ত মান্ত মহাশয়েরা তাহার সাহায্য করেন