পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 4`ළු বাজার ছিল সেই ২ স্থানে পাঠশালা থাকিল পাদরি সাহেব বালকদিগকে পারিতোষিক পয়সা দিতেন ইহাতেই মুসলমান ও হিন্দু চাষাভূষা লোকের ছেল্যেরা যাবৎ পয়সা পাইত তাবৎকাল পাঠশালায় যাইত বিশিষ্টলোকের সন্তান যে কেহ গিয়াছে এমত শুনা যায় নাই এবং বোধ গম্যও হয় না । সরকারহইতে যে ছয় শত টাকা প্রতি মাসে বাহির হয় তাহার প্রায় অৰ্দ্ধেক পাদরি সাহেবের নিজের বেতন এবং তাহার পাস্কি ও বজরা ভাড়াতেই যাইত অবশিষ্ট অৰ্দ্ধেক বিংশত্যধিক পাঠশালায় ব্যয় হয় । পাদরি মে সাহেবের পরে পাং পীয়সন সাহেব ঐ কৰ্ম্মে ছিলেন এক্ষণে পাং হিস [ Higgs ] সাহেব তাহাতে আছেন এই প্রকারে আঠার বৎসর গত হইল ইহাতে ঐ পাঠশালায় প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা সরকারের ব্যয় হইয়াছে। অপর পাদরি সাহেবদিগের মঙ্গল সমাচার প্রচার করা এবং কেতাব করা কৰ্ম্মসত্ত্বেও মধ্যে২ পাঠশালা দেখিতে যাইতেন পরস্তু গুরুমহাশয় যাহারা ছিল তাহারা এ পাদরি সাহেবের নিজের লোকের আত্মীয় এজন্য তাহারা পাদরি সাহেবের দওরা করিতে যাইবার পূৰ্ব্বেই সমাচার পাইত তৎকালে কতকগুলিন বালক জড় করিয়া রাথিত মাত্র । ইহাতেই তাবতে স্পষ্ট বুঝিতে পারিবেন ঐ পাঠশালাবিষয়ে নিযুক্ত ব্যক্তিব্যতীত আর কাহার কি উপকার হইয়াছে বা হইতে পারে । পরন্তু তালপাত কলাপাত ইত্যাদি লেখা পড় পূৰ্ব্বে যে প্রকার হইত ঐ পাঠশালায়ও সেই প্রকার হইয়াছে পূৰ্ব্বাপেক্ষ অধিক বিদ্যা কাহার দেখা যায় নাই অধিকন্তু এই কেবল কতকগুলি মুটে মজুর পোদ বাগ দীর ছেল্যেরা পাদরি সাহেবের প্রসাদাৎ দোয়াইৎ কলম স্পর্শ করিয়াছে মাত্র বিষয়কৰ্ম্মকরণোপযুক্ত লেখা পড়া শিক্ষণ হয় নাই এবং লেখাপড়। করিয়াছিল এই অভিমানে ও অনভ্যাস বশে মজুরী বা রাখালী করে না এই প্রকার অনেকের দুইকুল গিয়াছে । গবর্ণমেণ্ট বিশিষ্ট সস্তান মধ্যে যাহারা অর্থ ব্যয় করিয়া পড়িতে পারে না এমত লোকের নিমিত্ত খয়রাতি পাঠশালা করিয়াছেন ও করিতেছেন ইহারদিগের বিদ্যা মহুষ্যত্ব ন হইলে সাধারণ বা ক্ষুদ্র লোকের বিদ্যাপ্রদানে অর্থ ব্যয় ও পরিশ্রম জলে নিক্ষেপ করা হয় মাত্র । এতদ্দেশে বিদ্যাভ্যাসাদি মঙ্গলজনক বিষয়ে এতদ্দেশীয় লোক বিশেষ মনোযোগ না করিলে রাজদ্বারা কিপ্রকারে তাবৎ নিৰ্ব্বাহ হইবেক । এক্ষণে শুনিতেছি হুগলিতে একটা বড় পাঠশালা হইতেছে বোধ হয় ইহাতেই পাদরি সাহেবের পাঠশালার কিচির মিচির রহিত হইবেক কারণ তাহাতে বিশেষ উপকার নাই কেননা তাদৃশ লেখা পড়া পূৰ্ব্বে হইত এক্ষণেও বিনা রাজার সহকারে হইতে পারে যদি স্কুলবুক সোসাইট পাঠশালার পাঠ্য গ্রন্থ দেন তবে মফঃসলের তালপাত ও কলাপাত লেখা পড়া চলিবেক এক্ষণে ষেপ্রকার লেখা To o