পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ8 মংবাদ শত্রে সৈনকালের কথা পড়া হইতেছে জ্ঞান হয় এমত বিদ্যাদান অনাবশ্যক এই বিবেচনাবিধায় ঐ পাঠশালা কোন মিসিনরি সাহেবকে দিবেন । ইহাতে টাকা বাচান কিম্বা লোকের ক্লেশ হয় এমত অভিপ্রায় রাজার হইতে পারে না । কস্যচিৎ চুচূড়ানিবাসিনঃ —সং চং । ( ১৩ ফেব্রুয়ারি ১৮৩৬ । ২ ফাল্গুন ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু —.আমারদিগের মানস এই ষে চুচুড়ার ফ্রি স্কলের বিদ্যাভ্যাসের কিঞ্চিল্লিপি সামুকুলপূৰ্ব্বক আপনকার দর্পণপ্রকাশক যন্ত্রে মুদ্রাঙ্কিত করিয়া প্রকাশ করিলেই মহাশয়ের দপৰ্ণপাঠক মহাশয়ের । আহলাদসাগরে মগ্ন হইতে পারেন । কারণ আমারদিগের এই স্থানে বহুকালাবধি বাসপ্রযুক্ত আমরা উক্ত পাঠশালার পূর্বের এবং এইক্ষণের সমুদয় বিষয় জ্ঞাত আছি কেন না পূর্বের ছাত্রগণ যে সকল গ্রন্থ পাঠ করিত সে কেবল বিহুঙ্গের ন্যায় কারণ তাহারদিগকে ভদ্র স্থানে প্রশ্ন করিলে তাহার কোন অংশে 'ತಣ್ಣ প্রত্যুত্তর করিতে পারিত না কিন্তু এইক্ষণে পূজনীয় শ্ৰীযুক্ত মণ্ডী সাহেবের অধিক যত্নপ্রযুক্ত এবং উপদেশ কর্তা শ্ৰীযুক্ত ডিক্রুশ সাহেবের অতিশয় পরিশ্রমের দ্বার ছাত্রগণ যে সকল গ্রন্থ BBBB BBBB BBBBB DBBBB BBBB BBBB BBBBB BBB BB BBBBB BBB BBBB BBBB BB BBBBBBB BBBBB BBB BBS BBBB BBBBB BBBS প্রশংসিত হইয়াছেন। অতএব উক্ত পাঠশালার বালক সকল যদ্যপি মনোযোগপূৰ্ব্বক জ্ঞানোপার্জনে মনোপণ করিয়া বিদ্যাধ্যয়ন করেন তবে অনায়াসে সুশিক্ষিত ও জ্ঞানী হইতে পারেন । আর দপণপ্রকাশক মহাশয় আমরা অতিশয় খেদান্বিত হই কারণ উক্ত ছাত্রালয়ে এক উপদেশকৰ্ত্ত নিযুক্ত থাকিয়া প্রায় ষষ্টিতম বালককে উপদেশ দেন কিন্তু যদ্যপি অনুগ্রহপূৰ্ব্বক কোম্পানি বাহাদুর এই বিদ্যালয়ে আর কিঞ্চিদৰ্থ ব্যয় করিয়া অন্য এক জন শিক্ষক নিযুক্ত করেন তবে পূৰ্ব্বোক্ত মাষ্টর ডিকুশ আরো অত্যুত্তমরূপে নানাপ্রকার জ্ঞানোপদেশ অধিকরূপে অভ্যাস করাইতে পারেন কারণ আমরা শ্ৰুত আছি যে মাষ্টর ডিকুশ মহাশয়ের অত্যন্ত যত্ন যে হিন্দুলোকসকলের ইঙ্গরেজী বিদ্যাভ্যাস নিমিত্ত তিনি এক নিয়ম সপ্তাহের মধ্যে জুই দিবস সায়ংসময়ে অল্পগ্রহপূর্বক স্থির করিয়াছেন তদ্বারা পাঠশালার ছাত্রগণ এবং অন্যান্য ব্যক্তি যাহারা কোন ছাত্রালয়ের ছাত্র নহেন তাহারা আসিয়া দুই তিন ঘণ্টা থাকিয়া অনেক প্রকার বিদ্যাভ্যাস করিয়া থাকেন ইহাতে মাষ্ট্রর মহাশষের লাভালাভ নাই কেবল উপকারার্থে। করিয়াছেন মাত্র ইতি নিবেদন । সন ১২৪২ সাল তারিখ ২৩ মাঘ । { ৯ জুলাই ১৮৩৬ । ২৭ আষাঢ় ১২৪৩ ) হুগলির পাঠশালা —শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু। আপনকার গত ২ তারিখের দর্পণ পাঠ করিয়া এই বিষয় আশ্চৰ্য্য বোধ হইল যে জ্ঞানান্বেষণ সম্পাদক মহাশয় হুগলিতে বহুকালাবধি শ্ৰীযুক্ত স্মিথ সাহেবকর্তৃক যে এক বিদ্যালয় স্থাপিত হইয়াছে ইহা জ্ঞাত নহেন, ।