পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भिंक Գ:» খরচেতে কোম্পানির রাস্তার পূর্ব দিগে স্থাপিত হইয়াছে। অপর শ্রযুত জজ এডার্ড মলিন্স সাহেব ঐ পাঠশালার বালকেরদের শিক্ষক হইয়। বৎসরে দুইবার বালকেরদের পরীক্ষার্থ স্থির করিয়াছেন... । কেষাঞ্চিদপণগ্রাহিণাং বিদ্যালয়সহকারিণাঞ্চ । শাস্তিপুর ১৮৩২ সাল ২৯ জানুআরি। ( ২৪ সেপ্টেম্বর ১৮৩৬ । ১০ আশ্বিন ১২৪৩ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু —.জিলা নবদ্বীপের মধ্যে শান্তিপুর গ্রাম প্রধান সমাজ এবং অধিক অন্যান্স জাতীয় ব্যতীত কায়স্থ বৈদ্য ব্রাহ্মণ জাতির ৫০ ০০ হাজার ঘর বসতি ইহার মধ্যে বিনা বেতনে বিদ্যাভ্যাস হওন বিদ্যালয় না থাকাতে অধিকাংশ বালক মুখ হয় বোধে গ্রামস্থ জমিদার এবং বিশিষ্ট শিষ্ট পরোপকারি শ্ৰীলশ্ৰীযুত বাবু মতিলাল রায় মহাশয় স্বয়ং খরচে ঐ গ্রামের মধ্যস্থলে উত্তম ইষ্টকনিৰ্ম্মিত দোতাল বাটী ভাড়া লইয়া এক জন হিন্দু কলেজের ফাষ্ট ক্লাসের উত্তীর্ণ বিদ্বান ইঙ্গরেজী বিদ্যাভ্যাসকারককে নিযুক্ত করিয়াছেন অত্যন্ত্রকাল অর্থাং ৫ মাস আন্দাজ হইবেক । ইহাতেই ১০০ শত বালকের অতিরিক্ত হইয়াছে ঐ কলেজের পাঠের দাড়াসকল দৃষ্ট করিয়া পরমাপ্যায়িত হইলাম । ফাষ্ট সেকাণ্ট থারড ফোর্থ ক্লাস করিয়াছেন এ শারদীয় পূজার পর ঐ স্কুলের একজামিন হইবেক । অনুমান করি তাহাতে দেশস্থ ধনি ব্যক্তি সকল এবং জিলাস্থ শ্ৰীলশ্ৰীযুত হাকিম সাহেবেরা শাস্তিপুরস্থ হইয়া বালকেরদিগের একজামিন করেন ইহা হইলে ভাল হয় শ্ৰীযুত বাবুজি মহাশয় একজামিনে উত্তীর্ণ বালকেরদিগকে কেতাবপ্রভৃতি পারিতোষিক দিলেন । দর্পণ প্রকাশক মহাশয় অত্যয়কালের মধ্যে এত বালক হইয়াছে পর২ অধিক হইয়া তিন চারি শত বালক হওন সম্ভাবনা । ইহাতে করিয়া এক জনে টিচরী কৰ্ম্ম সম্পন্ন হয় না । এবং বাঙ্গলা ও পারস্য বিদ্যাভ্যাস হইতেছে না। এমতে বিশিষ্ট শিষ্ট ধনি বাঙ্গালি এবং ইউরোপীয় এবং শ্ৰীলশ্ৰীযুত দেশাধিপতি মহাশয়েরা সকলে মনোযোগী হইয়া চাদার দ্বারা এমত স্থানের বিদ্যালয়ের উন্নতি করেন । ইহাতে দেশের মহোপকার ও অভিপুণ্য সঞ্চয় । ভরসা করি আমারদিগের নিবেদন পত্র দৃষ্টে সকলেই মনোযোগ করিবেন। এবং ইঙ্গরেজী ও বাঙ্গলা মুদ্রাঙ্কণ সম্পাদক মহাশয়র দেশের উপকারার্থে সৰ্ব্বসাধারণের কর্ণগোচরার্থে আপন২ সম্বাদ পত্রে প্রতিবিম্বিত করিয়া চিরবাধিত করিবেন । - শ্ৰীশ্ৰীনাথ মুখোপাধ্যায় শ্ৰীশ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় শ্ৰীবিষ্ণুচন্দ্র মুখোপাধ্যায় শ্ৰব্ৰজনাথ গোস্বামী শ্ৰীবিষ্ণুচন্দ্র রায় শ্ৰীকৃষ্ণমোহন ভট্টাচাৰ্য্য শ্ৰীদুৰ্গাপ্রসাদ মুখোপাধ্যায় শ্ৰীঅখিলচন্দ্র সরকার শ্ৰীগোপীকিশোর সরকার শ্রীরামগোপাল সরকার শ্ৰীকালিদাস সেন কবিরাজ শ্রীরামধন চক্রবর্তী শ্ৰীদুৰ্গাচরণ সরকার শ্ৰীজগন্মোহন কবিরাজ শ্ৰীজগচ্চন্দ্র মুখোপাধ্যায় শ্ৰীমধুসূদন গঙ্গোপাধ্যায় স্ত্রীরামচন্দ্র গঙ্গোপাধ্যায় স্ত্রীতারাচাদ মল্লিক শ্ৰীঈশানচন্দ্র চট্টোপাধ্যায়। সৰ্ব্বসাকিম শাস্তিপুর ।