পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা هtخوسی বিদ্যাভ্যাসার্থ নিজহইতে কোন ব্যয় না লাগে এবং তাহারদের উত্তমরূপ বিদ্যা শিক্ষণ হয় । ঐ পাঠশালার দ্বারা অন্যান্তের উপকারার্থ নওয়াবের বংখ্য ব্যতিরিক্ত আর২ ব্যক্তিরদিগকেও শিক্ষার্থ অকুমতি হইয়াছে । এবং র্যাহারা ৭ বৎসরব্যাপিয়া পারস্ত ও আরবীয় শিক্ষা করিবেন এমত ভরসা ছিল এমত ক এক ব্যক্তিরদিগকে ৬৮১০ টাকা করিয়া মাসিক বৃত্তি দেওয়া গিয়াছে । -- ১৮৩৩ সালে হিন্দু কলেজে অধীতবিদ্য দুই জন ছাত্র ঐ বিদ্যালয়ে অধ্যাপনার্থ কলিকাতাহইতে প্রেরিত হইয়া এক জন তথায় উত্তীর্ণহ ওনের কিঞ্চিং পরেই পরলোকগত হইলেন অন্য জন অধ্যাপনারম্ভ করিলেন । তিনি গুণগণাধার হইলেও কেবল হিন্দুত্বদোষে মোসলমানেরা তাহার প্রতি তাদৃশ অনুরাগী হইলেন না । কিন্তু ঐ মদরস কেবল মোসলমানেরদের উপকারার্থ স্থাপিত হইয়াছে অতএব গত মে মাসে তিনি ঐ পাঠশালার শিক্ষকতা কৰ্ম্ম ত্যাগ করিয়াছেন । ঐ বিদ্যালয় এইক্ষণে শ্ৰীযুত জোন্সসাহেবের অধীনে আছে। ঐ সাহেব ইঙ্গরেজী বিদ্যার শিক্ষাদায়ক এবং তাহার অধীনে এতদ্দেশীয় দুই জন শিক্ষকও আছেন । ... . ( ২৮ অক্টোবর ১৮৩৭ । ১৩ কাৰ্ত্তিক ১২৪৪ ) মুরশিদাবাদের নূতন পাঠশালা —শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয়েষ্ণু ...কএক সপ্তাহ হইল বহরমপুরে গবর্নর জেনরল বাহাদুরের এজেণ্ট শ্ৰীযুত আনরবল ডবলিউ মেলবিল সাহেবের বাটীতে অনেক শিষ্ট বিশিষ্ট এতদ্দেশীয় মান্য মহাশয়ের একত্র হইয়া সয়দাবাদের নিকটে এক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ করিয়াছেন । ঐ অঞ্চলে বহুতর ধনি ব্যক্তি আছেন অতিলাভজনক বাণিজ্যকাৰ্য্য ও আছে এবং অতিধনি অনেক জমীদার আছেন কিন্তু এইপৰ্য্যন্ত সেই স্থানে ইঙ্গরেজী বিদ্যোপার্জনার্থ সামান্ত্যরূপ ও কোন উপায় ছিল না অতএব ঐ অঞ্চলে বিবেচনাসিদ্ধ এমত এক পাঠশালা স্থাপনের অনেককালাবধি আবশ্বক আছে । তৎপ্রযুক্ত এতদ্দেশীয় মহাশয়েরা এইক্ষণে যে পৰ্য্যস্ত উৎসাহী হইয়া তদ্বিষয়ক বিবেচনার্থ বৈঠক করিতে প্রবৃত্ত হইলেন এবং আপনারদের উত্তম দানদ্বারা শিশুরদের বিদ্যাদানীয় পাঠশালার যেপৰ্য্যস্ত সাহায্য করিয়াছেন তদৃষ্টে কোন ব্যক্তির আহলাদ না জন্মে। এই বিষয়ে ৬/প্রাপ্ত রাজা হরিনাথ রায়ের পুত্ৰ শ্ৰীযুক্ত বাবু কুমার রুষ্ণনাথ রায় স্বীয় সংবদান্যতার দ্বারা অতি বিশেষরূপে প্রশংসনীয় হইয়াছেন এবং তিনি স্বয়ং ইঙ্গরেজী বিদ্যাভ্যাস করিতেছেন স্থতরাং তাহার নিতান্ত এমত বোধ হইতেছে যে আপনারদের দেশীয় বালকেরদিগকে ঐ বিদ্যা দানকরণেতে মহোপকার হইতে পারে । অপর ঐ বিদ্যালয়ের কার্য্য রক্ষণাবেক্ষণার্থ সভাতে নানা নিয়মকরণপূর্বক এই স্থির হইল যে কেবল ইঙ্গরেজী বিদ্যাই তাহাতে শিক্ষণ দেওয়া যাইবে এবং ছাত্রেরদের স্ব২ জাতীয় ধর্মের বিষয়ে কোন হস্তক্ষেপ করা যাইবে না । শ্ৰীযুত ইয়াট সাহেব অর্থাৎ > *