পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

णिक &t পাঠাইতে লিথিয়াছেন প্রভাকর প্রকাশক তাহ বুঝিতে না পারিয়া এমত ভ্রান্ত হইয়াছেন বুঝি যুবতী স্ত্রীরা পাঠশালাষ যাইবেন ইহা ভাবিয়া মহা উল্লসিত হইয়াছেন কিন্তু এমত কুকৰ্ম্ম কেহ করিবেন না যে অপেন যুবতীকে সাধারণ পাঠশালায় পাঠাইয়া প্রভাকর প্রকাশকের মনোবাঞ্ছা পূর্ণ করিবেন তবে যে এ দুরাশা সে র্তাহার আকাশতরু প্রমূলের ন্যায় । অপর দর্পণপ্রকাশক মহাশয় এমত কুপরামর্শ কখন দেন নাহি যে কুলাঙ্গনাকে বারাঙ্গন করা তবে যাহার অন্তঃকরণে যে ভাব সে সৰ্ব্বত্র সেই ভাব দেখিতে পায় । --তাং ২৫ জুলাই মাসন্ত । কস্যচিৎ হিন্দু দর্পণপাঠকস্ত । ( ১৭ ডিসেম্বর ১৮৩১ । ৩ পৌষ ১২৩৮ ) নূতন বালিকা বিদ্যালয় —আমরা শুনিতেছি যে বহুবাজারের গিরি বাবুর পথের এক বিংশতি সংখ্যক ভবনে বালিকারদের পাঠের জন্য শ্ৰীযুত রিবেরগু মেকফরসন সাহেব এক বিদ্যালয় স্থাপন করিয়াছেন বালিকারদের পাঠ জন্য বেতন অত্যয় স্থিরীক্লত হইয়াছে — সং কেীং । ( ২৪ ডিসেম্বর ১৮৩১ । ১০ পৌষ ১২৩৮ ) ফিমেল সেন্দ্রেল স্কুল –গত বুধবার ১৪ দিসেম্বর এই স্কুলে ১০ দশ ঘণ্টার সময়ে বালিকাদিগের পাঠারম্ভ হইল এবং রেবরেণ্ড রাইকার্ড সাহেবকতৃক পরীক্ষা নীত হইলে তদিদৃক্ষু অনেক মান্য বিবি ও এর্চডিকান কারী সাহেব এবং শ্ৰীযুক্ত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরপ্রভৃতি অতিশয় সন্তুষ্ট হওনানস্তর উপরিস্থ ঘরে “ফেন্সী এটিকেল” ক্রয় করিয়া সকলে সস্থানে প্রস্থান করিলেন । ( ৫ জানুয়ারি ১৮৩৩ । ২৩ পৌষ ১২৩৯ ) এদেশের শাস্ত্রের শাসন কেবল স্ত্রীলোক আর শূদ্রের উপরই অধিক চলে দেখ এই এক অশৌচ পালন যাহাতে শূন্দ্রের প্রতি এক মাস ক্লেশ ভোগ লিখিয়াছেন স্ত্রীলোকের প্রতিও তাহার বিধান প্রায় সমান যেহেতুক সস্তান হইলে ব্রাহ্মণ শূদ্র সাধারণ তাবৎ স্ত্রীলোকের প্রতিই অশোঁচের বিধান সমান হইয়াছে পুত্র প্রসব করিয়াও র্তাহারা বহুদিনব্যতিরেকে দেব পিতৃকৰ্ম্মের কোন সামগ্ৰী স্পর্শ করিতে পারেন না। এবং হিন্দুরদের প্রধান শাস্ত্র বেদ তৎপাঠে একেবারে শূদ্রের অনধিকার যদি বা বেদের সারার্থ শ্রবণেও কিঞ্চিং জ্ঞানোদয়ের সম্ভব তাহাতেও শূদ্রেরদিগকে মহান ভয় দেখাইয়াছেন যেহেতুক বেদার্থ শ্রবণ করিলে শূত্রের কর্ণ শুষ্কলী বন্ধ করিয়া দিতে হয় স্ত্রীলোকের প্রতিও এতদ্বিষয়ে লিখিয়াছেন ষে তাহারা বেদমন্ত্র উচ্চারণ করিতে পারিবেন না যেহেতুক বেদমন্ত্র উচ্চারণ করিয়া কৰ্ম্মকরণে স্ত্রী শূন্দ্রের সমানাধিকার ইহাতে কোন গ্রন্থকার এই লেখেন যদ্যপি ব্রাহ্মণের স্ত্রীলোকেরা শূদ্রতুল্য হন