পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBD CBB BBBD DB LLL سیbہ S: হইতেছে তথাচ কোন স্থানে প্রধান সদর আমীনীর কৰ্ম্মে তাহার দূরদৃষ্ট প্রযুক্ত সাহেব লোকেরা নিযুক্ত করেন নাই।...পূরণীয়া জিলা নিবাসি যথার্থবাদিনাং । ( ১৮ সেপ্টেম্বর ১৮৩০ । ৩ আশ্বিন ১২৩৭ ) হালহেড সাহেব —অপর পূৰ্ব্বে ভারতবর্ষে বাসকারি অন্য এক জন সাহেবের মৃত্যুর সম্বাদ আমারদের প্রকাশু হইয়াছে বিশেষতঃ ইংল্পগুদেশাগত সম্বাদ পত্রে লেখেন যে হালহেড সাহেব অতিবৃদ্ধ হইয়া পরোলোকপ্রাপ্ত হইয়াছেন অনুমান হয় যে উক্ত সাহেব ইংগ্রগুীয়েরদের মধ্যে প্রথমেই বাঙ্গল ভাষা সুশিক্ষিত হন এবং ঐ ভাষায় ষে প্রথম গ্রামার হয় তাহ তিনিই প্রথমে প্রস্তুত করিয়া হুগলি নগরে ১৭৭৮ সালে মুদ্রিত করেন । এবং সেই পুস্তক যে বাঙ্গলা অক্ষরে মুদ্রাঙ্কিত তাহা ভারতবর্ষে প্রথম প্রস্তুত অক্ষরেতে হয় । অনুমান হয় যে সেই অক্ষরের ছেনি উলকিন্স সাহেব আপন হস্তে প্রস্তুত করেন । এই অক্ষর অতিবৃহৎ বটে যেহেতুক তাহ এই সম্বাদ পত্রে মুদ্রাঙ্কিতাপেক্ষ তিন গুণ বড় কিন্তু তদনন্তর যে হরপ প্রস্তুত হইয়া গবর্ণমেণ্টের ১৭৯৩ সালের আইন মুদ্রিত হয় তদপেক্ষ তাহ উৎকৃষ্ট । সেই অক্ষর কোন ব্যক্তির দ্বারা প্রস্তুত হয় তাহ আমরা নিশ্চয় করিতে অক্ষম । কিন্তু উলকিন্স সাহেব পঞ্চানননামক এক ব্যক্তিকে তাহ শিক্ষণ করান ইহা জ্ঞাত অছি অতএব ঐ অক্ষর তস্থার প্রস্তুত হয় এমত অকুমান হইতে পারে। ( ২৬ নবেম্বর ১৮৩১ । ১২ অগ্রহায়ণ ১২৩৮ ) পাদরি পিয়েরসন —আমরা অতিশয় খেদপূর্বক প্রকাশ করিতেছি যে চুচড়ার পাদরি জি ডি পিয়েরসন সাহেব ৮ নবেম্বর মঙ্গলবার প্রাতঃকালে পরলোক গমন করিয়াছেন সেই দিবসের বৈকালেই তাহার অস্ত্যেষ্টিক্রিয়া হইয়াছে তিনি কিছু দিন পূৰ্ব্বে ইঙ্গলণ্ডে গমন করিতে চেষ্টিত হইয়াছিলেন এবং অত্যন্ত্র দিনে যাইবেন এই মত কল্প ছিল পিয়েরসন সাহেবের মৃত্যুতে র্তাহার আত্মীয়ের যৎপরোনাস্তি খেদ করিতেছেন এতদ্দেশীয় বালকেরদের বিদ্যার বৃদ্ধি হয় তজ্জন্ত তিনি নিতাস্ত চেষ্টিত ছিলেন এবং বালকেরদের পাঠজন্য র্তাহারকতৃক নানা পুস্তক রচিত হইয়াছে এতদ্ভিন্ন তাহার অধ্যক্ষতাতে চুচড়ার স্কুলে বিশেষ উপকার দশিতেছে । সং কৌং ( >> छ्न >ध्>७8 । ७० टेखTछे ०२8s ) অদ্য আমারদের যে সম্বাদ প্রকাশ করিতে হইল তাহা শ্রবণে তাবৎ ভারতবর্ষীয় লোক কেবল নহে কিন্তু তাবৎ পৃথিবীস্থ লোকই অত্যস্ত খেদিত হইবেন । ডাক্তর কেরি সাহেব গত সোমবার পূর্বাহ্নে বিনা যন্ত্রণায় লোকাস্তরগত হইয়াছেন। কএক