পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసిఫి BB TBBY BBBDD DBOLL ভাষায় লিখন পঠনাদি ব্যবহার প্রায় ছিল না এবং কাহারে বঙ্গ ভাষার ব্যাকরণ জ্ঞান মাত্র ছিল না । পণ্ডিতের তাহা স্পর্শও করিতেন না এবং পাঠ্য বঙ্গীয় ভাষার কোন গ্রন্থই প্রায় ছিল না যে ছিল সে পদ্য গ্রন্থ এইক্ষণে লিখন পঠনের দ্বারা ঐ ভাষা অত্যন্ত ভাষমাণ ও ংস্কারবতী হইয়াছে এবং প্রায় সৰ্ব্বসাধারণই উত্তমরূপ ঐ ভাষায় লিখনপঠনেতে উৎক্ষক বটেন। ডাক্তর কেরি সাহেবের উদ্যোগেতেই এবং তাহাকর্তৃক নিযুক্ত যে পণ্ডিতের র্তাহারদের প্রযত্নেতে এইক্ষণে বঙ্গভাষা এতদ্ধেপ প্রসিদ্ধ হইয়াছে । ডাক্তর কেরি সাহেব ১৭৬২ সালের ১৭ আগস্তে জন্মগ্রহণ করেন এবং বয়ঃক্রম সন্ত্রমেতে পরিপূর্ণ হইয়। ১৮৩৪ সালের ৯ জুনে পরলোক গত হন । ( ২৮ জুন ১৮৪ । ১৫ আষাঢ় ১২৪১ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়েষ্ণু —সংপ্ৰতি পরলোকাস্তরিত প্ৰডাক্তর কেরি সাহেবকে অসামান্য গুণবান করিয়া সামান্যরূপে সকলেই জ্ঞাত আছেন কিন্তু তাহার বিশেষ অনেকে জ্ঞাত নহেন তৎপ্রযুক্ত র্তাহারদের বিশেষ জ্ঞাপনার্থ কিঞ্চিদ্বিবরণ লিখিতেছি।. ৬/ ডাক্তর কেরি সাহেবের পরলোকগমনে অস্মদাদির মনে যে খেদ জন্মিয়াছে তন্নিবারণার্থ কোন উপায় দেখি না যেহেতুক তৎসমান কোন লোক এমত দৃষ্ট হয় না যে তস্কৃষ্টে সে শোকাপনোদন করিতে পারি। ডাক্তর কেরি সাহেবের দয়াদাক্ষিণ্য সৌজন্তাদি গুণ কত লিখিব তাহার বিদ্যাবিষয়ে যে অসাধারণ ক্ষমতা ছিল তাহ কিঞ্চিৎ লিখিতে পারিলেও আপনাকে শ্লাঘ্য বোধ করি । র্তাহার সংস্কৃতবিদ্যা সৰ্ব্বাপেক্ষায় চমৎকারিণী তিনি ভারতবর্ষে আসিয়া অধিক বয়ঃসময়ে আরম্ভ করিয়াও অল্পদিনে অতিমুকঠিন সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্য হইয়াছিলেন অন্তহ লোকের বাল্যকালে আরম্ভ করিয়াও এত শীঘ্র সংস্কৃতবিদ্যা হওয়া দুর্ঘট তিনি কিছুকাল এতদেশীয় জনেক পণ্ডিত সন্নিধানে রাখিয়া কোন সংস্কৃত রচনাদি করিতেন কিন্তু ইদানীং তিনি পরাপেক্ষ না করিয়াই ইঙ্গরেজীহইতে সংস্কৃত অনুবাদ অর্থাৎ তর্জম। করিতেন এবং সংস্কৃতহইতে ইঙ্গরেজী অথবা বঙ্গভাষা অনুবাদ করিতেন ইহাতে র্তাহার বিন্দুবিসর্গেরও ব্যত্যয় হইত না । অপর তিনি শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের অনুমতিতে ংস্কৃত বাল্মীকি রামায়ণের কতক অংশ আপনি ইঙ্গরেজীতে অনুবাদ করিয়া উভয় ভাষায় গ্রন্থ প্রস্তুত করিয়া মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং খ্ৰীষ্টীয়ান ধৰ্ম্মপুস্তক অর্থাৎ বাইবেল হিন্দুস্থানীয় নানা ভাষায় অর্থাৎ মহারাষ্ট্রীয় ও পাঞ্জাবী ও ত্রৈলিঙ্গী ও কার্ণাটী ও ঔৎকালীপ্রভৃতি উনচত্বারিংশং ভাষায় তর্জমা করাইয়া মুদ্রাঙ্কিত করিয়াছেন যদ্যপি তত্তদেশীয় এক২ জন বেতনভুক্‌ পণ্ডিত স্বয়ং ভাষায় তর্জমা করিতেন বটে তথাপি ঐ সাহেব সে সকল ভাষার শুদ্ধাশুদ্ধ বিবেচনাপূর্বক মুদ্রাঙ্কিত করিয়াছেন ইহাতে হিন্দুস্থানীয় তত্তম্ভাযায় স্বীয় ভাষাবৎ তাহার উত্তম নৈপুণ্য হইয়াছিল । এবং কার্ণাটী ও পাঞ্জাবী ও মহারাষ্ট্রীয় ও ত্রৈলিঙ্গী ভাষার এক২ ব্যাকরণ ইঙ্গরেজীর সহিত স্থষ্টি করিয়াছেন তাহাতে ইউরোপীয় লোক তত্তদ্ব্যাকরণদৃষ্টে