পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ృృగి তিন২ শত টাকা করিয়া দান করিতে স্বীকার করিয়াছেন অতএব ৩০ হাজার টাকা পৰ্য্যস্ত স্থির হইয়াছে । এবং অতি শীঘ্র২ সাহেব লোকের নানা পুস্তক দান করিয়া ঐ আলয়ে প্রেরণ করিতেছেন। আমারদের ভরসা হয় যে এই ব্যাপার সম্পূর্ণরূপেই সফল হইবে । ( ১৯ সেপ্টেম্বর ১৮৩৫ । ৪ আশ্বিন ১২৪২ ) সৰ্ব্বসাধারণ পুস্তকালয় –সৰ্ব্বলোকেরাই অনবরত নূতন পুস্তকালয়ে নানাবিধ পুস্তক দান করিতেছেন। আমরা দেখিয়া পরমাহলাদিত হইলাম যে তন্মধ্যে এতদ্দেশীয় অনেক মহাশয়কতৃক অনেক পুস্তক প্রদত্ত হইয়াছে। যে মহাশয়েরা ঐ পুস্তকালয়ে অর্থ দানদ্বারা অংশী হইতে ইচ্ছুক আছেন তাহারদের সংখ্যা ৫০ মধ্যে । এ অতিখেদের বিষয় যেহেতুক ঐ পুস্তকালয়ের অংশিত্বকরণেতে আপত্তি আছে এবং তাহা করণেরও মুখ্যাভিপ্রায় এই যে অনেক টাকা একেবারে আইসে এবং তদ্বারা বহুতর পুস্তক ক্রয় করিতে পারা যায় তাহা হইলে ঐ পুস্তকালয়ের বিষয়ে প্রতিমাসেই অনেক ব্যক্তি স্বাক্ষরকারী হইতে পারেন। শ্ৰীযুক্ত সর চার্লস মেটকাপ সাহেবের দ্বারা মুদ্রাযন্ত্র মুক্ত হওনোপকার চিরস্মরণার্থ যে অট্টালিক নিৰ্ম্মাণকরণের কল্প হইয়াছে তাহাতে এইক্ষণে ৮০ ০০ টাকাপৰ্য্যন্ত সহী হইয়াছে কিন্তু ঐ ব্যাপার সম্পন্নকরণার্থ ঐ টাকার পাচ গুণ টাকা ব্যয় হইবে । ( ১৪ নবেম্বর ১৮৩৫ । ২৯ কাৰ্ত্তিক ১২৪২ ) কলিকাতার সাধারণ পুস্তকালয় –গত শনিবারে কলিকাতার টেনহালে নূতন পুস্তকালয় পক্ষীয় মহাশয়ের সভাস্থ হইলেন । তাহাতে ঐ পুস্তকালয় মুনিয়মপুৰ্ব্বকই স্থাপিত হয় এবং পূৰ্ব্বকার প্রবিসনল কমিটির পরিবর্তে ৭ জন কিউরেটর অর্থাৎ অধ্যক্ষ মনোনীত হইলে পুস্তকালয় স্থাপন ও তৎকার্য্য নির্বাহবিষয়ক ধারা নিরূপণকরণের ভার সাত জনের হস্তে অপিত হয় এবং আমরা অবগত হইয়া আহলাদিত হইলাম যে উক্ত পুস্তকালয়ের ৬০ জন অধ্যক্ষ স্বাক্ষর করিয়াছেন এবং বোধ হয় ষে আর দুই তিন সপ্তাহের মধ্যে ঐ পুস্তকালয়ের কাৰ্য্যারম্ভ হইলে তাহার তাবৎ বিষয়ই স্থধারামত চলিবে । শেষ বৈঠকে গ্রাহ যে সকল প্রস্তাব কলিকাতার সম্বাদ পত্রে প্রকাশিত হইয়াছে তাহ আমরা পাঠক মহাশয়েরদের গোচরার্থ প্রকাশ করিলাম । ১৮৩৫ সালের ৭ নবেম্বর শনিবারে টেনহালে সাধারণ সভাতে যে প্রস্তাব গ্রাহ হইল তাহা এই । i প্রথম নিশ্চয় হইল যে গত ৩১ আগস্ত তারিখে যে সভা হয় সেই সভাতে মনোনীত প্রস্তাবাহুসারে সাধারণ পুস্তকালয় স্থাপন করা উচিত যেহেতুক তদ্বিষয়ে সৰ্ব্বসাধারণেরই অঙ্কুরাগ জন্মিয়াছে ।